দুবাই, 10 অক্টোবর : মরু শহরে 2021 আইপিএল-এর 'টিকিট টু ফাইনাল' ৷ মুখোমুখি দিল্লি ক্যাপিটাল ও চেন্নাই সুপার কিংস ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গুরু-শিষ্য দ্বৈরথ ৷ মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে বড় টুর্নামেন্টে ফাইনালে ওঠার হাতছানি নেতা ঋষভ পন্থের ৷
গত আইপিএল ফাইনালে এই মরু শহরে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে চ্যাম্পিয়ন স্বাদ অপূর্ণ থেকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ এবার ফাইনাল থেকে এক কদম দূরে তারা ৷ নেতৃত্ব বদল হলেও ছন্দ ধরে রেখেছে দিল্লি ৷ টুর্নামেন্টের শুরুর আগেই চোট পেয়ে আইপিএলের প্রথম পর্ব থেকে ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৷ ফলে দিল্লি পন্থকে যে নেতা হিসেবে বেছে ভুল করেনি তার প্রমাণ হাতেনাতে পেয়েছে ক্যাপিটালস ৷ এপ্রিলে ঘরের মাঠে চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে লিগ টেবিলে এক নম্বরে শেষ করেছিল পন্থ অ্যান্ড কোং ৷
মরু শহরে দ্বিতীয় পর্বেও তার অন্যথা হয়নি ৷ 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করে রবিবার প্রথম কোয়ালিফাইয়ারে মাঠে নামছে ক্যাপিটালস ৷ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসও ঘরের মাঠে আইপিএলের প্রথম পর্বে দ্বিতীয় স্থানে শেয করেছিল ৷ মরু শহরে লিগ শেষেও দ্বিতীয় স্থানে থামে সিএসকে ৷ যদি লিগের শেষটা মোটেই ভাল হয়নি ধোনিদের ৷ লিগের শেয তিন ম্যাচ হেরে প্রথম কোয়ালিফাইয়ারে মাঠে নামছে তিনবারের চ্যাম্পিয়ন সিএসকে ৷ আর লিগের শেষ ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে কোয়ালিফাইয়ারে নামছে পন্থের দিল্লি ৷
আরও পড়ুন :সানরাইজার্সের হাতেই সূর্যোদয়, শেষ চারে নাইটরা
হারের ধাক্কা ভুলে কোয়ালিফাইয়ারে মাঠে নামতে চায় ধোনিবাহিনী ৷ যদিও ক্যাপ্টেন ধোনির ব্যাটে এখনও খামোশ ৷ মরু শহরে লিগের শেষ সাত ম্যাচে একবার 20 রানের গণ্ডি ছুঁতে পারেননি মাহি ৷ শেষ দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হয়েছে ধোনিদের ৷ তবে প্রথম দুয়ে শেষ করার ফাইনালে ওঠার রাস্তায় দু'বার সুযোগ পাবে দিল্লি ও চেন্নাই ৷