ETV Bharat / sports

Ishan Kishan May Replace KS Bharat: আমেদাবাদে টেস্ট অভিষেকের সম্ভাবনা ঈশান কিষাণের - Ishan Kishan

3টি টেস্ট খেলার পরেই প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন কেএস ভরত (Ishan Kishan May Replace KS Bharat) ৷ জানা যাচ্ছে, ঈশান কিষাণ চতুর্থ টেস্টে অভিষেক করতে পারেন ৷

Ishan Kishan May Replaces KS Bharat ETV BHARAT
Ishan Kishan May Replaces KS Bharat
author img

By

Published : Mar 8, 2023, 1:09 PM IST

Updated : Mar 8, 2023, 1:43 PM IST

আমেদাবাদ, 8 মার্চ: টেস্টে অভিষেক হতে পারে ঈশান কিষাণের (Ishan Kishan May Debut in Fourth Test) ৷ আমেদাবাদে চতুর্থ টেস্টে ভারতীয় দলে জায়গা পেতে পারেন উদিয়মান তারকা। বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র প্রথম টেস্টে অভিষেক করা উইকেট-কিপার ব্যাটার কেএস ভরতকে বসাতে পারে টিম ম্যানেজেমন্ট ৷ গতকাল ঈশান কিষাণকে নেটে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে কেএস ভরতের আগে ৷ সূত্রের খবর, এই টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে ৷ সেখানে তৃতীয় টেস্টে বিশ্রামে থাকা মহম্মদ শামিকে প্রথম একাদশে ফেরাচ্ছে ভারত ৷ তাঁর সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে খেলবেন উমেশ যাদব ৷

উল্লেখ্য, ঘরের মাঠে ভারতের ইন্দোর টেস্টে হার দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ ঘূর্ণি উইকেটে ভারতের ব্যাটাররাই অজিদের স্পিনের জালে ফেঁসে গিয়েছেন ৷ সবমিলিয়ে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়েই কার্যত প্রশ্ন উঠে গিয়েছে ৷ সেই সমস্যার সমাধানে কেএস ভরতকে বসিয়ে বাঁ-হাতি ঈশান কিষাণকে নামানো কতটা কার্যকর হবে তা সময়ই বলবে ৷ ভারতের টপ-অর্ডারে রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবেন ৷ 3 নম্বরে চেতেশ্বর পূজারা, 4 নম্বরে বিরাট কোহলি এবং 5 নম্বরে শ্রেয়স আইয়ার ব্যাট করেবেন ৷

গত ম্যাচে শ্রেয়সের আগে রবীন্দ্র জাদেজাকে 5 নম্বরে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, তা বুমেরাং হয়েছে ভারতের জন্য ৷ ঈশান কিষাণকে খেলালে তিনি 6 নম্বরে নামবেন ৷ সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা 7 এবং রবিচন্দ্রন অশ্বিন 8 নম্বরে ব্যাট করতে পারেন ৷ আর 9 নম্বরে থাকবেন কেরিয়ারের সেরা ফর্মে থাকা অক্ষর প্যাটেল ৷ ফলে ভারতের ব্যাটিং অর্ডার আরও মজবুত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা ৷ টেল এন্ডারে মহম্মদ শামি এবং উমেশ যাদবের আগ্রাসী ব্যাটিং ভারতের বাড়তি পাওনা হতে পারে ৷

আরও পড়ুন: আমেদাবাদে ‘মাস্ট-উইন’ টেস্টে পরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের

এখন দেখার ঈশান কিষাণ প্রথম একাদশে ঢুকলে, তা ভারতের জন্য কতটা লাভজনক হয় ৷ বিশেষত, অভিষেকের পর থেকে উইকেটের পিছনে খুব একটা প্রভাবিত করতে পারেননি কেএস ভরত ৷ বিশেষ ভরসা জোগাতে পারেননি ব্যাট হাতেও 6 নম্বর নেমেও ৷ ঈশান কিষাণ কিপিং গ্লাভস এবং ব্যাটে সেই ভরসা জোগাতে পারেন কিনা, তাই দেখার ৷

আমেদাবাদ, 8 মার্চ: টেস্টে অভিষেক হতে পারে ঈশান কিষাণের (Ishan Kishan May Debut in Fourth Test) ৷ আমেদাবাদে চতুর্থ টেস্টে ভারতীয় দলে জায়গা পেতে পারেন উদিয়মান তারকা। বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র প্রথম টেস্টে অভিষেক করা উইকেট-কিপার ব্যাটার কেএস ভরতকে বসাতে পারে টিম ম্যানেজেমন্ট ৷ গতকাল ঈশান কিষাণকে নেটে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে কেএস ভরতের আগে ৷ সূত্রের খবর, এই টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে ৷ সেখানে তৃতীয় টেস্টে বিশ্রামে থাকা মহম্মদ শামিকে প্রথম একাদশে ফেরাচ্ছে ভারত ৷ তাঁর সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে খেলবেন উমেশ যাদব ৷

উল্লেখ্য, ঘরের মাঠে ভারতের ইন্দোর টেস্টে হার দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ ঘূর্ণি উইকেটে ভারতের ব্যাটাররাই অজিদের স্পিনের জালে ফেঁসে গিয়েছেন ৷ সবমিলিয়ে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়েই কার্যত প্রশ্ন উঠে গিয়েছে ৷ সেই সমস্যার সমাধানে কেএস ভরতকে বসিয়ে বাঁ-হাতি ঈশান কিষাণকে নামানো কতটা কার্যকর হবে তা সময়ই বলবে ৷ ভারতের টপ-অর্ডারে রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবেন ৷ 3 নম্বরে চেতেশ্বর পূজারা, 4 নম্বরে বিরাট কোহলি এবং 5 নম্বরে শ্রেয়স আইয়ার ব্যাট করেবেন ৷

গত ম্যাচে শ্রেয়সের আগে রবীন্দ্র জাদেজাকে 5 নম্বরে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, তা বুমেরাং হয়েছে ভারতের জন্য ৷ ঈশান কিষাণকে খেলালে তিনি 6 নম্বরে নামবেন ৷ সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা 7 এবং রবিচন্দ্রন অশ্বিন 8 নম্বরে ব্যাট করতে পারেন ৷ আর 9 নম্বরে থাকবেন কেরিয়ারের সেরা ফর্মে থাকা অক্ষর প্যাটেল ৷ ফলে ভারতের ব্যাটিং অর্ডার আরও মজবুত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা ৷ টেল এন্ডারে মহম্মদ শামি এবং উমেশ যাদবের আগ্রাসী ব্যাটিং ভারতের বাড়তি পাওনা হতে পারে ৷

আরও পড়ুন: আমেদাবাদে ‘মাস্ট-উইন’ টেস্টে পরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের

এখন দেখার ঈশান কিষাণ প্রথম একাদশে ঢুকলে, তা ভারতের জন্য কতটা লাভজনক হয় ৷ বিশেষত, অভিষেকের পর থেকে উইকেটের পিছনে খুব একটা প্রভাবিত করতে পারেননি কেএস ভরত ৷ বিশেষ ভরসা জোগাতে পারেননি ব্যাট হাতেও 6 নম্বর নেমেও ৷ ঈশান কিষাণ কিপিং গ্লাভস এবং ব্যাটে সেই ভরসা জোগাতে পারেন কিনা, তাই দেখার ৷

Last Updated : Mar 8, 2023, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.