মুম্বই, 18 এপ্রিল : ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল রাজস্থান রয়্য়ালস ৷ সৌজন্যে জস বাটলার ৷ চলতি আইপিএলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় সেঞ্চুরি এল ইংরেজ ব্যাটারের ব্যাট থেকে ৷ ঝোড়ো ব্যাট করলেন সঞ্জু স্যামসন, সিমরন হেটমায়ারও ৷ তাঁদের দাপটেই 217 রানে থামল সঞ্জু স্যামসনদের ইনিংস (Kolkata Knight Riders vs Rajasthan Royals in IPL 2022) ৷
দিনকয়েক আগেই মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করায় বেন স্টোকসের পর দ্বিতীয় ইংরেজ ক্রিকেটার হিসেবে আইপিএলে একাধিক সেঞ্চুরির মালিক হলেন বাটলার ৷ এদিন সেই সংখ্যাটাই আরেক অঙ্ক বাড়িয়ে নিলেন তিনি ৷ তাঁর 61 বলে 103 রানের ইনিংসে ছিল 5টি ছয় এবং 9টি চার ৷
আরও পড়ুন : ক্রিকেটের তিন ফরম্যাটই চুটিয়ে উপভোগ করতে চান জস বাটলার
-
Iss dil mein kya hai:
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
♡ ♡ ♡ ♡
♡ ♡ ♡
♡ Jos ♡
♡ the centurion ♡
♡ ♡
♡ ♡
♡
">Iss dil mein kya hai:
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022
♡ ♡ ♡ ♡
♡ ♡ ♡
♡ Jos ♡
♡ the centurion ♡
♡ ♡
♡ ♡
♡Iss dil mein kya hai:
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022
♡ ♡ ♡ ♡
♡ ♡ ♡
♡ Jos ♡
♡ the centurion ♡
♡ ♡
♡ ♡
♡
দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতবছরও আইপিএলে বাটলার সেঞ্চুরি করেন । 64 বলে 124 ওই ইনিংসই টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ড তারকার প্রথম সেঞ্চুরি ছিল । গতবছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানও ছিলেন তিনি । চলতি আইপিএলেও প্রথম সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে ৷ মুম্বইয়ের বিরুদ্ধে 68 বলে 100 রানের খেলে 16তম ব্যাটার হিসেবে আইপিএলের মঞ্চে একটির বেশি সেঞ্চুরির মালিক হয়েছিলেন বাটলার ৷