ETV Bharat / sports

Jhulan Goswami: ফ্রম চাকদা টু লর্ডস ! 'এক্সপ্রেস' গতিতে ছোটা ঝুলন আক্ষরিক অর্থেই দশভূজা - ঝুলন গোস্বামী

এখন দেবীপক্ষ ৷ সন্তানদের নিয়ে উমার ঘরে ফেরার পালা ৷ কিন্তু আমাদের এই মর্ত্যেই এমন অনেক গৌরী আছেন, যাঁরা নিজেদের প্রতিভা আর পরিশ্রমের জোরেই হয়ে উঠেছেন দশভূজা ৷ সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, ব্যবসা, বাণিজ্য, খেলাধুলো বা সামাজিক অবদান-সবদিক দিয়েই তাঁরা অনন্যা ৷ দেবীপক্ষে তাঁদের কথা আরও একবার মনে করল ইটিভি ভারত ৷ আজকের দশভূজা বাঙালির প্রিয় ঝুলন গোস্বামী (Jhulan Goswami)৷

Etv Bharat
Jhulan Goswami
author img

By

Published : Sep 27, 2022, 6:44 PM IST

Updated : Sep 27, 2022, 9:25 PM IST

কলকাতা: সালটা 1992 ৷ সাদা-কালো টিভিতে সচিন তেন্ডুলকরদের খেলা দেখেছিলেন ছোট্ট বাবুল ৷ বছর দশেকের মেয়েকে এই নামেই চিনত পাড়া-প্রতিবেশীরা ৷ তার আগে পর্যন্ত ক্রিকেট নয়, ফুটবলেই আগ্রহ ছিল ছিপছিপে চেহারার মেয়েটির ৷ লক্ষ্য বদলে দিল সাদা-কালো টিভি এবং বিশ্বকাপ ৷ তারপর কেটে গিয়েছে ঠিক তিন দশক ৷ চাকদার ছোট্ট স্টেশন থেকে 'এক্সপ্রেস' গতিতে ছোটা মেয়েটি এখন কিংবদন্তি, লর্ডসে যার বিদায়ী ম্যাচে হাপুস হয়ে কেঁদেছে ক্রিকেটদুনিয়া ৷ 5 ফুট 11 ইঞ্চির ঝুলন গোস্বামীর উচ্চতা আক্ষরিক অর্থেই 'আকাশছোঁয়া' (Jhulan Goswami) ৷

204টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঝুলন ৷ বিশ্বের সর্বাধিক 255টি উইকেটের মালকিন এই বঙ্গতনয়া ৷ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী শামনিম ইসমাইলের থেকে 64টি উইকেট বেশি পেয়েছেন ঝুলন ৷ লম্বা স্টেপে দৌড়, বিষাক্ত ইনসুইঙ্গার ৷ ঝুলন রান-আপ শুরু করলেই বুক কাঁপত ব্যাটারদের ৷ 2002 সালে ভারতীয় ক্রিকেটে শুরু হয় ঝুলন-যাত্রা । কিন্তু লম্বা স্টেপে দৌড় অনেক আগেই শুরু করেছিলেন ঝুলন ৷ উইকেট নয়, জীবনের লক্ষ্যপূরণটাই তখন লক্ষ্য ছিল লালপুরের তরুণীর ৷

রাতের অন্ধকার তখনও কাটেনি, কিটব্যাগ নিয়ে স্টেশনে পৌঁছে যেতেন ঝুলন ৷ চলে আসতেন কলকাতার বিবেকানন্দ পার্কে ৷ স্বপন সাঁধুর অধীনে চলত প্রশিক্ষণ ৷ মনে উইকেট ছিটকে দেওয়ার তুমুল খিদে, এয়ার ইন্ডিয়ার ক্যান্টিন কর্মীর মেয়ের এই ছিল সম্বল ৷ ঘণ্টাখানেক ঘাম ঝরিয়ে ফিরে যেতেন বাড়িতে ৷ আর মাঝের সময়টা ? লোকাল ট্রেনে কয়েক ঘণ্টার যাতায়াত, ভিড়ের সঙ্গী হত টিপ্পনী, সমালোচনা ৷ পড়াশোনা, বাড়ির কাজ এবং বিয়ে ৷ এই তিনেই মেয়েদের ভাবা লোকজন কিটব্যাগ কাঁধে ঝুলনকে দেখে মানতে পারতেন না ৷ কিন্তু, তাতে থোড়াই কেয়ার বাইশ গজে দাপানোর স্বপ্নে বুঁদ হয়ে থাকা ঝুলনের ৷ পরে বহুবার বলেছেন, খারাপ লাগত । কিন্তু অন্যরা কী বলছে তা তো নিয়ন্ত্রণ করতে পারব না । নিজের লক্ষ্যে পৌঁছলে দেখবে এই লোকগুলোই উঠে দাঁড়িয়ে একদিন হাততালি দিচ্ছে ।

এই নাছোড়াবান্দা মনোভাব, লক্ষ্যে অবিচল থাকা ৷ মেয়েদের ক্রিকেটে আলো আনতে অন্ধকার পথ পাড়ি দিয়েছিলেন ঝুলন ৷ তাঁর মুখেই আজ হাজার ওয়াটের আলো ৷ একচালা থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিকস্তরে ভারতকে সাফল্য এনে দিয়েছে ৷ নীল জার্সি গায়ে ছুঁয়েছেন প্রায় সমস্ত মাইলস্টোন ৷ কিন্তু একটাই আফশোস, বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি ৷ আর্ন্তজাতিক ক্রিকেটে 352টি উইকেটের মালিক গত বিশ্বকাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ দু'টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমেছেন তিনি ৷ 2005 এবং 2017, দুই বিশ্বকাপেই রানার্স হয়েছে ভারতীয় মহিলারা ৷

Jhulan Goswami
ঝুলন আক্ষরিক অর্থেই দশভূজা

আরও পড়ুন: সব পেলেও অধরা বিশ্বকাপ, আফশোস যাচ্ছে না কিংবদন্তি'র

ঝুলনের আফশোস, "আমি দু'টি বিশ্বকাপ ফাইনাল খেলেছি ৷ যদি অন্তত একটি জিততাম, তাহলে আমার এবং দলের জন্য খুব ভালো হত । কিন্তু আমরা জিততে পারিনি, এটাই আমার একমাত্র আফশোস ৷" মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটার হয়েছেন ঝুলন ৷ ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ কালক্রমে হয়ে উঠেছেন চাকদা এক্সপ্রেস ৷ আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান, পদ্মশ্রী, অর্জুন, অজস্র সম্মান পেয়েছেন 39 বছরের পেসার । ফলে যে কেক স্বাদে অতুলনীয়, তাতে কি সত্যিই ‘চেরি অন দ্য টপ’-এর কোনও প্রয়োজন আছে ? ঝুলিতে বিশ্বকাপ না-থাকলেও সেরার সিংহাসনে অবিচ্যুতই থাকবেন বাংলার 'ঝুলু দি' ৷

একনজরে ঝুলন গোস্বামীর ক্রিকেট কেরিয়ার :

  • টেস্ট অভিষেক- 14 জানুয়ারি, 2002 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 12টি টেস্ট খেলেছেন ৷ উইকেট পেয়েছেন 44টি ৷
  • ওয়ান ডে অভিষেক - 6 জানুয়ারি, 2002 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 204টি একদিনের ম্যাচ খেলেছেন ৷ 255টি উইকেট পেয়েছেন ৷
  • টি-20 অভিষেক - 5 অগস্ট, 2006 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 68টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 56টি উইকেট পেয়েছেন ৷

কলকাতা: সালটা 1992 ৷ সাদা-কালো টিভিতে সচিন তেন্ডুলকরদের খেলা দেখেছিলেন ছোট্ট বাবুল ৷ বছর দশেকের মেয়েকে এই নামেই চিনত পাড়া-প্রতিবেশীরা ৷ তার আগে পর্যন্ত ক্রিকেট নয়, ফুটবলেই আগ্রহ ছিল ছিপছিপে চেহারার মেয়েটির ৷ লক্ষ্য বদলে দিল সাদা-কালো টিভি এবং বিশ্বকাপ ৷ তারপর কেটে গিয়েছে ঠিক তিন দশক ৷ চাকদার ছোট্ট স্টেশন থেকে 'এক্সপ্রেস' গতিতে ছোটা মেয়েটি এখন কিংবদন্তি, লর্ডসে যার বিদায়ী ম্যাচে হাপুস হয়ে কেঁদেছে ক্রিকেটদুনিয়া ৷ 5 ফুট 11 ইঞ্চির ঝুলন গোস্বামীর উচ্চতা আক্ষরিক অর্থেই 'আকাশছোঁয়া' (Jhulan Goswami) ৷

204টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঝুলন ৷ বিশ্বের সর্বাধিক 255টি উইকেটের মালকিন এই বঙ্গতনয়া ৷ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী শামনিম ইসমাইলের থেকে 64টি উইকেট বেশি পেয়েছেন ঝুলন ৷ লম্বা স্টেপে দৌড়, বিষাক্ত ইনসুইঙ্গার ৷ ঝুলন রান-আপ শুরু করলেই বুক কাঁপত ব্যাটারদের ৷ 2002 সালে ভারতীয় ক্রিকেটে শুরু হয় ঝুলন-যাত্রা । কিন্তু লম্বা স্টেপে দৌড় অনেক আগেই শুরু করেছিলেন ঝুলন ৷ উইকেট নয়, জীবনের লক্ষ্যপূরণটাই তখন লক্ষ্য ছিল লালপুরের তরুণীর ৷

রাতের অন্ধকার তখনও কাটেনি, কিটব্যাগ নিয়ে স্টেশনে পৌঁছে যেতেন ঝুলন ৷ চলে আসতেন কলকাতার বিবেকানন্দ পার্কে ৷ স্বপন সাঁধুর অধীনে চলত প্রশিক্ষণ ৷ মনে উইকেট ছিটকে দেওয়ার তুমুল খিদে, এয়ার ইন্ডিয়ার ক্যান্টিন কর্মীর মেয়ের এই ছিল সম্বল ৷ ঘণ্টাখানেক ঘাম ঝরিয়ে ফিরে যেতেন বাড়িতে ৷ আর মাঝের সময়টা ? লোকাল ট্রেনে কয়েক ঘণ্টার যাতায়াত, ভিড়ের সঙ্গী হত টিপ্পনী, সমালোচনা ৷ পড়াশোনা, বাড়ির কাজ এবং বিয়ে ৷ এই তিনেই মেয়েদের ভাবা লোকজন কিটব্যাগ কাঁধে ঝুলনকে দেখে মানতে পারতেন না ৷ কিন্তু, তাতে থোড়াই কেয়ার বাইশ গজে দাপানোর স্বপ্নে বুঁদ হয়ে থাকা ঝুলনের ৷ পরে বহুবার বলেছেন, খারাপ লাগত । কিন্তু অন্যরা কী বলছে তা তো নিয়ন্ত্রণ করতে পারব না । নিজের লক্ষ্যে পৌঁছলে দেখবে এই লোকগুলোই উঠে দাঁড়িয়ে একদিন হাততালি দিচ্ছে ।

এই নাছোড়াবান্দা মনোভাব, লক্ষ্যে অবিচল থাকা ৷ মেয়েদের ক্রিকেটে আলো আনতে অন্ধকার পথ পাড়ি দিয়েছিলেন ঝুলন ৷ তাঁর মুখেই আজ হাজার ওয়াটের আলো ৷ একচালা থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিকস্তরে ভারতকে সাফল্য এনে দিয়েছে ৷ নীল জার্সি গায়ে ছুঁয়েছেন প্রায় সমস্ত মাইলস্টোন ৷ কিন্তু একটাই আফশোস, বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি ৷ আর্ন্তজাতিক ক্রিকেটে 352টি উইকেটের মালিক গত বিশ্বকাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ দু'টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমেছেন তিনি ৷ 2005 এবং 2017, দুই বিশ্বকাপেই রানার্স হয়েছে ভারতীয় মহিলারা ৷

Jhulan Goswami
ঝুলন আক্ষরিক অর্থেই দশভূজা

আরও পড়ুন: সব পেলেও অধরা বিশ্বকাপ, আফশোস যাচ্ছে না কিংবদন্তি'র

ঝুলনের আফশোস, "আমি দু'টি বিশ্বকাপ ফাইনাল খেলেছি ৷ যদি অন্তত একটি জিততাম, তাহলে আমার এবং দলের জন্য খুব ভালো হত । কিন্তু আমরা জিততে পারিনি, এটাই আমার একমাত্র আফশোস ৷" মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটার হয়েছেন ঝুলন ৷ ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ কালক্রমে হয়ে উঠেছেন চাকদা এক্সপ্রেস ৷ আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান, পদ্মশ্রী, অর্জুন, অজস্র সম্মান পেয়েছেন 39 বছরের পেসার । ফলে যে কেক স্বাদে অতুলনীয়, তাতে কি সত্যিই ‘চেরি অন দ্য টপ’-এর কোনও প্রয়োজন আছে ? ঝুলিতে বিশ্বকাপ না-থাকলেও সেরার সিংহাসনে অবিচ্যুতই থাকবেন বাংলার 'ঝুলু দি' ৷

একনজরে ঝুলন গোস্বামীর ক্রিকেট কেরিয়ার :

  • টেস্ট অভিষেক- 14 জানুয়ারি, 2002 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 12টি টেস্ট খেলেছেন ৷ উইকেট পেয়েছেন 44টি ৷
  • ওয়ান ডে অভিষেক - 6 জানুয়ারি, 2002 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 204টি একদিনের ম্যাচ খেলেছেন ৷ 255টি উইকেট পেয়েছেন ৷
  • টি-20 অভিষেক - 5 অগস্ট, 2006 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 68টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 56টি উইকেট পেয়েছেন ৷
Last Updated : Sep 27, 2022, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.