ETV Bharat / sports

DC vs SRH : দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং হায়দরাবাদের - সানরাইজার্স হায়দরাবাদ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার লড়াই লিগ তালিকায় সেকেন্ড বয় ও লাস্ট বয়ের ৷ টুর্নামেন্টের প্রথম পর্বে আট ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ আর 7 ম্যাচে মাত্র একটি জিতে 2 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার শেষে রয়েছে হায়দরাবাদ ৷

DC vs SRH
দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং হায়দরাবাদের
author img

By

Published : Sep 22, 2021, 7:11 PM IST

Updated : Sep 22, 2021, 7:38 PM IST

দুবাই, 22 সেপ্টেম্বর : করোনা আতঙ্ক কাটিয়ে মরু শহরে চতুর্দশ আইপিএলে মাঠে নামল সানরাইজার্স হায়দরাবাদ ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই হায়দরাবাদ দলের তারকা পেসার টি নটরাজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷ তবে সানরাইজার্স দলের বাকি ক্রিকেটারদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয় ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ ৷

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার লড়াই লিগ তালিকায় সেকেন্ড বয় ও লাস্ট বয়ের ৷ টুর্নামেন্টের প্রথম পর্বে আট ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ আর 7 ম্যাচে মাত্র একটি জিতে 2 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার শেষে রয়েছে হায়দরাবাদ ৷ চোট সারিয়ে দলে ফিরেছে দিল্লির প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৷ এপ্রিলে ঘরের মাঠে 2021 আইপিএল শুরুর আগেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি ৷ শ্রেয়সের অনুপস্থিতিতে চলতি আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ ৷ আইয়ার দলে ফিরলেও এদিন দিল্লিকে নেতৃত্ব দেন পন্থ ৷

মরু শহরে টুর্নামেন্ট শুরুর চতুর্থদিনের মাথায় কোভিড রিপোর্ট পজিটিভ আসে হায়দরাবাদের এক ক্রিকেটারের ৷ বিসিসিআই-এর তরফে নটরাজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার কথা বুধবার দুপুরে জানানো হয় ৷ একই সঙ্গে নটরাজনের সান্নিধ্যে আসা ছ'জনকে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছিল ৷ যাঁদের মধ্যে রয়েছেন তারকা অলরাউন্ডার বিজয় শঙ্কর ৷ নটরাজন ছাড়াও সানরাইজার্স দলের বাকি ক্রিকেটারদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয় ৷

আরও পড়ুন : আইপিএলে করোনা হানা, কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), মণিশ পান্ডে, জেসন হোল্ডার, আবদুল সামাদ, কেদার যাদব, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও খলিল আহমেদ ৷

দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), মার্কাস স্টওনিস, শিমরণ হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্টজে ও আবেশ খান ৷

দুবাই, 22 সেপ্টেম্বর : করোনা আতঙ্ক কাটিয়ে মরু শহরে চতুর্দশ আইপিএলে মাঠে নামল সানরাইজার্স হায়দরাবাদ ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই হায়দরাবাদ দলের তারকা পেসার টি নটরাজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷ তবে সানরাইজার্স দলের বাকি ক্রিকেটারদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয় ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ ৷

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার লড়াই লিগ তালিকায় সেকেন্ড বয় ও লাস্ট বয়ের ৷ টুর্নামেন্টের প্রথম পর্বে আট ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ আর 7 ম্যাচে মাত্র একটি জিতে 2 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার শেষে রয়েছে হায়দরাবাদ ৷ চোট সারিয়ে দলে ফিরেছে দিল্লির প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৷ এপ্রিলে ঘরের মাঠে 2021 আইপিএল শুরুর আগেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি ৷ শ্রেয়সের অনুপস্থিতিতে চলতি আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ ৷ আইয়ার দলে ফিরলেও এদিন দিল্লিকে নেতৃত্ব দেন পন্থ ৷

মরু শহরে টুর্নামেন্ট শুরুর চতুর্থদিনের মাথায় কোভিড রিপোর্ট পজিটিভ আসে হায়দরাবাদের এক ক্রিকেটারের ৷ বিসিসিআই-এর তরফে নটরাজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার কথা বুধবার দুপুরে জানানো হয় ৷ একই সঙ্গে নটরাজনের সান্নিধ্যে আসা ছ'জনকে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছিল ৷ যাঁদের মধ্যে রয়েছেন তারকা অলরাউন্ডার বিজয় শঙ্কর ৷ নটরাজন ছাড়াও সানরাইজার্স দলের বাকি ক্রিকেটারদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয় ৷

আরও পড়ুন : আইপিএলে করোনা হানা, কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), মণিশ পান্ডে, জেসন হোল্ডার, আবদুল সামাদ, কেদার যাদব, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও খলিল আহমেদ ৷

দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), মার্কাস স্টওনিস, শিমরণ হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্টজে ও আবেশ খান ৷

Last Updated : Sep 22, 2021, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.