ETV Bharat / sports

Manchester Test: ম্যাঞ্চেস্টার টেস্ট না-হওয়াকে লজ্জাজনক বলছেন জিমি - IndvsEng

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে পাঁচ ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে ছিল ভারত ৷ ফলে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে মরিয়া ছিল ইংল্যান্ড ৷ সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত ৷ তৃতীয় টেস্ট জিতে ইংল্যান্ড সমতা ফেরালেও চতুর্থ টেস্ট জিতে ফের সিরিজে এগিয়ে যায় কোহলি অ্যান্ড কোং ৷

Manchester Test
ম্যাঞ্চেস্টার টেস্ট না-হওয়াকে লজ্জাজনক বলছেন জিমি
author img

By

Published : Sep 12, 2021, 10:59 PM IST

ম্যাঞ্চেস্টার, 12 সেপ্টেম্বর : বিরাট কোহলিদের ইংল্যান্ড সফরে তীরে এসে তরি ডুবেছে ৷ দীর্ঘ আড়াই মাসের ভারতের ইংল্যান্ড সফরের শেষ থাবা বসিয়েছে করোনা ৷ যার ফলে স্থগিত হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ৷ এই ঘটনাকে লজ্জাজনক অ্যাখ্যা দিয়ে ফের ম্যাঞ্চেস্টার বিরাটদের সঙ্গে লড়াইয়ের আশা দেখছেন জেমস অ্যান্ডারসন ৷

ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পরই ম্যাচের দিন সকালে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যদিও ভারতীয় দলের ফিজিও করোনা আক্রান্ত হওয়ার পরই ম্যাচের দিন সকালে টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যদিও টেস্টকে বাতিল না-বলে স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয় ৷ তবে এই ঘটনাকে মাইকেল ভন থেকে শুরু করে অনেক প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ভারতকে দায়ী করেছেন ৷ আইপিএলের সূচির জন্য ভারত ম্যাঞ্চেস্টার টেস্ট খেলতে রাজি হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : আইপিএলে অর্জুনের 'মেন্টর' সচিন পৌঁছলেন মরু শহরে

ম্যাঞ্চেস্টার টেস্ট না-হওয়াকে লজ্জাজনক অ্যাখ্যা দিলেও ফের এই টেস্ট হওয়ার আশা দেখছেন অ্যান্ডারসন ৷ ইনস্টাগ্রামে 36 বছর বয়সি ইংরেজ পেসার লিখেছেন, "আমি ল্যাঙ্কাশায়ার ক্রিকেটের প্রত্যেকের জন্য দু:খিত ৷ ফ্যানেরা টিকিট কেটে ট্রেন ও হোটেলের খরচ করেও সিরিজের শেষ টেস্ট ম্যাচটি দেখতে পায়নি ৷ এটা ওদের প্রাপ্য ছিল না ৷ আমি আশা করব, ম্যাচটি আবার হবে ৷ আশা করি, ঘরের মাঠে আমার আরও একটা আন্তর্জাতিক ম্যাচ খেলব ৷ যা আমি অত্যন্ত ভালবাসি ৷"

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে পাঁচ ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে ছিল ভারত ৷ ফলে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে মরিয়া ছিল ইংল্যান্ড ৷ কিন্তু শেষ টেস্টের আগে ভারতীয় দলের একাধিক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসায় শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যায় ৷

ম্যাঞ্চেস্টার, 12 সেপ্টেম্বর : বিরাট কোহলিদের ইংল্যান্ড সফরে তীরে এসে তরি ডুবেছে ৷ দীর্ঘ আড়াই মাসের ভারতের ইংল্যান্ড সফরের শেষ থাবা বসিয়েছে করোনা ৷ যার ফলে স্থগিত হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ৷ এই ঘটনাকে লজ্জাজনক অ্যাখ্যা দিয়ে ফের ম্যাঞ্চেস্টার বিরাটদের সঙ্গে লড়াইয়ের আশা দেখছেন জেমস অ্যান্ডারসন ৷

ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পরই ম্যাচের দিন সকালে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যদিও ভারতীয় দলের ফিজিও করোনা আক্রান্ত হওয়ার পরই ম্যাচের দিন সকালে টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যদিও টেস্টকে বাতিল না-বলে স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয় ৷ তবে এই ঘটনাকে মাইকেল ভন থেকে শুরু করে অনেক প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ভারতকে দায়ী করেছেন ৷ আইপিএলের সূচির জন্য ভারত ম্যাঞ্চেস্টার টেস্ট খেলতে রাজি হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : আইপিএলে অর্জুনের 'মেন্টর' সচিন পৌঁছলেন মরু শহরে

ম্যাঞ্চেস্টার টেস্ট না-হওয়াকে লজ্জাজনক অ্যাখ্যা দিলেও ফের এই টেস্ট হওয়ার আশা দেখছেন অ্যান্ডারসন ৷ ইনস্টাগ্রামে 36 বছর বয়সি ইংরেজ পেসার লিখেছেন, "আমি ল্যাঙ্কাশায়ার ক্রিকেটের প্রত্যেকের জন্য দু:খিত ৷ ফ্যানেরা টিকিট কেটে ট্রেন ও হোটেলের খরচ করেও সিরিজের শেষ টেস্ট ম্যাচটি দেখতে পায়নি ৷ এটা ওদের প্রাপ্য ছিল না ৷ আমি আশা করব, ম্যাচটি আবার হবে ৷ আশা করি, ঘরের মাঠে আমার আরও একটা আন্তর্জাতিক ম্যাচ খেলব ৷ যা আমি অত্যন্ত ভালবাসি ৷"

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে পাঁচ ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে ছিল ভারত ৷ ফলে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে মরিয়া ছিল ইংল্যান্ড ৷ কিন্তু শেষ টেস্টের আগে ভারতীয় দলের একাধিক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসায় শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.