ETV Bharat / sports

Ishan Kishan: ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ঈশানের - রোহিত শর্মা

ওয়ান ডে ক্রিকেটে চতুর্থ ভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ (Ishan Kishan scored double hundred) ৷ একই সঙ্গে ওয়ান ডে-তে দ্রুততম 200 রান করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি ৷ শেষ পর্যন্ত 210 রানে আউট হন রাঁচির এই বাঁ-হাতি ব্যাটার ৷

Ishan Kishan Gets Maiden ODI Two Hundred Against Bangladesh
Ishan Kishan Gets Maiden ODI Two Hundred Against Bangladesh
author img

By

Published : Dec 10, 2022, 2:16 PM IST

Updated : Dec 10, 2022, 4:04 PM IST

চট্টগ্রাম, 10 ডিসেম্বর: চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে দ্বিশতরান ঈশান কিষাণের (Ishan Kishan Gets Maiden ODI Two Hundred Against Bangladesh) ৷ সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ এবং রোহিত শর্মার পর এই কীর্তি অর্জন করলেন মহেন্দ্র সিং ধোনির শহরের ছেলে ঈশান ৷ শনিবার 23তম ওভারে সেঞ্চুরি করেন বাঁ-হাতি এই ওপেনার ৷ আর 35তম ওভারে দু’শো রানের গণ্ডি পেরন তিনি ৷ সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হন ইশান ৷ মাত্র 126 বলে এই নজির গড়েন তিনি ৷ শেষ পর্যন্ত ইশানের ম্যারাথন ইনিংস থামে 131 বলে 210 রানে ৷

এদিন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ৷ চট্টগ্রামের ব্যাটিং উইকেটে সেই সুযোগ হাতছাড়া করেননি ঈশান ৷ প্রথমের দিকে কিছুটা সামলে খেলেন ৷ 10 ওভারের পর থেকে প্রতি আক্রমণে যান ঈশান ৷ বিশেষত, বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে ছয়ের প্রদর্শনী শুরু করেন তিনি ৷

ঈশানে এদিনের ডবল সেঞ্চুরি এসেছে মাত্র 126 বলে ৷ যা আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৷ এর আগে রোহিত শর্মা দ্রুততম ডবল সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন ৷ সেই রেকর্ডও এদিন ভেঙে দেন রাঁচির এই বাঁ-হাতি ব্যাটার ৷ প্রসঙ্গত, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)147 বলে 200 রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্বালিয়রে ৷ বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) 219 রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইন্দোরে ৷ রোহিত শর্মা (Rohit Sharma) এখনও পর্যন্ত সর্বাধিক 3টি ডবল সেঞ্চুরি করেছেন ৷

আরও পড়ুন: উইম্বলডনের প্রবেশ পথে আটকে দেওয়া হয়েছিল আটবারের চ্যাম্পিয়ন ফেডেরারকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1টি দু’শো রানের ইনিংস খেলেন ৷ রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে 158 বলে 209 রান করেন ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে 153 বলে 208 রানের অপরাজিত ইনিংস খেলেন ও কলকাতায় 173 বলে 264 রানের কেরিয়ারের সেরা একদিনের ইনিংস খেলেন রোহিত ৷ এছাড়াও আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে 200 রান করা ব্যাটাররা হলেন, নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল 237 রানে অপরাজিত, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল 215 রান এবং পাকিস্তানের ফকর জামান অপরাজিত 210 রান ৷

চট্টগ্রাম, 10 ডিসেম্বর: চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে দ্বিশতরান ঈশান কিষাণের (Ishan Kishan Gets Maiden ODI Two Hundred Against Bangladesh) ৷ সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ এবং রোহিত শর্মার পর এই কীর্তি অর্জন করলেন মহেন্দ্র সিং ধোনির শহরের ছেলে ঈশান ৷ শনিবার 23তম ওভারে সেঞ্চুরি করেন বাঁ-হাতি এই ওপেনার ৷ আর 35তম ওভারে দু’শো রানের গণ্ডি পেরন তিনি ৷ সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হন ইশান ৷ মাত্র 126 বলে এই নজির গড়েন তিনি ৷ শেষ পর্যন্ত ইশানের ম্যারাথন ইনিংস থামে 131 বলে 210 রানে ৷

এদিন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ৷ চট্টগ্রামের ব্যাটিং উইকেটে সেই সুযোগ হাতছাড়া করেননি ঈশান ৷ প্রথমের দিকে কিছুটা সামলে খেলেন ৷ 10 ওভারের পর থেকে প্রতি আক্রমণে যান ঈশান ৷ বিশেষত, বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে ছয়ের প্রদর্শনী শুরু করেন তিনি ৷

ঈশানে এদিনের ডবল সেঞ্চুরি এসেছে মাত্র 126 বলে ৷ যা আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৷ এর আগে রোহিত শর্মা দ্রুততম ডবল সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন ৷ সেই রেকর্ডও এদিন ভেঙে দেন রাঁচির এই বাঁ-হাতি ব্যাটার ৷ প্রসঙ্গত, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)147 বলে 200 রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্বালিয়রে ৷ বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) 219 রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইন্দোরে ৷ রোহিত শর্মা (Rohit Sharma) এখনও পর্যন্ত সর্বাধিক 3টি ডবল সেঞ্চুরি করেছেন ৷

আরও পড়ুন: উইম্বলডনের প্রবেশ পথে আটকে দেওয়া হয়েছিল আটবারের চ্যাম্পিয়ন ফেডেরারকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1টি দু’শো রানের ইনিংস খেলেন ৷ রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে 158 বলে 209 রান করেন ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে 153 বলে 208 রানের অপরাজিত ইনিংস খেলেন ও কলকাতায় 173 বলে 264 রানের কেরিয়ারের সেরা একদিনের ইনিংস খেলেন রোহিত ৷ এছাড়াও আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে 200 রান করা ব্যাটাররা হলেন, নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল 237 রানে অপরাজিত, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল 215 রান এবং পাকিস্তানের ফকর জামান অপরাজিত 210 রান ৷

Last Updated : Dec 10, 2022, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.