আমেদাবাদ, 10 এপ্রিল: শেষ পাঁচ বলে 5টা 6 মেরে কলকাতা নাইট রাইডার্সের হিরো রিঙ্কু সিং ৷ তবে, যে ব্যাট দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছেন রিঙ্কু, সেটি আদতে তাঁর ছিল না ৷ আর ম্যাচ শেষে 'নাইট ক্লাব' ভিডিয়োতে সে কথা সমর্থকদের জানালেন কেকেআর-এর অধিনায়ক নীতীশ রানা ৷ তিনি জানান, ম্যাচের আগে রিঙ্কু তাঁর ব্যাট চেয়ে নিয়েছিলেন ৷ অবিশ্বাস্য ইনিংসের পর এখন সেই ব্যাটের মালিক রিঙ্কু সিং ৷
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল-এর মঞ্চে রবিবার সন্ধ্যেয় এক নতুন প্রতিভাকে উঠে আসতে দেখেছে ক্রিকেট বিশ্ব ৷ উত্তরপ্রদেশের ছেলে রিঙ্কু সিং ৷ কিন্তু, রিঙ্কুর এই ইনিংস যে ব্যাটে এসেছে, সেটি আসলে তাঁর ছিল না ৷ সেই ব্যাট রহস্য নাইট রাইডার্সের ইনসাইডার ভিডিয়োতে ফাঁস করেছেন নীতীশ রানা ৷ ম্যাচ শুরু আগে নীতীশের থেকে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু ৷ কিন্তু, প্রথমে তাঁকে সেই ব্যাট দিতে রাজি হননি অধিনায়ক ৷ পরে কেউ ড্রেসিংরুম থেকে নীতীশের সেই পয়া ব্যাট ডাগ আউটে নিয়ে এসেছিলেন ৷ সেটা নিয়েই মাঠে নেমে ইতিহাস লিখলেন রিঙ্কু ।
-
Rinku claimed the match & 𝘵𝘩𝘦 𝘣𝘢𝘵! 💜#GTvKKR | #AmiKKR | #TATAIPL 2023 | @NitishRana_27 | @rinkusingh235 pic.twitter.com/vHWVROar8P
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rinku claimed the match & 𝘵𝘩𝘦 𝘣𝘢𝘵! 💜#GTvKKR | #AmiKKR | #TATAIPL 2023 | @NitishRana_27 | @rinkusingh235 pic.twitter.com/vHWVROar8P
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023Rinku claimed the match & 𝘵𝘩𝘦 𝘣𝘢𝘵! 💜#GTvKKR | #AmiKKR | #TATAIPL 2023 | @NitishRana_27 | @rinkusingh235 pic.twitter.com/vHWVROar8P
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023
হ্যাঁ, পয়া ব্যাট ৷ নীতীশ জানিয়েছেন, গত মুস্তাক আলি ট্রফি ওই ব্যাট দিয়ে খেলেছিলেন ৷ এমনকী কেকেআর-এর প্রথম দুই ম্যাচ তিনি এই ব্যাটেই খেলেছিলেন ৷ ব্যাটটির পিকআপ খুবই ভালো এবং ওজনে কিছুটা হালকাও ৷ রবিবারের ম্যাচেই তিনি ব্যাট বদলে ছিলেন ৷ নীতীশ জানান, ডাগ আউটে রিঙ্কু যে তাঁর সেই পয়া ব্যাটটাই বেছে নেবেন, তা তিনি জানতেন ৷ আর সেটাই হয়েছিল ৷ সেই সঙ্গে নীতীশের পয়া ব্যাট রিঙ্কুর ক্রিকেট দক্ষতায় কেকেআর-কে লাস্ট ওভার থ্রিলার জিতিয়ে দিল ৷ নাইট রাইডার্সের ইনসাইডার ভিডিয়োতে নীতীশ এটাও জানিয়েছেন, এই পয়া ব্যাটের বর্তমান মালিক রিঙ্কু সিং ৷
আরও পড়ুন: মোতেরায় রুদ্ধশ্বাস জয়ে শাহরুখের টুইটবার্তা 'ঝুমে জো রিঙ্কু'
ম্যাচ শেষে রিঙ্কু সিংকে এক নতুন উপাধি দিলেন তাঁর আরেক সতীর্থ ভেঙ্কটেশ আইয়ার ৷ নাম রেখেছেন 'লর্ড রিঙ্কু' ৷ রিঙ্কু শেষ ওভারের থ্রিলার ইনিংসে ম্যাচের সেরা হয়েছেন ৷ কিন্তু, সেই মঞ্চ তৈরি করে দিয়ে গেছিলেন স্বয়ং ভেঙ্কটেশ আইয়ার ৷ তাঁর 40 বলে 83 রানের ইনিংসে ভর করে 205 রানের লক্ষ্যের অনেকটাই কাছে চলে এসেছিল কলকাতা ৷ কিন্তু, সেখান থেকে গুজরাত টাইটান্সের গত ম্যাচের অধিনায়ক রাশিদ খানের হ্যাটট্রিক গুজরাতকে ম্যাচে ফিরিয়ে আনে ৷ কিন্তু, শেষ ওভারে 30 রান তুলে কেকেআর-কে কার্যত হারা ম্যাচ জিতিয়ে দিয়েছেন রিঙ্কু সিং ৷