ETV Bharat / sports

Ishant Sharma Becomes Father: পরিবারে নতুন অতিথি, বাবা হলেন ইশান্ত শর্মা; দম্পতিকে অভিনন্দন অনুষ্কা-আথিয়ার - অনুষ্কা শর্মা

Anushka sharma and Athiya Shetty Congratulates: বিশ্বকাপের মধ্যেই ভারতের ক্রিকেট মহলে সুখবর! বাবা হলেন ভারতীয় দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা ৷ তাঁর স্ত্রী প্রতিমা সিংয়ের কোল আলো করে এসেছে কন্যা সন্তান ৷ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অনুষ্কা শর্মা, রাহুলপত্নী আথিয়া শেট্টি ৷

বাবা হলেন ইশান্ত শর্মা
Ishant Sharma Becomes Father
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 9:29 AM IST

মুম্বই, 4 নভেম্বর: বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার ইশান্ত শর্মা ৷ ইশান্তের সংসার আলো করে এক কন্যাসন্তান এসেছে। গতকাল, শুক্রবার স্ত্রী প্রতিমা সিংয়ের পাশাপাশি ইশান্তও সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে জানিয়েছেন সেকথা ৷ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অনুষ্কা শর্মা, কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি ৷

শুক্রবার ইশান্ত তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, 'ইটস আ বেবি গার্ল।' অর্থাৎ মেয়ে হয়েছে বলে জানান ইশান্ত। ওই ছবিতে লেখা ছিল, 'বিস্ময়, আশা, সম্ভাবনার অসামান্য স্বপ্ন- সবকিছুর সূচনা করে থাকে কন্যাসন্তান। অত্যন্ত আনন্দের সঙ্গে প্রতিমা এবং আমি জানাচ্ছি যে আমাদের কন্যাসন্তান হয়েছে।' শেষে 'লাভ' ইমোজিও দেওয়া আছে।

ওই পোস্টের ক্যাপশনে ইশান্ত লিখেছেন, "একটি কন্যাসন্তান, একটি আশা এবং স্বপ্নের পৃথিবী, গোলাপী রঙে মোড়ানো। আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে খুব খুশি।" দম্পতি তাঁদের সুখবরটি শেয়ার করার পরই ভক্তরা অভিনন্দন জানিয়েছেন ৷ কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন ৷ অনুষ্কা শর্মা লিখেছেন, "ওহ মাই গড, আপনাকে অনেক অভিনন্দন, মা এবং বাবা এবং পুঁচকেকে ভালোবাসা।" এদিকে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি কমেন্টে একটি হার্ট ইমোজি দিয়েছেন। ক্রিকেটার ময়াঙ্ক আগরওয়ালও অভিনন্দন জানিয়েছেন ৷

বাবা হওয়ার জন্য ইশান্তকে শুভেচ্ছা জানানোর মধ্যেই নেটিজেনরা আশাপ্রকাশ করেছেন যে শীঘ্রই কন্যাসন্তানের নাম জানাবেন ভারতীয় তারকা। অন্যদিকে, মা প্রতিমা সিং (বাস্কেটবল খেলোয়াড়) ইশান্তের সঙ্গে আগের বেশকিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রামেও দম্পতির প্রথম সন্তান আশার খবর শেয়ার করা হয়েছিল। উল্লেখ্য, 2016 সালের 9 ডিসেম্বর প্রতিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইশান্ত। প্রতিমাও জাতীয় দলের হয়ে বাস্কেটবল খেলেছেন।

উল্লেখ্য, চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাননি ইশান্ত শর্মা। যদিও ভারতীয় টেস্ট ক্রিকেট দলে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। ভারতীয় ক্রিকেট দল থেকে বেশ কয়েকমাসই তিনি দুরে রয়েছেন।

আরও পড়ুন: আটে আট করার লক্ষ্যে তিলোত্তমায় 'মেন ইন ব্লু', রোহিত-বিরাটদের দেখতে এয়ারপোর্টে জনজোয়ার

মুম্বই, 4 নভেম্বর: বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার ইশান্ত শর্মা ৷ ইশান্তের সংসার আলো করে এক কন্যাসন্তান এসেছে। গতকাল, শুক্রবার স্ত্রী প্রতিমা সিংয়ের পাশাপাশি ইশান্তও সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে জানিয়েছেন সেকথা ৷ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অনুষ্কা শর্মা, কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি ৷

শুক্রবার ইশান্ত তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, 'ইটস আ বেবি গার্ল।' অর্থাৎ মেয়ে হয়েছে বলে জানান ইশান্ত। ওই ছবিতে লেখা ছিল, 'বিস্ময়, আশা, সম্ভাবনার অসামান্য স্বপ্ন- সবকিছুর সূচনা করে থাকে কন্যাসন্তান। অত্যন্ত আনন্দের সঙ্গে প্রতিমা এবং আমি জানাচ্ছি যে আমাদের কন্যাসন্তান হয়েছে।' শেষে 'লাভ' ইমোজিও দেওয়া আছে।

ওই পোস্টের ক্যাপশনে ইশান্ত লিখেছেন, "একটি কন্যাসন্তান, একটি আশা এবং স্বপ্নের পৃথিবী, গোলাপী রঙে মোড়ানো। আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে খুব খুশি।" দম্পতি তাঁদের সুখবরটি শেয়ার করার পরই ভক্তরা অভিনন্দন জানিয়েছেন ৷ কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন ৷ অনুষ্কা শর্মা লিখেছেন, "ওহ মাই গড, আপনাকে অনেক অভিনন্দন, মা এবং বাবা এবং পুঁচকেকে ভালোবাসা।" এদিকে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি কমেন্টে একটি হার্ট ইমোজি দিয়েছেন। ক্রিকেটার ময়াঙ্ক আগরওয়ালও অভিনন্দন জানিয়েছেন ৷

বাবা হওয়ার জন্য ইশান্তকে শুভেচ্ছা জানানোর মধ্যেই নেটিজেনরা আশাপ্রকাশ করেছেন যে শীঘ্রই কন্যাসন্তানের নাম জানাবেন ভারতীয় তারকা। অন্যদিকে, মা প্রতিমা সিং (বাস্কেটবল খেলোয়াড়) ইশান্তের সঙ্গে আগের বেশকিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রামেও দম্পতির প্রথম সন্তান আশার খবর শেয়ার করা হয়েছিল। উল্লেখ্য, 2016 সালের 9 ডিসেম্বর প্রতিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইশান্ত। প্রতিমাও জাতীয় দলের হয়ে বাস্কেটবল খেলেছেন।

উল্লেখ্য, চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাননি ইশান্ত শর্মা। যদিও ভারতীয় টেস্ট ক্রিকেট দলে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। ভারতীয় ক্রিকেট দল থেকে বেশ কয়েকমাসই তিনি দুরে রয়েছেন।

আরও পড়ুন: আটে আট করার লক্ষ্যে তিলোত্তমায় 'মেন ইন ব্লু', রোহিত-বিরাটদের দেখতে এয়ারপোর্টে জনজোয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.