ETV Bharat / sports

IPL 2023: হ্যাটট্রিক হাতছাড়া ওয়ার্নারদের, ভুবি-নটরাজনদের দাপটে 'দিল্লি জয়' সানরাইজার্সের - দিল্লি ক্যাপিটালস

টানা তিনটি হারের পর ফের জয়ের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ । শনিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে দিল্লিকে তাদের ঘরের মাঠে হারাল অরেঞ্জ ব্রিগেড ।

IPL 2023
দিল্লি জয় সানরাইজার্সের
author img

By

Published : Apr 30, 2023, 12:39 AM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: পাঁচ ম্যাচ হেরে শুরু করতেও গত দু'ম্যাচে জয় বদলে দিয়েছিল দলের চেহারাটা । ঘরের মাঠে তাই গত তিন ম্যাচে পরাজিত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক চাইছিল দিল্লি ক্যাপিটালস । বড় রান তাড়া করতে নেমে একটা সময় এতোটাই অ্যাডভান্টেজ ছিল ওয়ার্নার অ্যান্ড কোম্পানি, মনে হচ্ছিল কঠিন ম্যাচ সহজেই মুঠোয় নিতে চলেছে তারা । কিন্তু ডেথ ওভারে সানরাইজার্স বোলারদের পরিকল্পিত বোলিংয়ে পালটে গেল চিত্রটা । রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে বিপক্ষকে 198 রানের লক্ষ্যমাত্রা দিয়ে 9 রানে ম্যাচ জিতল অরেঞ্জ ব্রিগেড । সেইসঙ্গে হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরলেন মার্করামরা ।

অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের ঝোড়ো অর্ধশতরানে এদিন প্রথমে ব্যাট করে দু'শোর কাছাকাছি স্কোর খাড়া করে অ্য়াওয়ে টিম । অভিষেক করেন 36 বলে 67 রান । মারেন 12টি চার, একটি ছয় । অন্যদিকে 2টি চার এবং 4টি ছক্কায় 27 বলে 53 রানে অপরাজিত থাকেন ক্লাসেন । প্রোটিয়া ব্যাটারের সৌজন্যে দু'শোর দোরগোড়ায় পৌঁছে যায় সানরাইজার্স । 20 ওভারে 6 উইকেট হারিয়ে 197 রান তোলে তারা ।

আরও পড়ুন: হাসতে হাসতে বাংলা জয় গুজরাতের, ছয় হারে বিদায়ের দোরগোড়ায় নাইটরা

রান তাড়া করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার রানের খাতা না-খুলে ফিরে গেলেও 10 ওভারে 105 রান তুলে ফেলে দিল্লি । সে সময় মনে হচ্ছিল ওয়ার্নারদের জয় বুঝি সময়ের অপেক্ষা । দ্বিতীয় উইকেটে উইকেটরক্ষক ফিল সল্ট এবং মিচেল মার্শের 112 রানের জুটি অর্ধেক জয় এনে দেয় সানরাইজার্সকে । কিন্তু সেই জুটি ভাঙতেই আঁধার ঘনায় সানরাইজার্স শিবিরে । সল্ট করেন 35 বলে 59, একটি চার এবং ছ'টি ছক্কা হাঁকিয়ে 39 বলে 63 রান করেন মার্শ । তবু ম্য়াচ হারতে হয় হোম টিমকে । সৌজন্যে শেষদিকে সানরাইজার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিং । অক্ষর প্যাটেল 14 বলে 29 রানে অপরাজিত থাকলেও জয় এনে দিতে পারেননি ।

20 ওভারে 6 উইকেট হারিয়ে 188 রানে আটকে যায় দিল্লি । 4 ওভারে মাত্র 20 রান খরচ করে 2টি উইকেট নেন মায়াঙ্ক মারকান্ডে । এই জয়ে মুম্বইকে টপকে আটে উঠে এল সানরাইজার্স । অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে সবার শেষেই রইল দিল্লি ।

নয়াদিল্লি, 30 এপ্রিল: পাঁচ ম্যাচ হেরে শুরু করতেও গত দু'ম্যাচে জয় বদলে দিয়েছিল দলের চেহারাটা । ঘরের মাঠে তাই গত তিন ম্যাচে পরাজিত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক চাইছিল দিল্লি ক্যাপিটালস । বড় রান তাড়া করতে নেমে একটা সময় এতোটাই অ্যাডভান্টেজ ছিল ওয়ার্নার অ্যান্ড কোম্পানি, মনে হচ্ছিল কঠিন ম্যাচ সহজেই মুঠোয় নিতে চলেছে তারা । কিন্তু ডেথ ওভারে সানরাইজার্স বোলারদের পরিকল্পিত বোলিংয়ে পালটে গেল চিত্রটা । রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে বিপক্ষকে 198 রানের লক্ষ্যমাত্রা দিয়ে 9 রানে ম্যাচ জিতল অরেঞ্জ ব্রিগেড । সেইসঙ্গে হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরলেন মার্করামরা ।

অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের ঝোড়ো অর্ধশতরানে এদিন প্রথমে ব্যাট করে দু'শোর কাছাকাছি স্কোর খাড়া করে অ্য়াওয়ে টিম । অভিষেক করেন 36 বলে 67 রান । মারেন 12টি চার, একটি ছয় । অন্যদিকে 2টি চার এবং 4টি ছক্কায় 27 বলে 53 রানে অপরাজিত থাকেন ক্লাসেন । প্রোটিয়া ব্যাটারের সৌজন্যে দু'শোর দোরগোড়ায় পৌঁছে যায় সানরাইজার্স । 20 ওভারে 6 উইকেট হারিয়ে 197 রান তোলে তারা ।

আরও পড়ুন: হাসতে হাসতে বাংলা জয় গুজরাতের, ছয় হারে বিদায়ের দোরগোড়ায় নাইটরা

রান তাড়া করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার রানের খাতা না-খুলে ফিরে গেলেও 10 ওভারে 105 রান তুলে ফেলে দিল্লি । সে সময় মনে হচ্ছিল ওয়ার্নারদের জয় বুঝি সময়ের অপেক্ষা । দ্বিতীয় উইকেটে উইকেটরক্ষক ফিল সল্ট এবং মিচেল মার্শের 112 রানের জুটি অর্ধেক জয় এনে দেয় সানরাইজার্সকে । কিন্তু সেই জুটি ভাঙতেই আঁধার ঘনায় সানরাইজার্স শিবিরে । সল্ট করেন 35 বলে 59, একটি চার এবং ছ'টি ছক্কা হাঁকিয়ে 39 বলে 63 রান করেন মার্শ । তবু ম্য়াচ হারতে হয় হোম টিমকে । সৌজন্যে শেষদিকে সানরাইজার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিং । অক্ষর প্যাটেল 14 বলে 29 রানে অপরাজিত থাকলেও জয় এনে দিতে পারেননি ।

20 ওভারে 6 উইকেট হারিয়ে 188 রানে আটকে যায় দিল্লি । 4 ওভারে মাত্র 20 রান খরচ করে 2টি উইকেট নেন মায়াঙ্ক মারকান্ডে । এই জয়ে মুম্বইকে টপকে আটে উঠে এল সানরাইজার্স । অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে সবার শেষেই রইল দিল্লি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.