ETV Bharat / sports

Jasprit Bumrah On Captaincy : সুযোগ এলে অধিনায়কত্বে 'না' নেই বুমরার - Jasprit Bumrah is one of the contenders to be the new Test captain of India

অদূর ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্বদানের সুযোগ এলে প্রস্তুত তিনি (Jasprit Bumrah is ready to be Indian test captain) ৷ দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ শুরুর আগে সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন গুজরাট পেসার ৷

Jasprit Bumrah On Captaincy
সুযোগ পেলে অধিনায়কত্বে 'না' নেই বুমরার
author img

By

Published : Jan 17, 2022, 7:29 PM IST

পারল, 17 জানুয়ারি : দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এলে কেউই হাতছাড়া করতে চায় না ৷ ব্যতিক্রম নন জাতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরা ৷ অদূর ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্বদানের সুযোগ এলে প্রস্তুত তিনি (Jasprit Bumrah is ready to be Indian test captain) ৷ দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ শুরুর আগে সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন গুজরাট পেসার ৷

ডিন এলগারদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর গত শনিবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ৷ স্বাভাবিকভাবেই লাল বলের ক্রিকেটে দেশের নয়া অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ রোহিত শর্মা দৌড়ে সবার প্রথমে থাকলেও তাঁর বয়স একটা ফ্যাক্টর ৷ সমস্তদিক পর্যালোচনা করে বিসিসিআই তরুণ প্রজন্মের কারও হাতে দায়িত্বভার সঁপে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ আর সেটা হলে জসপ্রীত বুমরা দেশের নয়া টেস্ট অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার (Jasprit Bumrah is one of the contenders to be the new Test captain of India) ৷

এবিষয়ে সোমবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতীয় পেসার বলেন, "আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তা অত্যন্ত সম্মানের বিষয় ৷ আমার মনে হয় না বিশ্বের কোনও ক্রিকেটার এই প্রস্তাবে না করবে ৷ আমিও ব্যতিক্রম নই এক্ষেত্রে ৷ যে কোনও ধরনের নেতৃত্বই দেওয়া হোক না কেন, আমি ক্ষমতা অনুযায়ী সবসময় দলকে সাহায্য করে যাব ৷"

আরও পড়ুন : Virat Kohli Quits Test Captaincy : 'বিরাট' ইস্তফায় হতবাক রোহিত, ক্যাপ্টেন কোহলিকে কুর্নিশ মহারাজের

বুধবার থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে দলের সহ-অধিনায়কত্ব সামলাবেন বুম বুম বুমরা ৷ সে প্রসঙ্গে গুজরাট পেসার বলেন, "বাড়তি দায়িত্ব নেওয়া, আলোচনার মাধ্যমে সতীর্থদের সাহায্য করা আমার সহজাত প্রবণতা ৷ সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর বিষয়টিকেও আমি সেভাবেই দেখছি ৷" পাশাপাশি কোহলির ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে দল পূর্ণ সম্মান জানিয়েছে বলেই দাবি গুজরাট পেসারের ৷

পারল, 17 জানুয়ারি : দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এলে কেউই হাতছাড়া করতে চায় না ৷ ব্যতিক্রম নন জাতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরা ৷ অদূর ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্বদানের সুযোগ এলে প্রস্তুত তিনি (Jasprit Bumrah is ready to be Indian test captain) ৷ দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ শুরুর আগে সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন গুজরাট পেসার ৷

ডিন এলগারদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর গত শনিবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ৷ স্বাভাবিকভাবেই লাল বলের ক্রিকেটে দেশের নয়া অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ রোহিত শর্মা দৌড়ে সবার প্রথমে থাকলেও তাঁর বয়স একটা ফ্যাক্টর ৷ সমস্তদিক পর্যালোচনা করে বিসিসিআই তরুণ প্রজন্মের কারও হাতে দায়িত্বভার সঁপে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ আর সেটা হলে জসপ্রীত বুমরা দেশের নয়া টেস্ট অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার (Jasprit Bumrah is one of the contenders to be the new Test captain of India) ৷

এবিষয়ে সোমবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতীয় পেসার বলেন, "আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তা অত্যন্ত সম্মানের বিষয় ৷ আমার মনে হয় না বিশ্বের কোনও ক্রিকেটার এই প্রস্তাবে না করবে ৷ আমিও ব্যতিক্রম নই এক্ষেত্রে ৷ যে কোনও ধরনের নেতৃত্বই দেওয়া হোক না কেন, আমি ক্ষমতা অনুযায়ী সবসময় দলকে সাহায্য করে যাব ৷"

আরও পড়ুন : Virat Kohli Quits Test Captaincy : 'বিরাট' ইস্তফায় হতবাক রোহিত, ক্যাপ্টেন কোহলিকে কুর্নিশ মহারাজের

বুধবার থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে দলের সহ-অধিনায়কত্ব সামলাবেন বুম বুম বুমরা ৷ সে প্রসঙ্গে গুজরাট পেসার বলেন, "বাড়তি দায়িত্ব নেওয়া, আলোচনার মাধ্যমে সতীর্থদের সাহায্য করা আমার সহজাত প্রবণতা ৷ সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর বিষয়টিকেও আমি সেভাবেই দেখছি ৷" পাশাপাশি কোহলির ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে দল পূর্ণ সম্মান জানিয়েছে বলেই দাবি গুজরাট পেসারের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.