গোল্ড কোস্ট, 2 অক্টোবর : ভারত-অস্ট্রেলিয়া মহিলা দলের প্রথম ডে-নাইট টেস্টে প্রথম দিন জল ঢেলে দিয়েছিল বৃষ্টি ৷ দ্বিতীয় দিনটা অবশ্য ছিল ভারতীয় ব্যাটারদের ৷ তৃতীয় দিনটাও গেল মিতালি রাজদের পক্ষেই ৷ প্রথম ইনিংসে ভারতের 377 রানের জবাবে দিনের শেষে চার উইকেট হারিয়ে 143 রান তুলেছে অস্ট্রেলিয়া ৷
শুক্রবার স্মৃতি মন্ধানার ঐতিহাসিক সেঞ্চুরিতে স্কোর বোর্ডে বড় রান তোলে ভারত ৷ শনিবার দীপ্তি শর্মার হাফ-সেঞ্চুরি সাড়ে তিনশোর গণ্ডি টপকে যায় মিতালি রাজের দল ৷ শেষ পর্যন্ত 8 উইকেটে 377 রান তুলে ইনিংস ডিক্লেয়ার্ড দিয়ে দেয় ভারত ৷ রান তাড়া করতে নেমে শুরুতেই বেথ মুনির উইকেট হারায় অস্ট্রেলিয়া ৷ তারকা ব্যাটারকে প্রথমেই তুলে নিয়ে অজিদের জোর ধাক্কা দেন ঝুলন গোস্বামী ৷ মাত্র 4 রান করেন মুনি ৷
অপর ওপেনার অ্যাসলা হিলিকেও প্যাভিলিয়নের পথ দেখান ঝুলন ৷ 29 রান করে আউট হন অজি উইকেটকিপার-ব্যাটার ৷ এখান থেকে ক্য়াপ্টেন মেগ ল্যানিং ও এলিস পেরি অজি ইনিংসকে এগিয়ে নিয়ে যান ৷ কিন্তু ব্যক্তিগত 38 রানে ল্যানিংকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান পূজা বস্ত্রাকর ৷ পরে আরও একটি উইকেট তুলে নেন তিনি ৷ তৃতীয় দিনের শেষে ভারতের থেকে এখনও 234 রানে পিছিয়ে অজি মহিলারা ৷
আরও পড়ুন : কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার
পেরি অবশ্য এদিন অনন্য মাইলস্টোন স্পর্শ করেন ৷ অস্ট্রেলিয়ার প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 300টি উইকেট নিলেন তিনি। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টেই এই নজির গড়লেন এলিস। বিশ্বের তৃতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক স্তরে 300 উইকেট ও পাঁচ হাজারের বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ভারতের ঝুলন গোস্বামী ও ইংল্যান্ডের ক্যাথরিন ব্রান্ট।