ETV Bharat / sports

Keshav Maharaj Instagram Post : ‘জয় শ্রী রাম’ লিখে সিরিজ জয়ের উচ্ছ্বাস, আলোচনায় কেশব মহারাজ - Keshav Maharaj Instagram Post

ইনস্টাগ্রামে ‘জয় শ্রী রাম’ লিখে আলোচনায় প্রোটিয়াস স্পিনার কেশব মহারাজ (Jay Sree Ram Post by Proteas Spinner Keshav Maharaj) ৷ ভারতের বিরুদ্ধে 3-0 একদিনের সিরিজ জয়ের পর ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে ছবি দেন তিনি (Keshav Maharaj Instagram Post) ৷ সেখানে দলের প্রশংসা করে, ‘জয় শ্রী রাম’ কথাটি লেখেন এই ভারতীয় বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ৷

Jay Sree Ram Post by Proteas Spinner Keshav Maharaj in Instagram
Jay Sree Ram Post by Proteas Spinner Keshav Maharaj in Instagram
author img

By

Published : Jan 25, 2022, 1:08 PM IST

কেপ টাউন, 25 জানুয়ারি : তুলনামূলক দুর্বল দল নিয়ে একদিনের সিরিজে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ আর 3-0 সিরিজ জয়ের সেই উচ্ছ্বাস মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে প্রোটিয়াস ক্রিকেটারদের মধ্যে ৷ যাঁদের মধ্যে অন্যতম ছিলেন, কেশব মহারাজ ৷ ভারতীয় এই বংশোদ্ভুত বাঁ হাতি অর্থডক্স স্পিনার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন ‘জয় শ্রী রাম’ (Jay Sree Ram Post by Proteas Spinner Keshav Maharaj) ৷ আর তাঁর এই জয় শ্রী রাম পোস্টই এখন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের আলোচনার বিষয় ৷

টেস্ট সিরিজে প্রভাব ফেলতে না পারলেও, একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার 3-0 জয়ের পিছনে অন্যতম ব্যক্তি তিনি ৷ তিন ম্যাচে 3 উইকেট নিয়েছেন কেশব ৷ সংখ্যাটা মাত্র তিন হলেও, উইকেটের মূল্য চোকাতে হয়েছে ভারতকে ৷ প্রথম ম্যাচে 79 রানে বিধ্বংসী শিখর ধাওয়ানকে আউট করেছিলেন ৷ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ফর্মে থাকা বিরাট কোহলির উইকেট নিয়ে ভারতকে ম্যাচ তথা সিরিজ থেকে দূরে করে দিয়েছিলেন ৷

আরও পড়ুন : IND vs SA Third ODI : দক্ষিণ আফ্রিকায় প্রথম হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছে ভারত

রবিবার সিরিজ জয়ের পর কেশব তাঁর ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেন (Keshav Maharaj Instagram Post) ৷ সেই সঙ্গে নিচের ক্যাপশনে লেখেন, ‘‘কী অসাধারণ একটা সিরিজ ছিল ! এর থেকে বেশি গর্ব এই দলটার প্রতি আগে হয়নি ৷ আমরা অনেকদূর এগিয়েছি ৷ এবার তরতাজা হয়ে পরের সিরিজের জন্য প্রস্তুত হওয়ার পালা ৷ জয় শ্রী রাম ৷’’

কেশব মহারাজের শেষ তিনটি শব্দ ভারতীয় ক্রিকেট অনুরাগীদের আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ সোশ্যাল মিডিয়ায় কেশবের ধর্মীয় ভাবাবেগ নিয়ে আলোচনা করছেন তাঁর অনুরাগীরা ৷

কেপ টাউন, 25 জানুয়ারি : তুলনামূলক দুর্বল দল নিয়ে একদিনের সিরিজে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ আর 3-0 সিরিজ জয়ের সেই উচ্ছ্বাস মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে প্রোটিয়াস ক্রিকেটারদের মধ্যে ৷ যাঁদের মধ্যে অন্যতম ছিলেন, কেশব মহারাজ ৷ ভারতীয় এই বংশোদ্ভুত বাঁ হাতি অর্থডক্স স্পিনার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন ‘জয় শ্রী রাম’ (Jay Sree Ram Post by Proteas Spinner Keshav Maharaj) ৷ আর তাঁর এই জয় শ্রী রাম পোস্টই এখন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের আলোচনার বিষয় ৷

টেস্ট সিরিজে প্রভাব ফেলতে না পারলেও, একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার 3-0 জয়ের পিছনে অন্যতম ব্যক্তি তিনি ৷ তিন ম্যাচে 3 উইকেট নিয়েছেন কেশব ৷ সংখ্যাটা মাত্র তিন হলেও, উইকেটের মূল্য চোকাতে হয়েছে ভারতকে ৷ প্রথম ম্যাচে 79 রানে বিধ্বংসী শিখর ধাওয়ানকে আউট করেছিলেন ৷ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ফর্মে থাকা বিরাট কোহলির উইকেট নিয়ে ভারতকে ম্যাচ তথা সিরিজ থেকে দূরে করে দিয়েছিলেন ৷

আরও পড়ুন : IND vs SA Third ODI : দক্ষিণ আফ্রিকায় প্রথম হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছে ভারত

রবিবার সিরিজ জয়ের পর কেশব তাঁর ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেন (Keshav Maharaj Instagram Post) ৷ সেই সঙ্গে নিচের ক্যাপশনে লেখেন, ‘‘কী অসাধারণ একটা সিরিজ ছিল ! এর থেকে বেশি গর্ব এই দলটার প্রতি আগে হয়নি ৷ আমরা অনেকদূর এগিয়েছি ৷ এবার তরতাজা হয়ে পরের সিরিজের জন্য প্রস্তুত হওয়ার পালা ৷ জয় শ্রী রাম ৷’’

কেশব মহারাজের শেষ তিনটি শব্দ ভারতীয় ক্রিকেট অনুরাগীদের আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ সোশ্যাল মিডিয়ায় কেশবের ধর্মীয় ভাবাবেগ নিয়ে আলোচনা করছেন তাঁর অনুরাগীরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.