ETV Bharat / sports

MI vs SRH: আইপিএল’র প্লে অফে পৌঁছতে মুম্বইয়ের সামনে অঙ্কের জটিল সমীকরণ - Kolkata Knight Riders

আইপিএল 14’র প্লে অফের দৌড়ে কঠিন চ্যালেঞ্জের সামনে মুম্বই ইন্ডিয়ান্স ৷ কলকাতাকে সরিয়ে 4 নং স্থানে জায়গা করতে হলে, পাহাড় প্রমাণ রান করতে হবে মুম্বইকে ৷ এমনকি প্লে অফে জায়গা পেতে হলে, মুম্বইকে আগে ব্যাট করতেই হবে ৷ কারণ অঙ্কের হিসেব এমন, যে আগে বল করে অল্প রানে হায়দরাবাদকে আউট করে, সেই রান তাড়া করে জিতলেও প্লে অফে উঠতে পারবেন না রোহিত শর্মারা ৷

Uphill Task for Mumbai Indians to Qualify for IPL14 Playoffs
আইপিএল’র প্লে অফে পৌঁছতে মুম্বইয়ের সামনে অঙ্কের জটিল সমীকরণ
author img

By

Published : Oct 8, 2021, 1:15 PM IST

দুবাই, 8 অক্টোবর : আইপিএল’র লিগ পর্বের আজ শেষদিন ৷ কিন্তু প্লে অফের চার নম্বরে কোন দল কোয়ালিফাই করবে তা এখনও জানা যায়নি ৷ 4 নং জায়গার জন্য লড়াইয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ যে লড়াইয়ে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা ৷ গতকাল রাজস্থান রয়্যালসকে 86 রানে হারিয়ে নিজেদের প্লে অফে যাওয়া প্রায় পাকা করে ফেলেছে কেকেআর ৷ এই মুহূর্তে কলকাতা 14 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ৷ মুম্বইকে চার নম্বরে উঠতে হলে চলে আসছে অঙ্কের হিসেব ৷ এই মুহূর্তে দুই দলের রান রেটের উপর পুরো বিষয়টি নির্ভর করছে ৷

প্রসঙ্গত, কলকাতা যদি গতকাল রাজস্থানের সঙ্গে হেরে যেত, তাহলে আজকের ম্যাচ জিতলেই প্লে অফে জায়গা করে নিতে পারত মুম্বই ইন্ডিয়ান্স ৷ এমনকি, কলকাতা স্বল্প ব্যবধানে জিতলেও মুম্বইয়ের প্লে অফে ওঠার অঙ্কটা কিছুটা হলেও সহজ হত ৷ এই মুহূর্তে রান রেটের হিসেবে কলকাতা 14 পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে ৷ তাদের নেট রানরেট +0.587 ৷ পাঁচ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস ৷14 ম্যাচে পঞ্জাবের সংগ্রহ 12 পয়েন্ট ৷ তাদের নেট রানরেট -0.001 ৷ অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স 13 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে এই মুহূর্তে ৷ মুম্বইয়ের নেট রানরেট -0.048 ৷

আরও পড়ুন : Deepak Chahar : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইকে শুধু জিতলেই হবে না ৷ তাঁদের বিশাল অঙ্কের ব্যবধানে জিততে হবে ৷ সেক্ষেত্রে মুম্বই টসে জিতলে আগে ব্যাট করতে হবে ৷ আর সেখানেও পাহাড় প্রমাণ রান করতে হবে মুম্বইয়ের ব্য়াটারদের ৷ কারণ ম্যাচ জেতার পাশাপাশি নেট রানরেটে কলকাতাকে টেক্কা দিতে কম করে 171 বা তার বেশি রানে ম্যাচে জিততে হবে রোহিত শর্মাদের ৷ সেখানে আগে বোলিং করলে মুম্বইয়ের কোয়ালিফাই করার কোনও রাস্তা থাকবে না ৷ যত অল্প রানেই হায়দরাবাদকে অল আউট করুক এবং যত দ্রুত সেই রান তুলক না কেন, কোনওভাবেই সেখানে প্লে অফের জায়গা পাকা করতে পারবে না মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন : KKR Win : 'রয়্যালস বধ' করে প্লে-অফের দোরগোড়ায় নাইটরা

প্রসঙ্গত, 8 অক্টোবর অর্থাৎ, আজকের দিনটি আইপিএল’র ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকতে চলেছে ৷ কারণ প্রথমবার আইপিএল’র ইতিহাসে দু’টি ম্যাচ একই সময়ে শুরু হবে ৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরু হবে ৷ একই সময় দুবাইয়ে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস ৷ যে ম্যাচে বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে ওঠার মরিয়া চেষ্টা চালাবে ৷ কিন্তু, দিল্লির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সেটা প্রায় অসম্ভব ৷ কারণ, তাঁদের ক্ষেত্রেও চেন্নাইকে সরিয়ে দু’নম্বরে যাওয়াটা মুম্বই ইন্ডিয়ান্সের মতোই এভারেস্টের চূড়ায় ওঠার সমান ৷

আরও পড়ুন : PBKS vs CSK : ধোনিদের হারের হ্যাটট্রিক, প্রীতির দলকে জেতালেন ক্যাপ্টেন রাহুল

দুবাই, 8 অক্টোবর : আইপিএল’র লিগ পর্বের আজ শেষদিন ৷ কিন্তু প্লে অফের চার নম্বরে কোন দল কোয়ালিফাই করবে তা এখনও জানা যায়নি ৷ 4 নং জায়গার জন্য লড়াইয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ যে লড়াইয়ে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা ৷ গতকাল রাজস্থান রয়্যালসকে 86 রানে হারিয়ে নিজেদের প্লে অফে যাওয়া প্রায় পাকা করে ফেলেছে কেকেআর ৷ এই মুহূর্তে কলকাতা 14 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ৷ মুম্বইকে চার নম্বরে উঠতে হলে চলে আসছে অঙ্কের হিসেব ৷ এই মুহূর্তে দুই দলের রান রেটের উপর পুরো বিষয়টি নির্ভর করছে ৷

প্রসঙ্গত, কলকাতা যদি গতকাল রাজস্থানের সঙ্গে হেরে যেত, তাহলে আজকের ম্যাচ জিতলেই প্লে অফে জায়গা করে নিতে পারত মুম্বই ইন্ডিয়ান্স ৷ এমনকি, কলকাতা স্বল্প ব্যবধানে জিতলেও মুম্বইয়ের প্লে অফে ওঠার অঙ্কটা কিছুটা হলেও সহজ হত ৷ এই মুহূর্তে রান রেটের হিসেবে কলকাতা 14 পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে ৷ তাদের নেট রানরেট +0.587 ৷ পাঁচ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস ৷14 ম্যাচে পঞ্জাবের সংগ্রহ 12 পয়েন্ট ৷ তাদের নেট রানরেট -0.001 ৷ অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স 13 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে এই মুহূর্তে ৷ মুম্বইয়ের নেট রানরেট -0.048 ৷

আরও পড়ুন : Deepak Chahar : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইকে শুধু জিতলেই হবে না ৷ তাঁদের বিশাল অঙ্কের ব্যবধানে জিততে হবে ৷ সেক্ষেত্রে মুম্বই টসে জিতলে আগে ব্যাট করতে হবে ৷ আর সেখানেও পাহাড় প্রমাণ রান করতে হবে মুম্বইয়ের ব্য়াটারদের ৷ কারণ ম্যাচ জেতার পাশাপাশি নেট রানরেটে কলকাতাকে টেক্কা দিতে কম করে 171 বা তার বেশি রানে ম্যাচে জিততে হবে রোহিত শর্মাদের ৷ সেখানে আগে বোলিং করলে মুম্বইয়ের কোয়ালিফাই করার কোনও রাস্তা থাকবে না ৷ যত অল্প রানেই হায়দরাবাদকে অল আউট করুক এবং যত দ্রুত সেই রান তুলক না কেন, কোনওভাবেই সেখানে প্লে অফের জায়গা পাকা করতে পারবে না মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন : KKR Win : 'রয়্যালস বধ' করে প্লে-অফের দোরগোড়ায় নাইটরা

প্রসঙ্গত, 8 অক্টোবর অর্থাৎ, আজকের দিনটি আইপিএল’র ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকতে চলেছে ৷ কারণ প্রথমবার আইপিএল’র ইতিহাসে দু’টি ম্যাচ একই সময়ে শুরু হবে ৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরু হবে ৷ একই সময় দুবাইয়ে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস ৷ যে ম্যাচে বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে ওঠার মরিয়া চেষ্টা চালাবে ৷ কিন্তু, দিল্লির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সেটা প্রায় অসম্ভব ৷ কারণ, তাঁদের ক্ষেত্রেও চেন্নাইকে সরিয়ে দু’নম্বরে যাওয়াটা মুম্বই ইন্ডিয়ান্সের মতোই এভারেস্টের চূড়ায় ওঠার সমান ৷

আরও পড়ুন : PBKS vs CSK : ধোনিদের হারের হ্যাটট্রিক, প্রীতির দলকে জেতালেন ক্যাপ্টেন রাহুল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.