ETV Bharat / sports

Venkatesh Iyer : ঠিক যেন স্টিফেন ফ্লেমিংয়ের ‘ক্লোন’, ভেঙ্কটেশের প্রশংসায় ডেভিড হাসি - কেকেআর

প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে তুলনা তরুণ নাইট ভেঙ্কটেশ আইয়ারের ৷ তাঁকে স্টিফেন ফ্লেমিংয়ের ক্লোন বলে উল্লেখ করলেন কলকাতা নাইট রাইর্ডাস দলের মেন্টর তথা প্রাক্তন কেকেআর অধিনায়ক ডেভিড হাসি ৷

Venkatesh-Iyer-has-A-Big-Future in Cricket-says-KKR Mentor David Hussey
ঠিক যেন স্টিফেন ফ্লেমিংয়ের ‘ক্লোন’, ভেঙ্কটেশের প্রশংসায় ডেভিড হাসি
author img

By

Published : Oct 14, 2021, 7:19 PM IST

শারজা, 14 অক্টোবর : আইপিএল 14’র দ্বিতীয় পর্বে আলোচনার কেন্দ্রে মধ্যপ্রদেশের তরুণ বাঁ হাতি ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৷ কলকাতা নাইট রাইর্ডাসকে তৃতীয়বার আইপিএল’র ফাইনালে তোলার ক্ষেত্রে যাঁর ভূমিকা বিশাল ৷ সেই ভেঙ্কটেশ আইয়ারের তুলনা নিউজিল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক তথা প্রাক্তন বাঁ হাতি ব্যাটার স্টিফেন ফ্লেমিং-এর সঙ্গে ৷ তাঁকে ফ্লেমিং এর ‘ক্লোন’ বা প্রতিরূপ বলে উল্লেখ করলেন নাইটদের মেন্টর ডেভিড হাসি ৷ বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাটকীয় ম্যাচ জিতে তৃতীয়বার আইপিএল’র ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ৷

প্রসঙ্গত, দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ৷ দিল্লিকে মাত্র 135 রানে আটকে দেয় ভারত ৷ জয়ের জন্য প্রয়োজনীয় 136 রান তাড়া করতে নেমে শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত শুরু করেন ৷ দুই ওপেনার মিলে 96 রানের পার্টনারশিপ করেন ৷ যেখানে 26 বছরের ভেঙ্কটেশ আইয়ার 41 বলে 55 রানের ইনিংস খেলেন ৷ পাওয়ার প্লে-তে দুই ওপেনার মিলে 51 রান তোলেন ৷

আরও পড়ুন : KKR Win : 'দিল্লি জয়' করে আইপিএল ফাইনালে চেন্নাইয়ের সামনে কলকাতা

ভেঙ্কটশ আইয়ার প্রসঙ্গে হাসি বলেন, ভেঙ্কটেশ আইয়ারের মতো একজন দুর্দান্ত খেলোয়াড়কে আমরা পেয়েছি ৷ ও শুধুমাত্র একজন ক্লাসি ক্রিকেটার নয়, একজন ভাল মনের মানুষও ৷ প্রথম বল থেকেই দারুণভাবে বল হিট করতে পারে ৷ ওর মারা ওই রকম ক্লাসি বড় বড় ছয় খেলার পরিস্থিতি বদলে দেয় এবং আমাদের জয়ের কাছে নিয়ে যায় ৷’’ এ দিন কেকেআর’র দুই ওপেনারকে নিয়ে হাসি জানান, ‘‘আমাদের দুই ওপেনারের মধ্যে বোঝাপড়াটা খুব ভাল ৷ তাঁরা একে অপরকে খুবই সহযোগিতা করেন ৷ ভেঙ্কটেশ টপ অর্ডারের একজন ক্লাসি ক্রিকেটার ৷ ও যা লম্বা, তাতে ওকে পুরো স্টিফেন ফ্লেমিং এর ক্লোন বলে মনে হয় আমার ৷ ক্রিকেটে ওর ভবিষ্যৎ খুব ভাল ৷’’

আরও পড়ুন : Shardul Thakur : বিশ্বকাপের দলে শার্দূল ইন, অক্ষর আউট

অন্যদিকে, নাইট শিবিরে আরও একটি খুশির খবর রয়েছে ৷ চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে ফাইনালের আগে কেকেআর দলে কোনও চোট সমস্যা নেই ৷ এমনকি ওয়েস্ট ইন্ডিয়ান জায়েন্ট আন্দ্রে রাসেলও ফাইনালের আগে ফিট বলে জানালেন ডেভিড হাসি ৷ তিনি জানান, ‘‘আমার মনে হয় রাসেল ফাইনালের আগে পুরোপুরি ফিট হয়ে গিয়েছে ৷ এ নিয়ে মেডিক্যাল দলের সঙ্গে আরও একবার কথা বলতে হবে ৷ ও সবধরনের অনুশীলনই এখন করছে ৷ আর তার থেকেই মনে হচ্ছে ফাইনালে প্রথম এগারোয় আশার সম্ভাবনা রয়েছে ৷ "

আরও পড়ুন : Sunil Chhetri: আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

এখানেই প্রশ্ন, তাহলে সাকিব আল হাসানের কী হবে ? কারণ, রাসেলের জায়গায় চতুর্থ বিদেশি হিসেবে কেকেআর’র প্রথম এগারোয় সুযোগ পেয়েছিলেন সাকিব ৷ আর প্রথম সুযোগেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার ৷ যার জবাবে হাসি জানিয়েছেন, ‘‘অবশ্যই ও খেলবে ৷ ও দুর্দান্ত একজন খেলোয়াড়, আর যতদূর জানি ও আমাদের দু’টো খেতাব জিততে সাহায্য করেছে ৷ সবাই ফাইনালে সুযোগ পাওয়ার জন্য তৈরি এবং আমার মনে হয় এটা হেড কোচের কাছে সবচেয়ে বেশি কঠিন কাজ ৷’’ অন্যদিকে, গতকাল শারজার মাঠে হিম পড়তে দেখা গিয়েছিল ৷ দুবাইয়ের স্টেডিয়ামেও হিমের সমস্যা হতে পারে বলে মনে করছেন প্রাক্তন নাইট অধিনায়ক ৷

শারজা, 14 অক্টোবর : আইপিএল 14’র দ্বিতীয় পর্বে আলোচনার কেন্দ্রে মধ্যপ্রদেশের তরুণ বাঁ হাতি ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৷ কলকাতা নাইট রাইর্ডাসকে তৃতীয়বার আইপিএল’র ফাইনালে তোলার ক্ষেত্রে যাঁর ভূমিকা বিশাল ৷ সেই ভেঙ্কটেশ আইয়ারের তুলনা নিউজিল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক তথা প্রাক্তন বাঁ হাতি ব্যাটার স্টিফেন ফ্লেমিং-এর সঙ্গে ৷ তাঁকে ফ্লেমিং এর ‘ক্লোন’ বা প্রতিরূপ বলে উল্লেখ করলেন নাইটদের মেন্টর ডেভিড হাসি ৷ বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাটকীয় ম্যাচ জিতে তৃতীয়বার আইপিএল’র ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ৷

প্রসঙ্গত, দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ৷ দিল্লিকে মাত্র 135 রানে আটকে দেয় ভারত ৷ জয়ের জন্য প্রয়োজনীয় 136 রান তাড়া করতে নেমে শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত শুরু করেন ৷ দুই ওপেনার মিলে 96 রানের পার্টনারশিপ করেন ৷ যেখানে 26 বছরের ভেঙ্কটেশ আইয়ার 41 বলে 55 রানের ইনিংস খেলেন ৷ পাওয়ার প্লে-তে দুই ওপেনার মিলে 51 রান তোলেন ৷

আরও পড়ুন : KKR Win : 'দিল্লি জয়' করে আইপিএল ফাইনালে চেন্নাইয়ের সামনে কলকাতা

ভেঙ্কটশ আইয়ার প্রসঙ্গে হাসি বলেন, ভেঙ্কটেশ আইয়ারের মতো একজন দুর্দান্ত খেলোয়াড়কে আমরা পেয়েছি ৷ ও শুধুমাত্র একজন ক্লাসি ক্রিকেটার নয়, একজন ভাল মনের মানুষও ৷ প্রথম বল থেকেই দারুণভাবে বল হিট করতে পারে ৷ ওর মারা ওই রকম ক্লাসি বড় বড় ছয় খেলার পরিস্থিতি বদলে দেয় এবং আমাদের জয়ের কাছে নিয়ে যায় ৷’’ এ দিন কেকেআর’র দুই ওপেনারকে নিয়ে হাসি জানান, ‘‘আমাদের দুই ওপেনারের মধ্যে বোঝাপড়াটা খুব ভাল ৷ তাঁরা একে অপরকে খুবই সহযোগিতা করেন ৷ ভেঙ্কটেশ টপ অর্ডারের একজন ক্লাসি ক্রিকেটার ৷ ও যা লম্বা, তাতে ওকে পুরো স্টিফেন ফ্লেমিং এর ক্লোন বলে মনে হয় আমার ৷ ক্রিকেটে ওর ভবিষ্যৎ খুব ভাল ৷’’

আরও পড়ুন : Shardul Thakur : বিশ্বকাপের দলে শার্দূল ইন, অক্ষর আউট

অন্যদিকে, নাইট শিবিরে আরও একটি খুশির খবর রয়েছে ৷ চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে ফাইনালের আগে কেকেআর দলে কোনও চোট সমস্যা নেই ৷ এমনকি ওয়েস্ট ইন্ডিয়ান জায়েন্ট আন্দ্রে রাসেলও ফাইনালের আগে ফিট বলে জানালেন ডেভিড হাসি ৷ তিনি জানান, ‘‘আমার মনে হয় রাসেল ফাইনালের আগে পুরোপুরি ফিট হয়ে গিয়েছে ৷ এ নিয়ে মেডিক্যাল দলের সঙ্গে আরও একবার কথা বলতে হবে ৷ ও সবধরনের অনুশীলনই এখন করছে ৷ আর তার থেকেই মনে হচ্ছে ফাইনালে প্রথম এগারোয় আশার সম্ভাবনা রয়েছে ৷ "

আরও পড়ুন : Sunil Chhetri: আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

এখানেই প্রশ্ন, তাহলে সাকিব আল হাসানের কী হবে ? কারণ, রাসেলের জায়গায় চতুর্থ বিদেশি হিসেবে কেকেআর’র প্রথম এগারোয় সুযোগ পেয়েছিলেন সাকিব ৷ আর প্রথম সুযোগেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার ৷ যার জবাবে হাসি জানিয়েছেন, ‘‘অবশ্যই ও খেলবে ৷ ও দুর্দান্ত একজন খেলোয়াড়, আর যতদূর জানি ও আমাদের দু’টো খেতাব জিততে সাহায্য করেছে ৷ সবাই ফাইনালে সুযোগ পাওয়ার জন্য তৈরি এবং আমার মনে হয় এটা হেড কোচের কাছে সবচেয়ে বেশি কঠিন কাজ ৷’’ অন্যদিকে, গতকাল শারজার মাঠে হিম পড়তে দেখা গিয়েছিল ৷ দুবাইয়ের স্টেডিয়ামেও হিমের সমস্যা হতে পারে বলে মনে করছেন প্রাক্তন নাইট অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.