ETV Bharat / sports

Rohit Sharma: আইপিএল খেলতে সপরিবারে মরু শহরে পৌঁছলেন 'হিটম্যান'

ম্য়াঞ্চেস্টার থেকে আমিরশাহী পৌঁছনোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে চাটার্ড ফ্লাইটের আবেদন করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ কিন্তু বোর্ড তা দিতে রাজি না-হওয়ায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে তাদের ক্রিকেটারদের মরু শহরে উড়িয়ে আনছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷

Rohit Sharma
আইপিএল খেলতে সপরিবারে মরু শহরে পৌঁছলেন 'হিটম্যান'
author img

By

Published : Sep 11, 2021, 7:01 PM IST

আবুধাবি, 11 সেপ্টেম্বর : ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় নির্ধারতি সময়ের চারদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গেলেন ভারতীয় দলে খেলা মুম্বই ইন্ডিয়ান্সের তিন ক্রিকেটার ৷ ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়াও শনিবার চাটার্ড ফ্লাইটে আবুধাবি পৌঁছান জসপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব ৷

এদিন বিবৃতি দিয়ে রোহিত-বুমরাদের আবুধাবি পৌঁছনোর কথা জানায় মুম্বই ইন্ডিয়ান্স ৷ ফ্র্যাঞ্চাইজির তরফে এদিন জানানো হয়, ভারতীয় দলের তিন ক্রিকেটার রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব আইপিএলের দ্বিতীয় পর্ব খেলার জন্য এদিন ব্যক্তিগত চার্টাড ফ্লাইটে আবুধাবি পৌঁছেছে ৷ এদের সঙ্গে ছিল তাঁদের পরিবারও ৷ এদিন সকালেই এরা আবুধাবি পৌঁছেছে ৷ আইপিএলের গাইডলাইন মেনে এদের প্রত্যেকেই ছ'দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ যা আজ থেকে শুরু হল ৷

ফ্র্যাঞ্চাইজির তরফে আরও জানানো হয়, ম্যাঞ্চেস্টার ছাড়ার আগে প্রত্য়েকের আরটি-পিসিআর টেস্ট হয়েছে ৷ প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবে আবুধাবি পৌঁছনোর পর ফের প্রত্য়েকের আরটি-পিসিআর টেস্ট হয়েছে ৷ তাতেও প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

আরও পড়ুন: কেকেআর-এ কামিন্সের পরিবর্ত টিম সাউদি

নির্ধারিত সূচি মেনে চলতি বছর এপ্রিলে দেশের মাটিতে শুরু হয়েছিল 2021 আইপিএল ৷ কিন্তু টুর্নামেন্টের মাঝপথে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা কোভিড আক্রান্ত হওয়ার পর বিসিসিআই তড়িঘড়ি টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ৷ পরে আইসিসির ক্য়ালেন্ডার দেখে সেপ্টেম্বরে মরু শহরে আইপিএলের চতুর্দশ সংস্করণের দ্বিতীয় পর্ব আয়োজনের ব্যবস্থা করে বিসিসিআই ৷ 19 সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু হচ্ছে 2021 আইপিএলের বাকি ম্যাচগুলি ৷

মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে 19 তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম পর্বে সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ 8 ম্য়াচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

আবুধাবি, 11 সেপ্টেম্বর : ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় নির্ধারতি সময়ের চারদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গেলেন ভারতীয় দলে খেলা মুম্বই ইন্ডিয়ান্সের তিন ক্রিকেটার ৷ ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়াও শনিবার চাটার্ড ফ্লাইটে আবুধাবি পৌঁছান জসপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব ৷

এদিন বিবৃতি দিয়ে রোহিত-বুমরাদের আবুধাবি পৌঁছনোর কথা জানায় মুম্বই ইন্ডিয়ান্স ৷ ফ্র্যাঞ্চাইজির তরফে এদিন জানানো হয়, ভারতীয় দলের তিন ক্রিকেটার রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব আইপিএলের দ্বিতীয় পর্ব খেলার জন্য এদিন ব্যক্তিগত চার্টাড ফ্লাইটে আবুধাবি পৌঁছেছে ৷ এদের সঙ্গে ছিল তাঁদের পরিবারও ৷ এদিন সকালেই এরা আবুধাবি পৌঁছেছে ৷ আইপিএলের গাইডলাইন মেনে এদের প্রত্যেকেই ছ'দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ যা আজ থেকে শুরু হল ৷

ফ্র্যাঞ্চাইজির তরফে আরও জানানো হয়, ম্যাঞ্চেস্টার ছাড়ার আগে প্রত্য়েকের আরটি-পিসিআর টেস্ট হয়েছে ৷ প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবে আবুধাবি পৌঁছনোর পর ফের প্রত্য়েকের আরটি-পিসিআর টেস্ট হয়েছে ৷ তাতেও প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

আরও পড়ুন: কেকেআর-এ কামিন্সের পরিবর্ত টিম সাউদি

নির্ধারিত সূচি মেনে চলতি বছর এপ্রিলে দেশের মাটিতে শুরু হয়েছিল 2021 আইপিএল ৷ কিন্তু টুর্নামেন্টের মাঝপথে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা কোভিড আক্রান্ত হওয়ার পর বিসিসিআই তড়িঘড়ি টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ৷ পরে আইসিসির ক্য়ালেন্ডার দেখে সেপ্টেম্বরে মরু শহরে আইপিএলের চতুর্দশ সংস্করণের দ্বিতীয় পর্ব আয়োজনের ব্যবস্থা করে বিসিসিআই ৷ 19 সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু হচ্ছে 2021 আইপিএলের বাকি ম্যাচগুলি ৷

মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে 19 তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম পর্বে সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ 8 ম্য়াচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.