ETV Bharat / sports

RCB vs CSK : রানে ফিরলেন বিরাট, ধোনিদের 157 রানের টার্গেট দিল আরসিবি - এমএস ধোনি

মরু শহরে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র 5 রান করে ডাগ-আউটে ফিরেছিলেন বিরাট কোহলি ৷ এদিন অবশ্য ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুরু থেকেই চেনা ছন্দে দেখা গিয়েছিল আরসিবি ক্যাপ্টেনকে ৷ বিরাটকে যোগ্য সঙ্গ দেন তাঁর ওপেনিং পার্টনার দেবদূত পারিক্কল ৷

RCB vs CSK
রানে ফিরলেন বিরাট
author img

By

Published : Sep 24, 2021, 9:34 PM IST

Updated : Sep 24, 2021, 10:04 PM IST

শারজা, 24 সেপ্টেম্বর : অবশেষে রান পেলেন বিরাট কোহলি ৷ শুক্রবার ক্য়াপ্টেন কোহলি ও বাঁ-হাতি ওপেনর দেবদূত পারিক্কলের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ শারজায় প্রথম ব্যাটিং করে 6 উইকেট হারিয়ে 156 রান তোলে আরসিবি ৷ তবে শুরুটা দারুণ করলেও শেষটা ভাল হয়নি বিরাটবাহিনীর ৷

শারজায় এদিন ধূলিঝড়ের জন্যে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর আরসিবি-সিএসকে ম্যাচের টস হয় ৷ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৷ টস দেরিতে হওয়ায় নির্ধারিত সময়ের 15 মিনিট পর খেলা শুরু হয় ৷ অর্থাৎ খেলা শুরু হয় ভারতীয় সময় সন্ধ্যা 7টা 45 মিনিটে ৷ শুরুটা দারুণ করেন আরিসিবি-র দুই ওপেনার কোহলি ও পারিক্কল ৷ প্রথম 10 ওভারে কোনও উইকেট না-হারানোয় রানের গতি বাড়াতে থাকেন আরসিবি ব্যাটাররা ৷ 11.1 ওভারে অর্থাৎ 67 বলে সেঞ্চুরিতে পৌঁছয় রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ যারা প্রথম ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে মাত্র 92 রানে অল-আউট হয়ে গিয়েছিল ৷

দারুণ ছন্দে ব্যাটিং করেন দুই ওপেনারই ৷ প্রথমে হাফ-সেঞ্চুরিতে পৌঁছন পারিক্কল ৷ 35 বলে 2টি ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে হাফ-সেঞ্চুরি করেন তিনি ৷ এর পর অর্ধশতরান করেন কোহলি ৷ 36 বলে হাফ-ডজন বাউন্ডারি ও একটি ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি করেন আরসিবি ক্যাপ্টেন ৷ কিন্তু 111 রানে প্রথম উইকেট হারায় আরসিবি ৷ ক্য়াপ্টেন কোহলিকে ব্যক্তিগত 53 রানে ফেরান ডোয়েন ব্র্যাভো ৷ বিরাট আউট হলেও পারিক্কলের লড়াই জারি থাকে ৷ শেষ পর্যন্ত 70 বলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছয় মেরে 70 রান করে আউট হন পারিক্কল ৷

আরও পড়ুন : ধূলিঝড়ে আধ ঘণ্টা পরে হল টস, প্রথমে ফিল্ডিং ধোনিদের

এর পরই আরসিবি ইনিংসে ধস নামে ৷ 140 রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দ্রুত চার উইকেট হারায় আরসিবি ৷ মাত্র 16 রানে ব্যবধানে পাঁচ উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ নিয়মিত উইকেট হারানোর শেষ তিন ওভারে মাত্র 16 রান তোলে কোহলির দল ৷ 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 24 রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন ব্র্যাভো ৷ দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর ৷

শারজা, 24 সেপ্টেম্বর : অবশেষে রান পেলেন বিরাট কোহলি ৷ শুক্রবার ক্য়াপ্টেন কোহলি ও বাঁ-হাতি ওপেনর দেবদূত পারিক্কলের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ শারজায় প্রথম ব্যাটিং করে 6 উইকেট হারিয়ে 156 রান তোলে আরসিবি ৷ তবে শুরুটা দারুণ করলেও শেষটা ভাল হয়নি বিরাটবাহিনীর ৷

শারজায় এদিন ধূলিঝড়ের জন্যে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর আরসিবি-সিএসকে ম্যাচের টস হয় ৷ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৷ টস দেরিতে হওয়ায় নির্ধারিত সময়ের 15 মিনিট পর খেলা শুরু হয় ৷ অর্থাৎ খেলা শুরু হয় ভারতীয় সময় সন্ধ্যা 7টা 45 মিনিটে ৷ শুরুটা দারুণ করেন আরিসিবি-র দুই ওপেনার কোহলি ও পারিক্কল ৷ প্রথম 10 ওভারে কোনও উইকেট না-হারানোয় রানের গতি বাড়াতে থাকেন আরসিবি ব্যাটাররা ৷ 11.1 ওভারে অর্থাৎ 67 বলে সেঞ্চুরিতে পৌঁছয় রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ যারা প্রথম ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে মাত্র 92 রানে অল-আউট হয়ে গিয়েছিল ৷

দারুণ ছন্দে ব্যাটিং করেন দুই ওপেনারই ৷ প্রথমে হাফ-সেঞ্চুরিতে পৌঁছন পারিক্কল ৷ 35 বলে 2টি ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে হাফ-সেঞ্চুরি করেন তিনি ৷ এর পর অর্ধশতরান করেন কোহলি ৷ 36 বলে হাফ-ডজন বাউন্ডারি ও একটি ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি করেন আরসিবি ক্যাপ্টেন ৷ কিন্তু 111 রানে প্রথম উইকেট হারায় আরসিবি ৷ ক্য়াপ্টেন কোহলিকে ব্যক্তিগত 53 রানে ফেরান ডোয়েন ব্র্যাভো ৷ বিরাট আউট হলেও পারিক্কলের লড়াই জারি থাকে ৷ শেষ পর্যন্ত 70 বলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছয় মেরে 70 রান করে আউট হন পারিক্কল ৷

আরও পড়ুন : ধূলিঝড়ে আধ ঘণ্টা পরে হল টস, প্রথমে ফিল্ডিং ধোনিদের

এর পরই আরসিবি ইনিংসে ধস নামে ৷ 140 রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দ্রুত চার উইকেট হারায় আরসিবি ৷ মাত্র 16 রানে ব্যবধানে পাঁচ উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ নিয়মিত উইকেট হারানোর শেষ তিন ওভারে মাত্র 16 রান তোলে কোহলির দল ৷ 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 24 রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন ব্র্যাভো ৷ দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর ৷

Last Updated : Sep 24, 2021, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.