দুবাই, 26 সেপ্টেম্বর : বাইশ গজে বিরাট কোহলি আর মাইলস্টোন যেন সমার্থক শব্দ ৷ মাঠে নামলেই যেন রেকর্ডের 'বিরাট' হাতছানি থাকে কোহলির সামনে ৷ রবিবার আরও এক মাইলস্টোন টপকে গেলেন ভিকে ৷ বিশ্বের পঞ্চম ও ভারতের প্রথম ব্যাটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 10 হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন বিরাট ৷
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরু শহরে আইপিএলের দ্বিতীয় পর্বে তৃতীয় ম্যাচ খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এদিন 10 হাজারি মাইলফলক স্পর্শ করার জন্য কোহলির দরকার ছিল মাত্র 13 রান ৷ ইনিংসের চতুর্থ ওভারে বুমরার তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে মাইলফলক টপকে যান বিরাট। উল্লেখ্য, মু্ম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে 313টি ম্যাচ এবং 298টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল 9987 রান। বিলম্ব না-করে এদিন দশ হাজারি মাইলস্টোন টপকে যান ক্যাপ্টেন কোহলি ৷ বিরাটের আগে টি-20 ক্রিকেটে হাজার রান করেছেন ক্রিস গেইল (14,257), কায়রন পোলার্ড (11,195), শোয়েব মালিক (10,808) ও ডেভিড ওয়ার্নার (10,019)।
আরও পড়ুন : রুদ্ধশ্বাস ম্যাচে নাইটদের হারিয়ে এক নম্বরে সুপার কিংস
মুম্বই ম্যাচেই টি-20 ক্রিকেটের এলিট লিস্টে ডেভিড ওয়ার্নারকে টপকে যান কোহলি। তিনি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ টি-20 রান সংগ্রহকারী। তাঁর সামনে রয়েছেন কেবল গেইল, পোলার্ড ও শোয়েব মালিক। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন 51 রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি ৷ আইপিএলে এটি তাঁর 42তম হাফ-সেঞ্চুরি ৷ মাত্র 40 বল অর্ধশতরান করেন আরসিবি অধিনায়ক ৷ এদিনের 51 রানের ফলে টি-20 ক্রিকেটে বিরাটের রান 10,038 ৷ আইপিএলে আরসিবি-র হয়ে 202টি ম্যাচে 6185 রান করেছেন কোহলি। গড় 37.94 ৷ স্ট্রাইক রেট 130.32 ৷ 5টি সেঞ্চুরি ও 42টি হাফ-সেঞ্চুরি ৷ আইপিএলের ইতিহাসে মোট রানের নিরিখে শীর্ষে রয়েছেন বিরাটই ৷