ETV Bharat / sports

India vs Australia 2nd ODI: অর্ধশতরান গিল-শ্রেয়সের, দুই ব্যাটারের শতরানের পার্টনারশিপে বড় রানের লক্ষ্যে ভারত - India vs Australia

Australia will Bowl First in 2nd ODI: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ৷ আজকের ম্যাচে বুমরা খেলছেন না ৷ তিনি পারিবারিক কারণে মুম্বই ফিরেছেন ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 1:36 PM IST

Updated : Sep 24, 2023, 3:32 PM IST

ইন্দোর, 24 সেপ্টেম্বর: ইন্দোরে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারের বিধ্বংসী ব্যাটিং ৷ তিন নম্বরে নেমে টি-20 মেজাজে এদিন ব্যাটে ঝড় তুললেন শ্রেয়স ৷ বৃষ্টিতে সাময়িক ম্যাচ বন্ধ হলেও পুনরায় খেলা শুরু হলে বিধ্বংসী মেজাজে ধরা দেন দু'জনেই ৷ ইতিমধ্যেই অর্ধশতরান পূর্ণ করেছেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার ৷ দু'জনে জুটিতে পূর্ণ করেছেন শতরানও ৷ সবমিলিয়ে ইন্দোরেই সিরিজ পকেটে পুরে নিতে বড় রানের লক্ষ্যে ভারত ৷ রুতুরাজ এদিন শুরুতে আউট হয়ে গেলেও শ্রেয়সের প্রতি-আক্রমণে ছন্নছাড়া হয়ে যায় অজিরা ৷ পরে শুভমন গিলও অজি পেস বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণে যান ৷ আপাতত 19 ওভারে 1 উইকেট হারিয়ে 147 রান তুলেছে ৷

আজকের ম্যাচে জসপ্রীত বুমরা বাদে বাকি দল এক রয়েছে ভারতের ৷ প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শুভমন গিল এবং রুতুরাজ গায়কোয়াড় ৷ তবে, জস হেজলউডের বলে উইকেটের পিছনে 8 রানে ক্যাচ আউট হন রুতুরাজ ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার শুরুটা ভালো করেছেন ৷ যদিও প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিং করা শুভমনের আজকের ইনিংসের শুরুটা কিছুটা স্লথ হয়েছে ৷

  • 🚨 UPDATE 🚨: Mr Jasprit Bumrah did not travel with the team to Indore for the 2nd ODI against Australia.

    He has gone to visit his family and given a short break by the team management. Fast bowler Mukesh Kumar has joined the team as Bumrah's replacement for the 2nd ODI.

    Bumrah… pic.twitter.com/4shp3AlXZV

    — BCCI (@BCCI) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এশিয়ান গেমসে রোয়িংয়ে দলগত ও ডাবলসে 2 দু’টি ব্রোঞ্জ, 1টি রুপো জয় পুরুষদের

অন্যদিকে, জসপ্রীত বুমরার বাড়ি ফেরার কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বিসিসিআই ৷ বোর্ডের তরফে টুইটে বলা হয়েছে, ‘‘জসপ্রীত বুমরা দ্বিতীয় ওয়ান-ডে খেলার জন্য দলের সঙ্গে ইন্দোরে আসেননি ৷ তিনি পরিবারের সঙ্গে দেখা করতে ছোট্ট বিরতি নিয়ে মুম্বই গিয়েছেন ৷ তাঁর বদলে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মিডিয়াম-ফাস্ট বোলার মুকেশ কুমার ৷’’ উল্লেখ্য, বুমরা সম্প্রতি বাবা হয়েছেন ৷ সেই কারণে, এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচে খেলেননি তিনি ৷ সেই সময় সন্তান সম্ভবা স্ত্রী'র পাশে থাকার জন্য দেশে ফিরেছিলেন ভারতীয় পেসার ৷

আরও পড়ুন: মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলিদের

এদিন অস্ট্রেলিয়া দলেও একাধিক বদল দেখা গিয়েছে ৷ অধিনায়ক প্যাট কামিন্স বিশ্রাম নিয়েছেন ৷ তাঁর জায়গা অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করলেন বাঁ-হাতি পেসার স্পেনসার জনসন ৷ স্টাম্পার-ব্যাটার অ্যালেক্স ক্যারি প্রথম একাদশে ফিরেছেন ৷ চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন জস হেজলউড ৷

ইন্দোর, 24 সেপ্টেম্বর: ইন্দোরে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারের বিধ্বংসী ব্যাটিং ৷ তিন নম্বরে নেমে টি-20 মেজাজে এদিন ব্যাটে ঝড় তুললেন শ্রেয়স ৷ বৃষ্টিতে সাময়িক ম্যাচ বন্ধ হলেও পুনরায় খেলা শুরু হলে বিধ্বংসী মেজাজে ধরা দেন দু'জনেই ৷ ইতিমধ্যেই অর্ধশতরান পূর্ণ করেছেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার ৷ দু'জনে জুটিতে পূর্ণ করেছেন শতরানও ৷ সবমিলিয়ে ইন্দোরেই সিরিজ পকেটে পুরে নিতে বড় রানের লক্ষ্যে ভারত ৷ রুতুরাজ এদিন শুরুতে আউট হয়ে গেলেও শ্রেয়সের প্রতি-আক্রমণে ছন্নছাড়া হয়ে যায় অজিরা ৷ পরে শুভমন গিলও অজি পেস বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণে যান ৷ আপাতত 19 ওভারে 1 উইকেট হারিয়ে 147 রান তুলেছে ৷

আজকের ম্যাচে জসপ্রীত বুমরা বাদে বাকি দল এক রয়েছে ভারতের ৷ প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শুভমন গিল এবং রুতুরাজ গায়কোয়াড় ৷ তবে, জস হেজলউডের বলে উইকেটের পিছনে 8 রানে ক্যাচ আউট হন রুতুরাজ ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার শুরুটা ভালো করেছেন ৷ যদিও প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিং করা শুভমনের আজকের ইনিংসের শুরুটা কিছুটা স্লথ হয়েছে ৷

  • 🚨 UPDATE 🚨: Mr Jasprit Bumrah did not travel with the team to Indore for the 2nd ODI against Australia.

    He has gone to visit his family and given a short break by the team management. Fast bowler Mukesh Kumar has joined the team as Bumrah's replacement for the 2nd ODI.

    Bumrah… pic.twitter.com/4shp3AlXZV

    — BCCI (@BCCI) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এশিয়ান গেমসে রোয়িংয়ে দলগত ও ডাবলসে 2 দু’টি ব্রোঞ্জ, 1টি রুপো জয় পুরুষদের

অন্যদিকে, জসপ্রীত বুমরার বাড়ি ফেরার কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বিসিসিআই ৷ বোর্ডের তরফে টুইটে বলা হয়েছে, ‘‘জসপ্রীত বুমরা দ্বিতীয় ওয়ান-ডে খেলার জন্য দলের সঙ্গে ইন্দোরে আসেননি ৷ তিনি পরিবারের সঙ্গে দেখা করতে ছোট্ট বিরতি নিয়ে মুম্বই গিয়েছেন ৷ তাঁর বদলে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মিডিয়াম-ফাস্ট বোলার মুকেশ কুমার ৷’’ উল্লেখ্য, বুমরা সম্প্রতি বাবা হয়েছেন ৷ সেই কারণে, এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচে খেলেননি তিনি ৷ সেই সময় সন্তান সম্ভবা স্ত্রী'র পাশে থাকার জন্য দেশে ফিরেছিলেন ভারতীয় পেসার ৷

আরও পড়ুন: মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলিদের

এদিন অস্ট্রেলিয়া দলেও একাধিক বদল দেখা গিয়েছে ৷ অধিনায়ক প্যাট কামিন্স বিশ্রাম নিয়েছেন ৷ তাঁর জায়গা অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করলেন বাঁ-হাতি পেসার স্পেনসার জনসন ৷ স্টাম্পার-ব্যাটার অ্যালেক্স ক্যারি প্রথম একাদশে ফিরেছেন ৷ চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন জস হেজলউড ৷

Last Updated : Sep 24, 2023, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.