ETV Bharat / sports

Rohit Sharma: চোট গুরুতর নয় রোহিতের, সেমিতে মাঠে নামতে পারবেন ক্য়াপ্টেন - Indian skipper got injured during practice session

মঙ্গলবার দলের অনুশীলনে ডান হাতে চোট পেলেন ভারতীয় সমর্থকদের প্রিয় 'হিটম্যান'। তবে চোট গুরুতর নয় বলে টিম সুত্রের খবর (Indian skipper got injured during practice session) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 8, 2022, 7:46 AM IST

Updated : Nov 8, 2022, 1:11 PM IST

অ্যাডিলেড, 8 নভেম্বর: হাতে আর মাত্র দুটো দিন । তারপর টি-20 বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত । তাঁর আগে প্র্যাকটিসে চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Indian skipper got injured during practice session) । সূত্রের খবর, মঙ্গলবার অ্যাডিলেড ওভালে প্র্যাকটিসে ডান হাতে চোট পান ভারতীয় সমর্থকদের প্রিয় 'হিটম্যান'।

তবে চোট গুরুতর নয় বলেও টিম সুত্রে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷ আগে রোহিতের চোট যে ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়ালেও টিম ম্যানেজমেন্টের সুত্রের খবর অধিনায়কের চোট গুরুতর নয় ৷ সুতরাং সেমিফাইনালে ক্যাপ্টেনের মাঠে নামতে কোনও অসুবিধা নেই ৷

নাম উল্লেখ না-করে বোর্ডের এক কর্তা পিটিআই-কে জানিয়েছেন, রোতিরে চোট গুরুতর নয় ৷ দ্বিতীয়বার ব্যাটিং করতে ওর কোনও অসুবিধা হয়নি ৷ সুতরাং মনে হয় না সিটি স্ক্যান বা এক্স-রে করার কোনও দরকার রয়েছে বলে ৷

জানা গিয়েছে, নন-প্লেয়িং স্টাফ এস রঘুর থেকে থ্রো-ডাউন নিচ্ছিলেন রোহিত । ঠিক সে সময় একটি বল হঠাৎ করে লাফিয়ে ওঠে ৷ রোহিত পুল করতে গিয়ে তা মিস করেন ৷ বলটি তাঁর ডান হাতের বাহুতে লাগে ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন ভারতীয় অধিনায়ক ৷ হাতে বরফ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন হিটম্যান । প্যাডি আপটনকে রোহিতের সঙ্গে বেশ কিছু কথা বলতেও দেখা যায় । পরে যদিও নেটে স্বচ্ছন্দেই ব্যাট করেন রোহিত ৷

আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে বিরাটের ব্যাগে 'প্লেয়ার অফ দ্য মান্থ' শিরোপা

অ্যাডিলেড, 8 নভেম্বর: হাতে আর মাত্র দুটো দিন । তারপর টি-20 বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত । তাঁর আগে প্র্যাকটিসে চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Indian skipper got injured during practice session) । সূত্রের খবর, মঙ্গলবার অ্যাডিলেড ওভালে প্র্যাকটিসে ডান হাতে চোট পান ভারতীয় সমর্থকদের প্রিয় 'হিটম্যান'।

তবে চোট গুরুতর নয় বলেও টিম সুত্রে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷ আগে রোহিতের চোট যে ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়ালেও টিম ম্যানেজমেন্টের সুত্রের খবর অধিনায়কের চোট গুরুতর নয় ৷ সুতরাং সেমিফাইনালে ক্যাপ্টেনের মাঠে নামতে কোনও অসুবিধা নেই ৷

নাম উল্লেখ না-করে বোর্ডের এক কর্তা পিটিআই-কে জানিয়েছেন, রোতিরে চোট গুরুতর নয় ৷ দ্বিতীয়বার ব্যাটিং করতে ওর কোনও অসুবিধা হয়নি ৷ সুতরাং মনে হয় না সিটি স্ক্যান বা এক্স-রে করার কোনও দরকার রয়েছে বলে ৷

জানা গিয়েছে, নন-প্লেয়িং স্টাফ এস রঘুর থেকে থ্রো-ডাউন নিচ্ছিলেন রোহিত । ঠিক সে সময় একটি বল হঠাৎ করে লাফিয়ে ওঠে ৷ রোহিত পুল করতে গিয়ে তা মিস করেন ৷ বলটি তাঁর ডান হাতের বাহুতে লাগে ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন ভারতীয় অধিনায়ক ৷ হাতে বরফ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন হিটম্যান । প্যাডি আপটনকে রোহিতের সঙ্গে বেশ কিছু কথা বলতেও দেখা যায় । পরে যদিও নেটে স্বচ্ছন্দেই ব্যাট করেন রোহিত ৷

আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে বিরাটের ব্যাগে 'প্লেয়ার অফ দ্য মান্থ' শিরোপা

Last Updated : Nov 8, 2022, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.