ETV Bharat / sports

Ishan Kishan: ঈশানের ‘ডাবল’ প্রশংসা সচিনের - Hardik Pandya

ঈশানের কীর্তিতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব ৷ ডাবল সেঞ্চুরি করা ঈশানকে 'ডাবল' অভিনন্দন জানালেন মাস্টার ব্লাস্টার (Ishan Kishan Gets Double Praise from Sachin Tendulkar) ৷

ishan-kishan-gets-double-praise-from-sachin-tendulkar
ishan-kishan-gets-double-praise-from-sachin-tendulkar
author img

By

Published : Dec 10, 2022, 8:41 PM IST

কলকাতা: চতুর্থ ভারতীয় তথা আন্তর্জাতিক স্তরে সপ্তম ব্যাটার হিসেবে 50 ওভারের ম্যাচে দ্বিশতরান করেছেন ঈশান কিষাণ ৷ একই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম 200 রানের মালিক হয়েছে টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার ৷ ঈশানের ইনিংসের পর সোশাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার ৷ আর যে ব্যক্তি প্রথম এই কীর্তি গড়েছিলেন, সেই সচিন তেন্ডুলকর এদিন ঈশানকে অভিনন্দন জানান (Ishan Kishan Gets Double Praise from Sachin Tendulkar) ৷ তিনি লেখেন, ‘‘যে ইনিংস তুমি খেললে, তার জন্য ডাবল প্রশংসা প্রয়োজন !’’ একসঙ্গে বিরাটকেও তাঁর 72তম শতরানের জন্য অভিনন্দন জানান লিটল মাস্টার ৷

সচিন লেখেন, ‘‘এক অসাধারণ নক ! এক অসাধারণ নক ! যে ইনিংস তুমি খেললে, তার জন্য ডাবল প্রশংসা প্রয়োজন ! বিরাট তুমিও অসাধারণ নক খেললে ৷ অনেক অভিনন্দন !’’

দ্বিতীয় ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের মালিক বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) এদিন ঈশানের উচ্ছ্বসিত প্রশংসা করেন ৷ তিনি লেখেন, ‘‘এভাবেই করতে হয় ৷ অসাধারণ ঈশান কিষাণ ৷ এই ধরনটাই ভারতীয় দলকে বিশ্বের সেরা করে তুলবে ৷’’

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ঈশানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘অসাধারণ ! খুব ভালো ইশু ৷ তোমার জন্য খুব খুব গর্বিত ৷ ওয়েল ডিজার্ভ ৷"

প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ঈশানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘তারুণ্যে জোশ তার চরম সীমানায় পৌঁছে গিয়েছে ৷ খুব ভালো ৷ একজন তরুণ হিসেবে এভাবেই ষাঁড়ের সিং ধরার মতো করে নিজের সুযোগকে দু’হাতে কাজে লাগাতে হয় ৷’’

আরও পড়ুন: ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ঈশানের

ইশানের প্রশংসা করেন ভিভিএস লক্ষ্মণ ৷ তিনি লেখেন, ‘‘বল হিট করার কি অসাধারণ প্রদর্শনী ঈশান ! যে কোনও ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করা অসাধারণ ৷ আর সেটা 35 ওভারের মধ্যে করা, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ! কী প্রতিভা ! আমি নিশ্চিত এটা নতুন করে বিশেষ কিছু ঘটতে চলার সূচনা হল ৷

  • What a phenomenal display of ball-striking by @ishankishan51 To get a double hundred in any format is awesome, to do so inside 35 overs is just mind-boggling! What a talent! I am sure this is the start of something truly special. #BANvsIND pic.twitter.com/N4Tbb4surY

    — VVS Laxman (@VVSLaxman281) December 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে পন্টিংকে টপকালেন বিরাট, সামনে শুধুই সচিন

ঈশান কিষাণের ইনিংসে প্রাক্তন ও বর্তমান সকলেই মুগ্ধ ৷ কিন্তু, রেকর্ডের অধিকারী ঈশান কী বলছেন ? ম্যাচ শেষে সঞ্চালকের প্রশ্নে ঈশান বলেন, ‘‘আমি প্রায় 15 ওভার বাকি থাকতে আউট হয়ে গেলাম ৷ আমি 300 করতে পরাতাম ৷’’ পাশাপাশি, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মাদের সঙ্গে একসারিতে চলে এলেন ঈশান ৷ এ নিয়ে রাঁচির তরুণের জবাব, ‘‘আমি ভাগ্যবান, এমন কিংবদন্তিদের সঙ্গে আমার নাম জুড়ে গিয়েছে ৷ এই উইকেট ব্যাট করার জন্য খুব খুব ভালো ৷ আমার উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল ৷ যদি বল আমার জোনে থাকে, তাহলে আমি মারবই ৷’’

কলকাতা: চতুর্থ ভারতীয় তথা আন্তর্জাতিক স্তরে সপ্তম ব্যাটার হিসেবে 50 ওভারের ম্যাচে দ্বিশতরান করেছেন ঈশান কিষাণ ৷ একই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম 200 রানের মালিক হয়েছে টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার ৷ ঈশানের ইনিংসের পর সোশাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার ৷ আর যে ব্যক্তি প্রথম এই কীর্তি গড়েছিলেন, সেই সচিন তেন্ডুলকর এদিন ঈশানকে অভিনন্দন জানান (Ishan Kishan Gets Double Praise from Sachin Tendulkar) ৷ তিনি লেখেন, ‘‘যে ইনিংস তুমি খেললে, তার জন্য ডাবল প্রশংসা প্রয়োজন !’’ একসঙ্গে বিরাটকেও তাঁর 72তম শতরানের জন্য অভিনন্দন জানান লিটল মাস্টার ৷

সচিন লেখেন, ‘‘এক অসাধারণ নক ! এক অসাধারণ নক ! যে ইনিংস তুমি খেললে, তার জন্য ডাবল প্রশংসা প্রয়োজন ! বিরাট তুমিও অসাধারণ নক খেললে ৷ অনেক অভিনন্দন !’’

দ্বিতীয় ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের মালিক বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) এদিন ঈশানের উচ্ছ্বসিত প্রশংসা করেন ৷ তিনি লেখেন, ‘‘এভাবেই করতে হয় ৷ অসাধারণ ঈশান কিষাণ ৷ এই ধরনটাই ভারতীয় দলকে বিশ্বের সেরা করে তুলবে ৷’’

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ঈশানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘অসাধারণ ! খুব ভালো ইশু ৷ তোমার জন্য খুব খুব গর্বিত ৷ ওয়েল ডিজার্ভ ৷"

প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ঈশানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘তারুণ্যে জোশ তার চরম সীমানায় পৌঁছে গিয়েছে ৷ খুব ভালো ৷ একজন তরুণ হিসেবে এভাবেই ষাঁড়ের সিং ধরার মতো করে নিজের সুযোগকে দু’হাতে কাজে লাগাতে হয় ৷’’

আরও পড়ুন: ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ঈশানের

ইশানের প্রশংসা করেন ভিভিএস লক্ষ্মণ ৷ তিনি লেখেন, ‘‘বল হিট করার কি অসাধারণ প্রদর্শনী ঈশান ! যে কোনও ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করা অসাধারণ ৷ আর সেটা 35 ওভারের মধ্যে করা, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ! কী প্রতিভা ! আমি নিশ্চিত এটা নতুন করে বিশেষ কিছু ঘটতে চলার সূচনা হল ৷

  • What a phenomenal display of ball-striking by @ishankishan51 To get a double hundred in any format is awesome, to do so inside 35 overs is just mind-boggling! What a talent! I am sure this is the start of something truly special. #BANvsIND pic.twitter.com/N4Tbb4surY

    — VVS Laxman (@VVSLaxman281) December 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে পন্টিংকে টপকালেন বিরাট, সামনে শুধুই সচিন

ঈশান কিষাণের ইনিংসে প্রাক্তন ও বর্তমান সকলেই মুগ্ধ ৷ কিন্তু, রেকর্ডের অধিকারী ঈশান কী বলছেন ? ম্যাচ শেষে সঞ্চালকের প্রশ্নে ঈশান বলেন, ‘‘আমি প্রায় 15 ওভার বাকি থাকতে আউট হয়ে গেলাম ৷ আমি 300 করতে পরাতাম ৷’’ পাশাপাশি, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মাদের সঙ্গে একসারিতে চলে এলেন ঈশান ৷ এ নিয়ে রাঁচির তরুণের জবাব, ‘‘আমি ভাগ্যবান, এমন কিংবদন্তিদের সঙ্গে আমার নাম জুড়ে গিয়েছে ৷ এই উইকেট ব্যাট করার জন্য খুব খুব ভালো ৷ আমার উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল ৷ যদি বল আমার জোনে থাকে, তাহলে আমি মারবই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.