অ্যাডিলেড, 8 নভেম্বর: হাতে আর মাত্র দুটো দিন । তারপর টি-20 বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত । তাঁর আগে প্র্যাকটিসে চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Indian skipper got injured during practice session) । সূত্রের খবর, মঙ্গলবার অ্যাডিলেড ওভালে প্র্যাকটিসে ডান হাতে চোট পান ভারতীয় সমর্থকদের প্রিয় 'হিটম্যান'।
তবে চোট গুরুতর নয় বলেও টিম সুত্রে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷ আগে রোহিতের চোট যে ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়ালেও টিম ম্যানেজমেন্টের সুত্রের খবর অধিনায়কের চোট গুরুতর নয় ৷ সুতরাং সেমিফাইনালে ক্যাপ্টেনের মাঠে নামতে কোনও অসুবিধা নেই ৷
নাম উল্লেখ না-করে বোর্ডের এক কর্তা পিটিআই-কে জানিয়েছেন, রোতিরে চোট গুরুতর নয় ৷ দ্বিতীয়বার ব্যাটিং করতে ওর কোনও অসুবিধা হয়নি ৷ সুতরাং মনে হয় না সিটি স্ক্যান বা এক্স-রে করার কোনও দরকার রয়েছে বলে ৷
জানা গিয়েছে, নন-প্লেয়িং স্টাফ এস রঘুর থেকে থ্রো-ডাউন নিচ্ছিলেন রোহিত । ঠিক সে সময় একটি বল হঠাৎ করে লাফিয়ে ওঠে ৷ রোহিত পুল করতে গিয়ে তা মিস করেন ৷ বলটি তাঁর ডান হাতের বাহুতে লাগে ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন ভারতীয় অধিনায়ক ৷ হাতে বরফ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন হিটম্যান । প্যাডি আপটনকে রোহিতের সঙ্গে বেশ কিছু কথা বলতেও দেখা যায় । পরে যদিও নেটে স্বচ্ছন্দেই ব্যাট করেন রোহিত ৷
আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে বিরাটের ব্যাগে 'প্লেয়ার অফ দ্য মান্থ' শিরোপা