ডাবলিন, 19 অগস্ট: 11 মাস পরে ক্রিকেট মাঠে ফিরেই ম্যাচের সেরা জসপ্রীত বুমরা ৷ জানালেন, মাঠে নামার আগে তিনি একেবারই নার্ভাস ছিলেন না ৷ বরং শুরুতেই সাফল্য আসায় তিনি খুশি ৷ যার জন্য আগামী ম্যাচগুলিতে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে বলে জানালেন ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ বৃষ্টির কারণে পুরো খেলা হয়নি ৷ তবে, ভারত ডার্কওয়ার্থ লুইস নিয়মে 2 রানে ম্যাচ জিতেছে ৷ ফলে সিরিজে 0-1 এ গিয়ে রয়েছে জসপ্রীত বুমরার দল ৷
ম্যাচ শেষে বুমরা বলেন, "আমি কখনও খুব একটা চাপে ছিলাম না ৷ বরং ক্রিকেট মাঠে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবে পুরো দলের কথাই ভাবতে হয় আপনাকে ৷" 327 দিন পর ক্রিকেট মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা ৷ আর প্রথম ম্যাচেই 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন ৷ প্রথম বলেই অ্যান্ড্রু বালবারিন তাঁকে বাউন্ডারি মারেন ৷ কিন্তু, দ্বিতীয় বলে বুমরার অফ-কাটারে বালবারিনের অফ-স্টাম্প উড়ে যায় ৷
বুমরার মতে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও, কখনই তাঁর মনে হয়নি অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে ৷ তিনি বলেন, "আমার খুব ভালো লাগছে ৷ এনসিএ-তে প্রচুর সেশন করেছি ৷ কখনই মনে হয়নি, অনেক কিছু মিস করে যাচ্ছি ৷" আর এর জন্য এনসিএ-র ট্রেনার এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন বুমরা ৷ সবসময় তাঁকে ইতিবাচক একটা আবহের মধ্যে রেখেছিলেন এনসিএ-র কর্মীরা ৷
আরও পড়ুন: ডাকওয়ার্থ লুইস নিয়মে 2 রানে আয়ারল্যান্ডকে হারল ভারত, দলে ফিরেই নজর কাড়লেন বুমরা
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বুমরা ৷ মেঘলা আবহাওয়ায় তাঁর বোলিং নেওয়ার সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণ করেন বাকিরাও ৷ বুমরার পাশাপাশি, আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণাও এই ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে কামব্যাক করলেন ৷ যদিও, টি-20 ক্রিকেটে এটা তাঁর অভিষেক ম্যাচ ছিল ৷ এর আগে ওয়ান ডে-তে ভারতের হয়ে খেলেছিলেন তিনি ৷ প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন ৷