ETV Bharat / sports

WPL 2023: ডব্লুপিএল আত্মপ্রকাশে জার্সি উন্মোচন মুম্বই ইন্ডিয়ান্সের - প্রথম সিজনের জার্সি উন্মোচন করল মুম্বই ইন্ডিয়ান্স

প্রথম সিজনের জার্সি উন্মোচন করল মুম্বই ইন্ডিয়ান্স (WPL 2023) ৷ তাদের মহিলা দলের জার্সিতে আকাশী নীল ও গোল্ডেনের সঙ্গে জুড় কমলা রং ৷

WPL 2023 ETV BHARAT
WPL 2023
author img

By

Published : Feb 25, 2023, 8:10 PM IST

মুম্বই, 25 ফেব্রুয়ারি: উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের জার্সি উন্মোচন করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Unveiled Jersey) ৷ শনিবার ফ্র্যাঞ্চাইজির তরফে তাদের মহিলা দলের জার্সির প্রকাশ্যে আনা হয় ৷ তাদের সোশাল মিডিয়ায় জার্সির ছবি শেয়ার করেছে মুম্বই ৷ 4 মার্চ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইমেনস প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম সিজনে মুম্বইকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৷

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং টিমেও তারকার অভাব নেই ৷ সেখানে হেড কোচের দায়িত্ব পালন করবেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডস, টিম মেন্টর এবং বোলিং কোচের দায়িত্বে রয়েছেন দেশের প্রাক্তন তারকা পেসার ঝুলন গোস্বামী এবং ব্যাটিং কোচ দেবিকা পালশিকর ৷ মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েদের জার্সি পুরুষ দলের থেকে কিছুটা আলাদা ৷ আকাশি-নীল জার্সিতে গোল্ডেন স্ট্রিপের সঙ্গে থাকছে কমলা রঙের ছোঁয়া ৷

উইমেন্স প্রিমিয়র লিগের সূচনা পর্বে অংশগ্রহণ করবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল ৷ মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত জায়েন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিওয়ার্স তাদের সেরা দল নিয়ে মাঠে নামবে ৷ 4 মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মোট 20টি লিগ ম্যাচ হবে 23 দিন ধরে ৷ প্রতিটি দল হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে 8টি করে ম্যাচ খেলবে ৷ প্রথম তিনটি দল প্লে-অফে কোয়ালিফাই করবে ৷ সেখানে 1 নম্বর দল সরাসরি ফাইনাল খেলবে ৷ আর দুই ও তিনের মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে ৷ সেই ম্যাচের জয়ী দল 26 মার্চ মুম্বইয়ের ব্রের্বোন স্টেডিয়ামে লিগের 1 নম্বর দলের সঙ্গে ফাইনাল খেলবে ৷

আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্ট না-জেতায় ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল, বিস্ফোরক বিরাট

উইমেনস প্রিমিয়র লিগের প্রথম সিজনে সবচেয়ে দামী ক্রিকেটার বাঁ-হাতি ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনা ৷ তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 3.40 কোটি টাকায় কিনেছে ৷ ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর 1.80 কোটি টাকার দর পেয়েছেন ৷ তিনি মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন ৷ অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার এবং ইংল্যান্ডের অলরাউন্ডার নাতালিয়া সিভার সবচেয়ে বেশি দাম পেয়েছেন ৷ 3.20 কোটি টাকায় তাঁদের গুজরাত জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে ৷

মুম্বই, 25 ফেব্রুয়ারি: উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের জার্সি উন্মোচন করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Unveiled Jersey) ৷ শনিবার ফ্র্যাঞ্চাইজির তরফে তাদের মহিলা দলের জার্সির প্রকাশ্যে আনা হয় ৷ তাদের সোশাল মিডিয়ায় জার্সির ছবি শেয়ার করেছে মুম্বই ৷ 4 মার্চ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইমেনস প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম সিজনে মুম্বইকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৷

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং টিমেও তারকার অভাব নেই ৷ সেখানে হেড কোচের দায়িত্ব পালন করবেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডস, টিম মেন্টর এবং বোলিং কোচের দায়িত্বে রয়েছেন দেশের প্রাক্তন তারকা পেসার ঝুলন গোস্বামী এবং ব্যাটিং কোচ দেবিকা পালশিকর ৷ মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েদের জার্সি পুরুষ দলের থেকে কিছুটা আলাদা ৷ আকাশি-নীল জার্সিতে গোল্ডেন স্ট্রিপের সঙ্গে থাকছে কমলা রঙের ছোঁয়া ৷

উইমেন্স প্রিমিয়র লিগের সূচনা পর্বে অংশগ্রহণ করবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল ৷ মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত জায়েন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিওয়ার্স তাদের সেরা দল নিয়ে মাঠে নামবে ৷ 4 মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মোট 20টি লিগ ম্যাচ হবে 23 দিন ধরে ৷ প্রতিটি দল হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে 8টি করে ম্যাচ খেলবে ৷ প্রথম তিনটি দল প্লে-অফে কোয়ালিফাই করবে ৷ সেখানে 1 নম্বর দল সরাসরি ফাইনাল খেলবে ৷ আর দুই ও তিনের মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে ৷ সেই ম্যাচের জয়ী দল 26 মার্চ মুম্বইয়ের ব্রের্বোন স্টেডিয়ামে লিগের 1 নম্বর দলের সঙ্গে ফাইনাল খেলবে ৷

আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্ট না-জেতায় ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল, বিস্ফোরক বিরাট

উইমেনস প্রিমিয়র লিগের প্রথম সিজনে সবচেয়ে দামী ক্রিকেটার বাঁ-হাতি ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনা ৷ তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 3.40 কোটি টাকায় কিনেছে ৷ ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর 1.80 কোটি টাকার দর পেয়েছেন ৷ তিনি মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন ৷ অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার এবং ইংল্যান্ডের অলরাউন্ডার নাতালিয়া সিভার সবচেয়ে বেশি দাম পেয়েছেন ৷ 3.20 কোটি টাকায় তাঁদের গুজরাত জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.