ETV Bharat / sports

IPL 2023: সময় নিয়ে নিজেকে সুস্থ করুক ঋষভ, আইপিএলের আগে বড় বার্তা সৌরভের - আইপিএলের আগে বড় বার্তা সৌরভের

ঋষভকে সুস্থ হতে আরও সময় নেওয়ার পরামর্শ সৌরভের ৷ দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর জানিয়েছেন, ঋষভকে পুরোপুরি সুস্থ হতে হলে আরও সময় নিতে হবে ৷ আইপিএল (IPL 2023) ফ্র্যাঞ্চাইজির একটি বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন বিসিসিআইয়ের এই প্রাক্তন সভাপতি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Mar 26, 2023, 1:53 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: পুরোপুরি সুস্থ হতে ঋষভ পন্তকে আরও সময় নিতে হবে ৷ দিল্লি ক্যাপিটালসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরে আসার আগে, ঋষভকে চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সময় নিতে হবে (Rishabh Pant Must Takes Time to Heal Properly) ৷ উল্লেখ্য, ঋষভ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন গত মরশুমেও ৷ তবে, এবছর পন্তের পরিবর্তে দিল্লির অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার ৷ 2022 সালের 30 ডিসেম্বর উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ৷

দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে দলের পক্ষ থেকে ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, "অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ঋষভের অভাব বোধ করবে ৷ তবে, শুধু আইপিএল দলে নয়, জাতীয় দলেও সকলে ঋষভের অভাববোধ করছেন ৷ তবে, ওর খুবই অল্প বয়স ৷ ওর সামনে অনেক লম্বা ক্রিকেট কেরিয়ার পড়ে আছে ৷ ও একজন বিশেষ খেলোয়াড় ৷ তাই ওর উচিত সময় নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ৷ আমরা ওকে শুভেচ্ছা জানাই এবং আমি ওর সঙ্গে ব্যক্তিগতভাবেও দেখা করব ৷"

2023 আইপিএল শুরুর বহু আগে থেকে সৌরভ দিল্লি ক্যাপিটালসের সব ক্রিকেটারদের নিয়ে শিবির শুরু করে দিয়েছিলেন ৷ প্রথমে সল্টলেকে পরে যাদবপুরের ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শিবির করেছিলেন সৌরভ ৷ তারপর পুরো দল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছেন বাঙালির আদি ও অকৃত্রিম দাদা ৷ সেখানে সব ক্রিকেটারদের উপর খুব কাছ থেকে নজর রাখছেন তিনি ৷

আরও পড়ুন: আরসিবি শিবিরে যোগ দিলেন ম্যাক্সওয়েল, তবে পুরোপুরি ফিট নন অজি ক্রিকেটার

এই মুহূর্তে দিল্লি দলের যোগ দিয়েছেন হেড কোচ রিকি পন্টিং ৷ তাই দলের অনুশীলনের পুরো দায়িত্ব এবার পন্টিংয়ের উপর ছেড়ে দিয়েছেন সৌরভ ৷ আর সেনিয়ে মহারাজ জানিয়েছেন, কোচ হিসেবে রিকি অসাধারণ ৷ ট্রেনিংয়ের সময় এক অসাধারণ এনার্জি প্লেয়ারদের মধ্যে তিনি তৈরি করেন ৷ আর এই সিজনে দলের দায়িত্ব পাওয়া অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রতিও আস্থা রয়েছে টিম ডিরেক্টর সৌরভের ৷ তিনি জানিয়েছেন, আইপিএল-এ ওয়ার্নার প্রচুর রান করেছে ৷ এমনকি তাঁর অধিনায়কত্বে হায়দরাবাদ 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ৷ ফলে ওয়ার্নারের অভিজ্ঞতা দিল্লিকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস প্রাক্তন ভারত অধিনায়কের ৷

নয়াদিল্লি, 26 মার্চ: পুরোপুরি সুস্থ হতে ঋষভ পন্তকে আরও সময় নিতে হবে ৷ দিল্লি ক্যাপিটালসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরে আসার আগে, ঋষভকে চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সময় নিতে হবে (Rishabh Pant Must Takes Time to Heal Properly) ৷ উল্লেখ্য, ঋষভ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন গত মরশুমেও ৷ তবে, এবছর পন্তের পরিবর্তে দিল্লির অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার ৷ 2022 সালের 30 ডিসেম্বর উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ৷

দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে দলের পক্ষ থেকে ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, "অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ঋষভের অভাব বোধ করবে ৷ তবে, শুধু আইপিএল দলে নয়, জাতীয় দলেও সকলে ঋষভের অভাববোধ করছেন ৷ তবে, ওর খুবই অল্প বয়স ৷ ওর সামনে অনেক লম্বা ক্রিকেট কেরিয়ার পড়ে আছে ৷ ও একজন বিশেষ খেলোয়াড় ৷ তাই ওর উচিত সময় নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ৷ আমরা ওকে শুভেচ্ছা জানাই এবং আমি ওর সঙ্গে ব্যক্তিগতভাবেও দেখা করব ৷"

2023 আইপিএল শুরুর বহু আগে থেকে সৌরভ দিল্লি ক্যাপিটালসের সব ক্রিকেটারদের নিয়ে শিবির শুরু করে দিয়েছিলেন ৷ প্রথমে সল্টলেকে পরে যাদবপুরের ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শিবির করেছিলেন সৌরভ ৷ তারপর পুরো দল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছেন বাঙালির আদি ও অকৃত্রিম দাদা ৷ সেখানে সব ক্রিকেটারদের উপর খুব কাছ থেকে নজর রাখছেন তিনি ৷

আরও পড়ুন: আরসিবি শিবিরে যোগ দিলেন ম্যাক্সওয়েল, তবে পুরোপুরি ফিট নন অজি ক্রিকেটার

এই মুহূর্তে দিল্লি দলের যোগ দিয়েছেন হেড কোচ রিকি পন্টিং ৷ তাই দলের অনুশীলনের পুরো দায়িত্ব এবার পন্টিংয়ের উপর ছেড়ে দিয়েছেন সৌরভ ৷ আর সেনিয়ে মহারাজ জানিয়েছেন, কোচ হিসেবে রিকি অসাধারণ ৷ ট্রেনিংয়ের সময় এক অসাধারণ এনার্জি প্লেয়ারদের মধ্যে তিনি তৈরি করেন ৷ আর এই সিজনে দলের দায়িত্ব পাওয়া অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রতিও আস্থা রয়েছে টিম ডিরেক্টর সৌরভের ৷ তিনি জানিয়েছেন, আইপিএল-এ ওয়ার্নার প্রচুর রান করেছে ৷ এমনকি তাঁর অধিনায়কত্বে হায়দরাবাদ 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ৷ ফলে ওয়ার্নারের অভিজ্ঞতা দিল্লিকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস প্রাক্তন ভারত অধিনায়কের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.