ETV Bharat / sports

করোনা মুক্ত হলেন প্রসিধ কৃষ্ণ ও অমিত মিশ্র - বেঙ্গালুরু

প্রসিধ কৃষ্ণ আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের স্ট্যান্ডবাই বোলার হিসেবে রয়েছেন ৷ 8 মে কেকেআর শিবির থেকে বাড়ি ফেরার পর তিনি করোনা আক্রান্ত হন ৷ এর পর থেকে বেঙ্গালুরুর বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন প্রসিধ ৷

uk-bound-speedster-prasidh-krishna-amit-mishra-recover-from-covid-19
করোনা মুক্ত হলেন ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা এবং স্পিনার অমিত মিশ্র
author img

By

Published : May 19, 2021, 10:07 PM IST

নয়াদিল্লি, 19 মে : করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন কলকাতা নাইট রাইর্ডাসের ডানহাতি পেসার প্রসিধ কৃষ্ণ ৷ বিসিসিআই এক সূত্রের তরফে সংবাদ সংস্থাকে এ কথা জানানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘প্রসিধ কৃষ্ণ কোভিড-19 মুক্ত হয়েছেন’’ ৷ সেই সঙ্গে আরও এক ক্রিকেটার অমিত মিশ্র করোনা মুক্ত হয়েছেন ৷ 4 মে দিল্লি ক্যাপিটালসের এই অভিজ্ঞ লেগ স্পিনার করোনা আক্রান্ত হন ৷

প্রসঙ্গত, প্রসিধ কৃষ্ণ আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের স্ট্যান্ডবাই বোলার হিসেবে রয়েছেন ৷ গত 8 মে কেকেআর শিবির থেকে বাড়ি ফেরার পর তিনি করোনা আক্রান্ত হন ৷ এর পর থেকে বেঙ্গালুরুর বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন প্রসিধ ৷ অন্যদিকে, অমিত মিশ্র নিজেই তাঁর সুস্থতার কথা জানিয়ে আজ একটি টুইট করেছেন ৷ যেখানে তিনি সকল প্রথমসারির করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন ৷ অমিত মিশ্র লিখেছেন, ‘‘আমাদের প্রথমসারির যোদ্ধারাই আসল নায়ক ৷ আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা যে আত্মত্যাগ করছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ ৷’’

আরও পড়ুন : নজরে টি-20 বিশ্বকাপ, 29 মে এসজিএম ডাকল বিসিসিআই

আগামী মাসের প্রথম সপ্তাহে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ৷ তার আগে মুম্বইতে ভারতীয় দলকে কড়া কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ তার আগে প্রসিদ্ধ কৃষ্ণার সুস্থ হয়ে ওঠা খুবই ভাল খবর ভারতীয় শিবিরের কাছে ৷

নয়াদিল্লি, 19 মে : করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন কলকাতা নাইট রাইর্ডাসের ডানহাতি পেসার প্রসিধ কৃষ্ণ ৷ বিসিসিআই এক সূত্রের তরফে সংবাদ সংস্থাকে এ কথা জানানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘প্রসিধ কৃষ্ণ কোভিড-19 মুক্ত হয়েছেন’’ ৷ সেই সঙ্গে আরও এক ক্রিকেটার অমিত মিশ্র করোনা মুক্ত হয়েছেন ৷ 4 মে দিল্লি ক্যাপিটালসের এই অভিজ্ঞ লেগ স্পিনার করোনা আক্রান্ত হন ৷

প্রসঙ্গত, প্রসিধ কৃষ্ণ আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের স্ট্যান্ডবাই বোলার হিসেবে রয়েছেন ৷ গত 8 মে কেকেআর শিবির থেকে বাড়ি ফেরার পর তিনি করোনা আক্রান্ত হন ৷ এর পর থেকে বেঙ্গালুরুর বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন প্রসিধ ৷ অন্যদিকে, অমিত মিশ্র নিজেই তাঁর সুস্থতার কথা জানিয়ে আজ একটি টুইট করেছেন ৷ যেখানে তিনি সকল প্রথমসারির করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন ৷ অমিত মিশ্র লিখেছেন, ‘‘আমাদের প্রথমসারির যোদ্ধারাই আসল নায়ক ৷ আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা যে আত্মত্যাগ করছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ ৷’’

আরও পড়ুন : নজরে টি-20 বিশ্বকাপ, 29 মে এসজিএম ডাকল বিসিসিআই

আগামী মাসের প্রথম সপ্তাহে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ৷ তার আগে মুম্বইতে ভারতীয় দলকে কড়া কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ তার আগে প্রসিদ্ধ কৃষ্ণার সুস্থ হয়ে ওঠা খুবই ভাল খবর ভারতীয় শিবিরের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.