কলকাতা, 22 মে: বিরাট কোহলির পরামর্শ তাঁর শিরোধার্য ৷ তাঁর ব্যাটিংয়েও দেখা যায় বিরাটের মতো ক্লাস ৷ বলতে গেলে তাঁরা ক্রিকেট মাঠের গুরু-শিষ্য ৷ কোহলির ক্ষেত্রে এই ভূমিকায় ছিলেন সচিন ৷ রবিবার রাতে চিন্নাস্বামীর মাঠে গুরু বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন শিষ্য শুভমন ৷ সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে গুজরাত টাইটান্সকে জেতালেন তিনি ৷ তাও বিরাটের মতোই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ৷ আর বুঝিয়ে দিলেন, আগামী দিনে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে তিনিই রাজত্ব করতে চলেছেন ৷
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুভমন গিল নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি করেছিলেন আমেদাবাদে ৷ সেই সেঞ্চুরিতে গুজরাত টাইটান্সকে এক নম্বর দল হিসেবে প্লে-অফে তুলেছিলেন ৷ আর রবিবার রাতের ম্যাচে তাঁর সেঞ্চুরিতে আইপিএল 2023 থেকে ছিটকে গেল আরসিবি ৷ শুরুতে প্রথম দু’ওভারে শান্ত ছিলেন শুভমন ৷ পিচের বাউন্স এবং বল কতটা থমকে আসছে ব্যাটে, সেই অনুমান করে নেন এই সময়ে ৷ তারপর শুরু হয় ব্যাটিংয়ের মাস্টার ক্লাস ৷ কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ, কাট, লেট-কাট, পুল, অন-ড্রাইভ, শর্ট-অন জ্যাব কোনও শট বাদ যায়নি ৷ 5টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি মেরে 52 বলে 104 রানে অপরাজিত ইনিংস খেলেছেন শুভমন গিল ৷
ইনিংসের পর প্রতিপক্ষ অধিনায়ক ফাফ ডু প্লেসিস পর্যন্ত মাথানত করলেন ৷ বললেন, "দারুণ প্রতিভা ৷ পিওর ক্লাস ব্যাটিং ৷ এমন ক্রিকেটারের সামনে হারলে কোনও আক্ষেপ থাকে না ৷" আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে তাঁর প্রতিটি শটই ছিল ক্রিকেটের ব্যকরণ মেনে ৷ এমনকী অন্য ব্যাটারদের জন্য যে বলগুলি উইকেট টেকিং সেসবও হেলায় বাউন্ডারি পার করেছেন ৷
আরও পড়ুন: 7 সেঞ্চুরি, সর্বাধিক রান; তবুও আইপিএল খেতাব অধরা টুর্নামেন্টের সফল ব্যাটার কোহলির
আইপিএল-এ লিগের ম্যাচ শেষে মোট 680 রান করেছেন শুভমন গিল ৷ মোট রানের নিরিখে দ্বিতীয় ৷ এক নম্বরে আছেন ফাফ ডু প্লেসিস ৷ তিনি 730 রান করেছেন ৷ অর্থাৎ, শুভমনের এই রানটা পেরতে একটা হাফ সেঞ্চুরির ফারাক ৷ যা চিপকের মাঠে প্রথম কোয়ালিফায়ারে করে ফেলতে পারেন তিনি ৷ আর তা হলে, আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে কোনও সিজনে সর্বাধিক রান করার রেকর্ড গড়বেন শুভমন গিল ৷