ETV Bharat / sports

Jasprit Bumrah : ওভালে বুমরার 'সেঞ্চুরি', ভাঙলেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড

টেস্ট ক্রিকেটে 100টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা ৷ ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে অলি পোপকে 2 রানে ফিরিয়ে এই নজির গড়েন তিনি ৷

Jasprit Bumrah
Jasprit Bumrah
author img

By

Published : Sep 6, 2021, 9:07 PM IST

লন্ডন, 6 সেপ্টেম্বর : ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরার টেস্ট মুকুটে আরও একটি পালক যোগ হল ৷ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ডানহাতি ব্যাটসম্যান অলি পোপকে ফিরিয়ে শততম টেস্ট উইকেটের মালিক হলেন বুমরা ৷ এরই সঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব-এর দীর্ঘদিনের রেকর্ডও ভেঙে ফেললেন ৷ 25টি টেস্ট খেলে 100টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন কপিল দেব ৷ ভারতীয় পেস বোলার হিসেবে বুমরা সেই নজির ছুঁলেন 24টি টেস্ট খেলে ৷

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসের পঞ্চম দিনে অলি পোপকে ফিরিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান বুমরা ৷ 23তম ভারতীয় বোলার হিসেবে দীর্ঘতম ফরম্যাটে 100টি উইকেট নিলেন ৷ এছাড়াও যুগ্মভাবে অষ্টম ভারতীয় বোলার হিসেবে দ্রুততম 100টি টেস্ট উইকেট নেওয়া ক্রিকেটার তিনি ৷ পাশাপাশি ভারতীয়দের মধ্যে সেরা বোলিং গড় (22.45) নিয়ে 100তম টেস্ট উইকেট নেওয়া বোলারে পরিণত হয়েছেন বুমরা ৷ তাঁর পরেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 24.56 গড়ে 100তম টেস্ট উইকেট নিয়েছিলেন রবি ৷

97টি টেস্ট উইকেট ঝুলিতে নিয়ে ওভালে খেলতে নেমেছিলেন বুমরা ৷ প্রথম ইনিংসে দ্রুত ইংল্যান্ডের দুটি উইকেট ফেলে ভারতীয়কে দলকে এগিয়ে দিয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসেও বুম বুম বুমরার দাপট দেখা গিয়েছে ৷ অলি পোপকে 2 রানে আউট করার পর শূন্য রানে ফিরিয়ে দেন জনি বেয়ারস্টোকেও ৷

আরও পড়ুন : Jasprit Bumrah: আইসিসি'র মাসের সেরা ক্রিকেটারের তালিকায় বুমরা

এদিকে আজ আইসিসির তরফে অগস্ট মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়নের কথা জানানো হয় ৷ সেরা ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট ও পাক পেসার শাহিন আফ্রিদির সঙ্গে মনোনীত হয়েছেন বুমরাও ৷ চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই 16টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন জসপ্রীত বুমরা ৷ এর মধ্যে প্রথম টেস্টেই 9টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার ৷ এছাড়া মহিলা ক্রিকেটারের মধ্যে মনোনীত হয়েছেন থাইল্যান্ডের নাতায়া বোকাথাম এবং আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন

লন্ডন, 6 সেপ্টেম্বর : ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরার টেস্ট মুকুটে আরও একটি পালক যোগ হল ৷ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ডানহাতি ব্যাটসম্যান অলি পোপকে ফিরিয়ে শততম টেস্ট উইকেটের মালিক হলেন বুমরা ৷ এরই সঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব-এর দীর্ঘদিনের রেকর্ডও ভেঙে ফেললেন ৷ 25টি টেস্ট খেলে 100টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন কপিল দেব ৷ ভারতীয় পেস বোলার হিসেবে বুমরা সেই নজির ছুঁলেন 24টি টেস্ট খেলে ৷

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসের পঞ্চম দিনে অলি পোপকে ফিরিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান বুমরা ৷ 23তম ভারতীয় বোলার হিসেবে দীর্ঘতম ফরম্যাটে 100টি উইকেট নিলেন ৷ এছাড়াও যুগ্মভাবে অষ্টম ভারতীয় বোলার হিসেবে দ্রুততম 100টি টেস্ট উইকেট নেওয়া ক্রিকেটার তিনি ৷ পাশাপাশি ভারতীয়দের মধ্যে সেরা বোলিং গড় (22.45) নিয়ে 100তম টেস্ট উইকেট নেওয়া বোলারে পরিণত হয়েছেন বুমরা ৷ তাঁর পরেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 24.56 গড়ে 100তম টেস্ট উইকেট নিয়েছিলেন রবি ৷

97টি টেস্ট উইকেট ঝুলিতে নিয়ে ওভালে খেলতে নেমেছিলেন বুমরা ৷ প্রথম ইনিংসে দ্রুত ইংল্যান্ডের দুটি উইকেট ফেলে ভারতীয়কে দলকে এগিয়ে দিয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসেও বুম বুম বুমরার দাপট দেখা গিয়েছে ৷ অলি পোপকে 2 রানে আউট করার পর শূন্য রানে ফিরিয়ে দেন জনি বেয়ারস্টোকেও ৷

আরও পড়ুন : Jasprit Bumrah: আইসিসি'র মাসের সেরা ক্রিকেটারের তালিকায় বুমরা

এদিকে আজ আইসিসির তরফে অগস্ট মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়নের কথা জানানো হয় ৷ সেরা ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট ও পাক পেসার শাহিন আফ্রিদির সঙ্গে মনোনীত হয়েছেন বুমরাও ৷ চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই 16টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন জসপ্রীত বুমরা ৷ এর মধ্যে প্রথম টেস্টেই 9টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার ৷ এছাড়া মহিলা ক্রিকেটারের মধ্যে মনোনীত হয়েছেন থাইল্যান্ডের নাতায়া বোকাথাম এবং আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.