ETV Bharat / sports

IPL 2022 : ব্যাটিং বিপর্যয় ! আরসিবির বিরুদ্ধে সস্তায় গুটিয়ে গেল কেকেআর - Russell score highest 25 runs for KKR

আন্দ্রে রাসেল শুরু করেছিলেন বটে, তবে পার্পল জার্সিতে সোনার যুগ সম্ভবত পেরিয়ে এসেছেন ক্যারিবিয়ান ৷ অন্তিম উইকেটে উমেশ যাদব-বরুণ চক্রবর্তীর জুটির রানের সৌজন্যে স্কোরবোর্ডে 128 তুলল নাইটরা (KKR all-out for 128 runs against RCB) ৷

KKR vs RCB IPL 2022
ব্যাটিং বিপর্যয়! আরসিবির বিরুদ্ধে সস্তায় গুটিয়ে গেল কেকেআর
author img

By

Published : Mar 30, 2022, 9:24 PM IST

Updated : Mar 30, 2022, 10:01 PM IST

মুম্বই, 30 মার্চ : দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল নাইটদের সাধের ব্যাটিং ৷ আরসিবির পৌনে এগারো কোটির ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে 7বল বাকি থাকতে সস্তায় গুটিয়ে গেল গতবারের ফাইনালিস্টরা ৷ বিরাট কোহলি-ফ্য়াফ ডু'প্লেসি সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে মাত্র 129 রানের টার্গেট দিল কেকেআর ৷ ব্যর্থ রাহানে, ভেঙ্কটেশ, শ্রেয়স, রানা-সহ নাইটদের টপ-অর্ডার ব্যাটিং ৷ আন্দ্রে রাসেল শুরু করেছিলেন বটে, তবে পার্পল জার্সিতে সোনার যুগ সম্ভবত পেরিয়ে এসেছেন ক্যারিবিয়ান ৷ অন্তিম উইকেটে উমেশ যাদব-বরুণ চক্রবর্তীর জুটির রানের সৌজন্যে স্কোরবোর্ডে 128 তুলল নাইটরা (KKR all-out for 128 runs against RCB) ৷

টস ভাগ্য এদিন সঙ্গ দেয়নি নাইটদের ৷ পার্পল ব্রিগেডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ডু'প্লেসি ৷ দীনেশ কার্তিক পুরনো দলকে নিয়ে নতুন দলের বোলারদের সম্ভবত কার্যকরী টিপস দিয়েছেন সাজঘরে ৷ যা প্রতিফলিত হল মাঠে ৷ আরসিবি বোলারদের বিরুদ্ধে এদিন পার্টনারশিপই তৈরি হল না কেকেআরের ৷ রাহানে, ভেঙ্কটেশ, শ্রেয়স, রানা, নারিন, বিলিংস, জ্যাকসনের ব্যাট থেকে এল যথাক্রমে 9, 10, 13, 10, 12, 14, 0 রান ৷ 1টি চার, 3টি ছয়ে 18 বলে সর্বোচ্চ 25 করলেন রাসেল (Russell score highest 25 runs for KKR) ৷

আরও পড়ুন : একাদশে সাউদি, আরসিবি'র বিরুদ্ধে টস হেরে ব্যাটিং নাইটদের

শেষদিকে উমেশ যাদবের 12 বলে 18 রান কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যায় নাইটদের স্কোর ৷ অন্তিম উইকেটের উমেশ-বরুণ সর্বোচ্চ 27 রান যোগ না-করলে পার্পল ব্রিগেডের কী দশা হত বোঝাই যাচ্ছে ৷ 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট নেন আরসিবির সিংহলী স্পিনার হাসারাঙ্গা (Wanindu Hasaranga takes 4 wickets) ৷ 3 উইকেট নিলেও 45 রানে খরচ করেন বাংলার আকাশ দীপ (Bengal pacer Akash Deep takes 3 wickets) ৷ 2 মেডেন-সহ 2 উইকেট গতবারের সর্বাধিক উইকেট শিকারী হর্ষল প্যাটেলের ঝুলিতে ৷ একটি উইকেট যায় সিরাজের ঝুলিতে ৷

মুম্বই, 30 মার্চ : দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল নাইটদের সাধের ব্যাটিং ৷ আরসিবির পৌনে এগারো কোটির ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে 7বল বাকি থাকতে সস্তায় গুটিয়ে গেল গতবারের ফাইনালিস্টরা ৷ বিরাট কোহলি-ফ্য়াফ ডু'প্লেসি সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে মাত্র 129 রানের টার্গেট দিল কেকেআর ৷ ব্যর্থ রাহানে, ভেঙ্কটেশ, শ্রেয়স, রানা-সহ নাইটদের টপ-অর্ডার ব্যাটিং ৷ আন্দ্রে রাসেল শুরু করেছিলেন বটে, তবে পার্পল জার্সিতে সোনার যুগ সম্ভবত পেরিয়ে এসেছেন ক্যারিবিয়ান ৷ অন্তিম উইকেটে উমেশ যাদব-বরুণ চক্রবর্তীর জুটির রানের সৌজন্যে স্কোরবোর্ডে 128 তুলল নাইটরা (KKR all-out for 128 runs against RCB) ৷

টস ভাগ্য এদিন সঙ্গ দেয়নি নাইটদের ৷ পার্পল ব্রিগেডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ডু'প্লেসি ৷ দীনেশ কার্তিক পুরনো দলকে নিয়ে নতুন দলের বোলারদের সম্ভবত কার্যকরী টিপস দিয়েছেন সাজঘরে ৷ যা প্রতিফলিত হল মাঠে ৷ আরসিবি বোলারদের বিরুদ্ধে এদিন পার্টনারশিপই তৈরি হল না কেকেআরের ৷ রাহানে, ভেঙ্কটেশ, শ্রেয়স, রানা, নারিন, বিলিংস, জ্যাকসনের ব্যাট থেকে এল যথাক্রমে 9, 10, 13, 10, 12, 14, 0 রান ৷ 1টি চার, 3টি ছয়ে 18 বলে সর্বোচ্চ 25 করলেন রাসেল (Russell score highest 25 runs for KKR) ৷

আরও পড়ুন : একাদশে সাউদি, আরসিবি'র বিরুদ্ধে টস হেরে ব্যাটিং নাইটদের

শেষদিকে উমেশ যাদবের 12 বলে 18 রান কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যায় নাইটদের স্কোর ৷ অন্তিম উইকেটের উমেশ-বরুণ সর্বোচ্চ 27 রান যোগ না-করলে পার্পল ব্রিগেডের কী দশা হত বোঝাই যাচ্ছে ৷ 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট নেন আরসিবির সিংহলী স্পিনার হাসারাঙ্গা (Wanindu Hasaranga takes 4 wickets) ৷ 3 উইকেট নিলেও 45 রানে খরচ করেন বাংলার আকাশ দীপ (Bengal pacer Akash Deep takes 3 wickets) ৷ 2 মেডেন-সহ 2 উইকেট গতবারের সর্বাধিক উইকেট শিকারী হর্ষল প্যাটেলের ঝুলিতে ৷ একটি উইকেট যায় সিরাজের ঝুলিতে ৷

Last Updated : Mar 30, 2022, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.