ETV Bharat / sports

Saudi Arabia to Invest in Cricket: বিসিসিআই-এর সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগের পরিকল্পনা সৌদির - Saudi Arabia to Invest in Cricket

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ তৈরির পরিকল্পনা করছে সৌদি আরব ৷ আর এর জন্য বিসিসিআই ও আইপিএল কমিটির সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইছে সৌদি আরব সরকার ৷

Saudi Arabia to Invest in Cricket ETV BHARAT
Saudi Arabia to Invest in Cricket
author img

By

Published : Apr 14, 2023, 10:06 PM IST

রিয়াধ, 14 এপ্রিল: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগের সূচনা করার পরিকল্পনা নিচ্ছে সৌদি আরব ৷ আর এর জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে সৌদ সরকার ৷ একটি অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্টে এমনটাই জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, গলফ স্টেট আইপিএল-এর আয়োজকদের সঙ্গে কথা বলছে এ নিয়ে ৷ এমনকি বিভিন্ন দলের কোচ এবং ক্রিকেটারদের সঙ্গেও কথা বলছে সৌদি কর্তৃপক্ষ ৷ তবে, সেই নিয়ে এখনও কেউ কোনও কথা বলতে রাজি নয় বলে ওই মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে ৷ তবে, বিসিসিআই কোনও ভারতীয় ক্রিকেটারকে দেশের বাইরে টি-20 লিগে খেলার অনুমতি দেয় না ৷ এটা বরাবরের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের ৷ তা রদবদল হয়ে যতই নতুন কমিটি গঠন হোক না কেন ৷ তবে, সেখানে এও বলা হয়েছে সৌদি সরকারের সঙ্গে সেই চুক্তি হলে বিসিসিআই নাকি নিজেদের নিয়ম বদল করলেও করতে পারে ৷ তবে, সেই ক্রিকেট লিগ আইসিসি দ্বারা অনুমোদিত হতে হবে বলেও নাকি বিসিসিআই এর তরফে শর্ত রাখা হয়েছে ৷ পাশাপাশি, নির্দিষ্ট কিছু সদস্য দেশকে পূর্ণ সহমত পোষণ করতে হবে ওই লিগে তাদের দেশের ক্রিকেটারদের খেলাতে ৷

উল্লেখ্য, সৌদি আরব সরকার তাদের দেশে স্পোর্টসের ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছে ৷ আর সেই সূত্রে ইতিমধ্যে, সৌদি আরব নিজস্ব ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স শুরু করেছে ৷ এমনকি ইংলিশ প্রিমিয়র লিগে নিউক্যাসেল ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বিনিয়োগ করেছে ৷ এমনকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়েছে সৌদির ফুটবল ক্লাব আল নাসের ৷ তাও আবার বিশ্ব ফুটবলে রেকর্ড টাকায় সই করিয়েছে সৌদির এই ক্লাব ৷

আরও পড়ুন: আগামী দশকেও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন, মত হেডেনের

এমনকি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সৌদি আরবকে সমর্থন করছে ক্রিকেটে বিনিয়োগের জন্য ৷ এ নিয়ে তিনি জানিয়েছেন, সৌদি অন্যান্য স্পোর্টসে যেমন বিনিয়োগ করছে ৷ তেমনি ক্রিকেটেও বিনিয়োগ করা প্রয়োজন ৷ ক্রিকেট সৌদি আরবকে সবচেয়ে বেশি লাভ করাবে বলে মনে করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.