কলকাতা, 15 নভেম্বর: গতবারের মেগা নিলামের পর, এ বছর থেকে আইপিএলে প্রথমবারের জন্য প্লেয়ার ট্রান্সফার উইন্ডো (IPL Transfer Window) শুরু করেছে বিসিসিআই ৷ যে ট্রান্সফার উইন্ডোয় এবার ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে 10.75 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস থেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Shardul Thakur from Gujarat Titans to KKR) ৷ বদলে 20 লক্ষ টাকা ট্রান্সফার মানিতে আমন খান নামের এক আনক্যাপড প্লেয়ারকে কলকাতা থেকে নিয়েছে দিল্লি ৷
প্রসঙ্গত, 2023 আইপিএলে দু’দিন আগেই কেকেআরে প্রত্যাবর্তন করেছেন লকি ফার্গুসন ৷ গতবছর মেগা নিলাম থেকে তাঁকে কিনেছিল গুজরাত টাইটান্স ৷ এবার টাইটন্সদের থেকে কিউয়ি পেসার লকি ফার্গুসন এবং আফগান উইকেট-কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে নিয়েছে কেকেআর ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল শার্দূল ঠাকুরের নাম ৷
-
𝙇𝙤𝙧𝙙’𝙨 at 𝙀𝙙𝙚𝙣?! 🤔
— KolkataKnightRiders (@KKRiders) November 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome to the #GalaxyOfKnights, @imShard! 💜#AmiKKR pic.twitter.com/dbOAPl615s
">𝙇𝙤𝙧𝙙’𝙨 at 𝙀𝙙𝙚𝙣?! 🤔
— KolkataKnightRiders (@KKRiders) November 14, 2022
Welcome to the #GalaxyOfKnights, @imShard! 💜#AmiKKR pic.twitter.com/dbOAPl615s𝙇𝙤𝙧𝙙’𝙨 at 𝙀𝙙𝙚𝙣?! 🤔
— KolkataKnightRiders (@KKRiders) November 14, 2022
Welcome to the #GalaxyOfKnights, @imShard! 💜#AmiKKR pic.twitter.com/dbOAPl615s
অন্যদিকে, দু’টো বড় ধাক্কা লাগল কেকেআর শিবিরে ৷ দুই বিদেশি প্যাট কামিন্স (Pat Cummins) এবং স্যাম বিলিংস (Sam Billings) আগামী বছর আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ৷ অজি টেস্ট অধিনায়ক টুইট করে সেকথা জানিয়েছেন ৷ মূলত আগামী বছর 50 ওভারের বিশ্বকাপ এবং অ্যাসেজ টুর্নামেন্টের পাশাপাশি, ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচির কারণে কামিন্স নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন ৷ কেকেআর ফ্র্যাঞ্চাইজি তাঁর যুক্তিকে মান্যতা দেওয়ায় ম্যানেজমেন্টকে ধন্যবাও জানিয়েছেন কামিন্স ৷
-
I’ve made the difficult decision to miss next years IPL. The international schedule is packed with Tests and ODI’s for the next 12 months, so will take some rest ahead of an Ashes series and World Cup. pic.twitter.com/Iu0dF73zOW
— Pat Cummins (@patcummins30) November 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I’ve made the difficult decision to miss next years IPL. The international schedule is packed with Tests and ODI’s for the next 12 months, so will take some rest ahead of an Ashes series and World Cup. pic.twitter.com/Iu0dF73zOW
— Pat Cummins (@patcummins30) November 14, 2022I’ve made the difficult decision to miss next years IPL. The international schedule is packed with Tests and ODI’s for the next 12 months, so will take some rest ahead of an Ashes series and World Cup. pic.twitter.com/Iu0dF73zOW
— Pat Cummins (@patcummins30) November 14, 2022
এদিন কামিন্স টুইটে লেখেন, ‘‘আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি ৷ যেখানে আগামী আইপিএলে আমি অংশ নিচ্ছি না ৷ আগামী 12 মাস টেস্ট এবং একদিনের ক্রিকেটের ঠাসা আন্তর্জাতিক সূচি রয়েছে ৷ তাই অ্যাসেজ সিরিজ এবং বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রাম নিতে চাই ৷’’ অন্য একটি টুইটে প্যাট কামিন্স কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্সকে অনেক ধন্যবাদ তাঁদের সহযোগিতার জন্য ৷ স্টাফ এবং খেলোয়াড়দের জন্য একটা অসাধারণ দল এবং আমি আশা করছি খুব দ্রুত আমি ফিরে আসব ৷’’
-
Have taken the tough decision that I won’t be taking part in the next IPL @KKRiders
— Sam Billings (@sambillings) November 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Looking to focus on longer format cricket at the start of the English summer with @kentcricket pic.twitter.com/7yeqcf9yi8
">Have taken the tough decision that I won’t be taking part in the next IPL @KKRiders
— Sam Billings (@sambillings) November 14, 2022
Looking to focus on longer format cricket at the start of the English summer with @kentcricket pic.twitter.com/7yeqcf9yi8Have taken the tough decision that I won’t be taking part in the next IPL @KKRiders
— Sam Billings (@sambillings) November 14, 2022
Looking to focus on longer format cricket at the start of the English summer with @kentcricket pic.twitter.com/7yeqcf9yi8
আরও পড়ুন: নাইট শিবিরে ফিরলেন ফার্গুসন, নেওয়া হল গুরবাজকেও
শুধু প্যাট নন ৷ এবারের আইপিএলে কেকেআর এর জার্সি পরে মাঠে নামবেন না ব্রিটিশ উইকেট-কিপার ব্যাটার স্যাম বিলিংস ৷ তিনিও ইংল্যান্ডের সামারে কাউন্টি ক্লাব কেন্টের হয়ে খেলার জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ টুইটে স্যাম লিখেছেন, ‘‘একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি ৷ আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নিচ্ছি না ৷ ইংলিশ সামারে কেন্ট কাউন্টির হয়ে ক্রিকেটের বড় ফরম্যাটে মনোসংযোগ করতে চাই ৷’’
পাশাপাশি, আইপিএল এর মঞ্চে কেকেআরের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন স্যাম বিলিংস ৷ এও জানিয়েছেন, নাইট শিবিরে কাটানো প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন ৷ সেই সঙ্গে খুব দ্রুত ফের কেকেআর এর সঙ্গে যুক্ত হবে বলেও আশাপ্রকাশ করেছেন ব্রিটিশ ক্রিকেটার ৷