ETV Bharat / sports

IPL 2023: বিরাটের হাফ সেঞ্চুরিতে দিল্লিকে 174 রানের টার্গেট দিল আরসিবি

বিরাটের হাফ সেঞ্চুরিতে ভর করে আরসিবি শুরুটা ভালো করেছে ৷ এদিন বিরাট 34 বলে 50 রান করেন ৷ মূলত তাঁর ব্যাটে ভর করে দ্রুত 100 রানের গণ্ডি পেরোয় আরসিবি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 15, 2023, 4:33 PM IST

Updated : Apr 15, 2023, 5:33 PM IST

বেঙ্গালুরু, 15 এপ্রিল: শুরুটা ভালো করেও পাওয়ার প্লে-তে বড় রান তুলতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তবে, বিরাটের 47তম হাফ সেঞ্চুরিতে ভর করে আরসিবি শুরুটা ভালো করে ৷ শনিবারের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ৷ প্রথম 3 ওভারে শুরুটাও আক্রমণাত্মক করেছিলেন বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস ৷ কিন্তু, ডুপ্লেসিস 22 রান আউট হতেই রান গতি কমে যায় আরসিবি-র ৷ আজকের এই ম্যাচে দুই দলেই বেশ কিছু বদল করেছে টিম ম্যানেজমেন্ট ৷ 10 ওভার শেষে আরসিবি 1 উইকেট হারিয়ে 89 রান তোলে ৷ বিরাট 34 বলে 50 করে আউট হন ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 173 রানে থামে আরসিবি ।

চিন্নাস্বামীতে বিকেলের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ আর তার সিদ্ধান্ত যে ভুল নয় ৷ তা পাওয়ার প্লে-র 6 ওভারে প্রমাণ করেছেন দিল্লির বোলাররা ৷ 6 ওভারে 1 উইকেট তুলে মাত্র 47 রানে শক্তিশালী ব্যাটিং দল আরসিবি-কে আটকেছে তারা ৷ গত দু’ম্যাচে দলের সঙ্গে ছিলেন না মিচেল মার্শ ৷ তাঁর বিয়ে ছিল বলে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন ৷ কয়েকদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷ আর প্রথম একাদশে ফিরেই সফল হলেন তিনি ৷ 5 নম্বর ওভারে ফর্মে থাকা ডু প্লেসিসকে আউট করেছেন তিনি ৷

তবে, বিরাট কোহলি আজও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ৷ কিন্তু, পাওয়ার প্লে শেষ হতেই বিরাটের রান তোলার গতি অনেকটাই কমে যায় ৷ যেখানে একটা সময় প্রায় দু’শো স্ট্রাইকরেটে রান করছিলেন তিনি ৷ কিন্তু, পাওয়ার প্লে-র শেষে বিরাটের স্ট্রাইকরেট 130 এর নিচে নেমে আসে ৷ কিন উলটো দিকে থাকা মাহিপাল লোমরোর দ্রুত রান তুলতে ব্যর্থ ৷

আরও পড়ুন: ব্যর্থ রিঙ্কু-রানার ইনিংস, ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের

দিল্লি ক্যাপিটালসের প্রায় সব বোলারই আজ শুরুটা ভালো করেছেন ৷ বিশেষত, স্পিনাররা ৷ অক্ষর প্যাটেলকে আজ ম্যাচের দ্বিতীয় ওভারে নিয়ে আসেন ওয়ার্নার ৷ অধিনায়ককে হতাশ করেননি অক্ষর ৷ উইকেট না পেলেও, টপ-ফর্মে থাকা বিরাট এবং ফাফকে বড় শট খেলতে দেননি ৷ সেই চাপ কাটাতে মিচেল মার্শকে আক্রমণ করতে গিয়ে আউট হয়ে যান ৷

বেঙ্গালুরু, 15 এপ্রিল: শুরুটা ভালো করেও পাওয়ার প্লে-তে বড় রান তুলতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তবে, বিরাটের 47তম হাফ সেঞ্চুরিতে ভর করে আরসিবি শুরুটা ভালো করে ৷ শনিবারের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ৷ প্রথম 3 ওভারে শুরুটাও আক্রমণাত্মক করেছিলেন বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস ৷ কিন্তু, ডুপ্লেসিস 22 রান আউট হতেই রান গতি কমে যায় আরসিবি-র ৷ আজকের এই ম্যাচে দুই দলেই বেশ কিছু বদল করেছে টিম ম্যানেজমেন্ট ৷ 10 ওভার শেষে আরসিবি 1 উইকেট হারিয়ে 89 রান তোলে ৷ বিরাট 34 বলে 50 করে আউট হন ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 173 রানে থামে আরসিবি ।

চিন্নাস্বামীতে বিকেলের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ আর তার সিদ্ধান্ত যে ভুল নয় ৷ তা পাওয়ার প্লে-র 6 ওভারে প্রমাণ করেছেন দিল্লির বোলাররা ৷ 6 ওভারে 1 উইকেট তুলে মাত্র 47 রানে শক্তিশালী ব্যাটিং দল আরসিবি-কে আটকেছে তারা ৷ গত দু’ম্যাচে দলের সঙ্গে ছিলেন না মিচেল মার্শ ৷ তাঁর বিয়ে ছিল বলে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন ৷ কয়েকদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷ আর প্রথম একাদশে ফিরেই সফল হলেন তিনি ৷ 5 নম্বর ওভারে ফর্মে থাকা ডু প্লেসিসকে আউট করেছেন তিনি ৷

তবে, বিরাট কোহলি আজও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ৷ কিন্তু, পাওয়ার প্লে শেষ হতেই বিরাটের রান তোলার গতি অনেকটাই কমে যায় ৷ যেখানে একটা সময় প্রায় দু’শো স্ট্রাইকরেটে রান করছিলেন তিনি ৷ কিন্তু, পাওয়ার প্লে-র শেষে বিরাটের স্ট্রাইকরেট 130 এর নিচে নেমে আসে ৷ কিন উলটো দিকে থাকা মাহিপাল লোমরোর দ্রুত রান তুলতে ব্যর্থ ৷

আরও পড়ুন: ব্যর্থ রিঙ্কু-রানার ইনিংস, ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের

দিল্লি ক্যাপিটালসের প্রায় সব বোলারই আজ শুরুটা ভালো করেছেন ৷ বিশেষত, স্পিনাররা ৷ অক্ষর প্যাটেলকে আজ ম্যাচের দ্বিতীয় ওভারে নিয়ে আসেন ওয়ার্নার ৷ অধিনায়ককে হতাশ করেননি অক্ষর ৷ উইকেট না পেলেও, টপ-ফর্মে থাকা বিরাট এবং ফাফকে বড় শট খেলতে দেননি ৷ সেই চাপ কাটাতে মিচেল মার্শকে আক্রমণ করতে গিয়ে আউট হয়ে যান ৷

Last Updated : Apr 15, 2023, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.