ETV Bharat / sports

India vs South Africa : দিল্লিতে ঈশান-ঝড়, প্রোটিয়াদের 212 রানের টার্গেট দিল ‘মেন ইন ব্লু’

নির্ধারিত 20 ওভারে 211 রানের বিরাট ইনিংস গড়ল ‘মেন ইন ব্লু’ (India vs South Africa T-20 match) ৷

India vs South Africa Match
India vs South Africa Match
author img

By

Published : Jun 9, 2022, 8:47 PM IST

Updated : Jun 9, 2022, 9:29 PM IST

নয়াদিল্লি, 9 জুন : ভারত-দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজের প্রথম ম্যাচে উজ্জ্বল ঈশান কিষান ৷ ঝাড়খণ্ডি ব্যাটারের 48 বলে 76 রানের দৌলতে নির্ধারিত 20 ওভারে 211 রানের বিরাট ইনিংস গড়ল ‘মেন ইন ব্লু’ ৷ যোগ্য সঙ্গত করলেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা (Ishan Kishan scores big as India board 211 run ) ৷

এদিন প্রথমে ব্যাট করতে দুরন্ত শুরু করেছিলেন ঈশান-রুতুরাজ জুটি ৷ মাত্র 23 রান করে গায়কোয়াড় ডাগ-আউটে ফিরলে হাল ধরেন শ্রেয়স আইয়ার ৷ দিল্লি ব্যাটারের ব্যাটে আসে 36 রানের ঝকঝকে ইনিংস ৷

দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ কেএল রাহুলকে দলনেতা করে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে দল গড়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ কিন্তু মাঠে নামার আগেই চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন কর্নাটকী ব্যাটার ৷ তাঁর বদলে অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ ৷ তাঁর ডেপুটি হয়েছেন আইপিএল জয়ী হার্দিক পান্ডিয়া ৷

আরও পড়ুন : টি-20 সিরিজে ছিটকে গেলেন রাহুল, টিম ইন্ডিয়ার নতুন ‘নেতা’ পন্থ

এদিন দু'জনেই ভরসা দিলেন দলকে ৷ পন্থের ব্যাট থেকে এল 16 বলে 29 রান, পান্ডিয়া অপরাজিত রইলেন 12 বলে 31 রানে ৷

নয়াদিল্লি, 9 জুন : ভারত-দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজের প্রথম ম্যাচে উজ্জ্বল ঈশান কিষান ৷ ঝাড়খণ্ডি ব্যাটারের 48 বলে 76 রানের দৌলতে নির্ধারিত 20 ওভারে 211 রানের বিরাট ইনিংস গড়ল ‘মেন ইন ব্লু’ ৷ যোগ্য সঙ্গত করলেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা (Ishan Kishan scores big as India board 211 run ) ৷

এদিন প্রথমে ব্যাট করতে দুরন্ত শুরু করেছিলেন ঈশান-রুতুরাজ জুটি ৷ মাত্র 23 রান করে গায়কোয়াড় ডাগ-আউটে ফিরলে হাল ধরেন শ্রেয়স আইয়ার ৷ দিল্লি ব্যাটারের ব্যাটে আসে 36 রানের ঝকঝকে ইনিংস ৷

দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ কেএল রাহুলকে দলনেতা করে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে দল গড়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ কিন্তু মাঠে নামার আগেই চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন কর্নাটকী ব্যাটার ৷ তাঁর বদলে অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ ৷ তাঁর ডেপুটি হয়েছেন আইপিএল জয়ী হার্দিক পান্ডিয়া ৷

আরও পড়ুন : টি-20 সিরিজে ছিটকে গেলেন রাহুল, টিম ইন্ডিয়ার নতুন ‘নেতা’ পন্থ

এদিন দু'জনেই ভরসা দিলেন দলকে ৷ পন্থের ব্যাট থেকে এল 16 বলে 29 রান, পান্ডিয়া অপরাজিত রইলেন 12 বলে 31 রানে ৷

Last Updated : Jun 9, 2022, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.