কলকাতা, 17 ডিসেম্বর: ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড 347 রানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয়ে স্বভাবতই খুশি ঝুলন গোস্বামী। পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার 309 রানে জয় এতদিন মহিলাদেরত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ছিল সবথেকে বড় ব্যবধানে কোনও দলের জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আড়াই দিনে টেস্ট জিতে 25 বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ।
রবিবার কলকাতা ম্যারাথনে উপস্থিত হয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, সতীশ সুধা, জেমিমা রডরিগেজদের প্রশংসা ঝুলন গোস্বামীর গলায়। তবে ব্যক্তি বিশেষকে কৃতিত্ব দেওয়ার চেয়ে দলগত সংহতিতে এই সাফল্য বলে মনে করেন কিংবদন্তি মহিলা পেসার। প্রাক্তন অধিনায়ক বলছেন, "দীপ্তির 9টা উইকেট এবং পঞ্চাশের ওপর রান, হরমনপ্রীতের নেতৃত্ব পূজা বস্ত্রকর, রাজেশ্বরী গায়কোয়াড়, অভিষেক হওয়া সতীশ সুধা, জেমিমা রডরিগেজ, রেণুকা সিংরাও দুরন্ত ক্রিকেটেই দলগত সাফল্য ৷"
রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে জল্পনা তুঙ্গে। বদলের পক্ষে সায় নেই ঝুলনের। চাকদা এক্সপ্রেস বলেছেন, "বিরাট কোহলি যখন অধিনায়কত্ব করছিল তখন ওই ধরনের কথা হয়েছিল। সেই সময় বিরাটকে নিয়ে একটা আবেগ তৈরি হয়েছিল। রোহিতকে নিয়েও একটা আবেগ তৈরি হয়েছে। আমার মনে হয় রোহিতকেই অধিনায়ক রেখে দেওয়া উচিত। তবে অধিনায়কত্ব করবে নাকি সরে দাঁড়াবে, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ ওর উপরেই ছেড়ে দেওয়া উচিৎ।"
মুকেশ কুমারের পরে এবার ভারতের সিনিয়র দলে আকাশদীপ সিং। সেই সঙ্গে ভারতীয় দলে বাংলার দুই পেসার নতুন বল ভাগ করে নিচ্ছেন তা দেখার স্বপ্ন রয়েছে ঝুলনের। দুই তরুণ পেসারের প্রশংসা করলেন। প্রশংসাও শোনা গেল তাঁর গলায়। উচ্ছ্বসিত ঝুলন বলছেন, "মুকেশ কুমার, আকাশদীরা দারুণ পারফরম্য়ান্স করছে। ঘরোয়া ক্রিকেটে ওদের সাফল্য ঈর্ষণীয়। যা নতুন খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। ভারতীয় দলে একসঙ্গে বাংলার 4-5 জন ক্রিকেটার খেলছে, এটা সত্যিই স্বপ্নের মতো। আগামিদিনে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বাংলার ক্রিকেটাররাই এতে কোনও সন্দেহ নেই।"
আরও পড়ুন: