ETV Bharat / sports

KKR vs RCB : নাইটদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং বিরাটদের - কলকাতা নাইটরাইডার্স

2021 আইপিএলে অবশ্য স্বপ্নের শুরু করেছে কোহলির আরসিবি ৷ এই প্রথমবার আইপিএলের ইতিহাসে শুরুতেই টানা দুইয়ের বেশি ম্যাচ জিতেছে কোহলি অ্যান্ড কোং ৷ লিগ তালিকায় তিন নম্বরে থেকে মরু শহরে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ তবে নাইটদের ছবিটা ঠিক উল্টো ৷ প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে আরসিবির বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর ৷

KKR vs RCB
কেকেআর বনাম আরসিবি
author img

By

Published : Sep 20, 2021, 7:09 PM IST

Updated : Sep 20, 2021, 7:22 PM IST

আবুধাবি, 20 সেপ্টেম্বর: আবুধাবিতে লড়াইয়ের আগে চতুর্দশ আইপিএলের ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স করেছে বিরাটবাহিনী ৷ সোমবার শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির আরসিবি ৷ কেকেআর জার্সিতে এদিন অভিষেক হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের ৷ আর আরসিবি জার্সিতে অভিষেক হচ্ছে কেএস ভরত ও ওয়ানিনদু হাসারাঙ্গার ৷

2020 আইপিএলে এই মরু শহরে প্লে-অফের ওঠার দৌড়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই হয়েছিল ইয়ন মরগ্যানের কলকাতা নাইট রাইডার্সের ৷ পয়েন্ট সমসংখ্যক হলেও রান-রেটে নাইটদের পিছনে ফেলে শেষ পর্যন্ত প্লে-অফে জায়াগ করে নিয়েছিল আরসিবি ৷ আর পাঁচ নম্বরেই লিগ শেষ করে সন্তুষ্ট থাকতে হয়েছিল নাইটদের ৷

2021 আইপিএলে অবশ্য স্বপ্নের শুরু করেছে কোহলির আরসিবি ৷ এই প্রথমবার আইপিএলের ইতিহাসে শুরুতেই টানা দুইয়ের বেশি ম্যাচ জিতেছে কোহলি অ্যান্ড কোং ৷ প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে থেকে মরু শহরে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ তবে নাইটদের ছবিটা ঠিক উল্টো ৷ প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে বিরাটের আরসিবির বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর ৷ দ্বিতীয় পর্বে নামার আগে লিগে নাইটদের স্থান সপ্তম ৷ শুধু তাই নয়, চলতি আইপিএলে নাইটদের বিরুদ্ধে লড়াইয়ে বড় ব্যবধানে জিতেছিল আরসিবি ৷

আরও পড়ুন : 'বিরাট' চ্যালেঞ্জের আগে নাইটদের বার্তা দিলেন শাহরুখ

কলকাতা নাইটরাইডার্স একাদশ: ভেঙ্কেটেশ আইয়ার, শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ: বিরাট কোহিল (ক্যাপ্টেন), দেবদূত পাড়িক্কল, কেএস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়ার্স, কাইল জেমিসন, ওয়ানিনদু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুবেন্দ্র চাহাল ৷

আবুধাবি, 20 সেপ্টেম্বর: আবুধাবিতে লড়াইয়ের আগে চতুর্দশ আইপিএলের ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স করেছে বিরাটবাহিনী ৷ সোমবার শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির আরসিবি ৷ কেকেআর জার্সিতে এদিন অভিষেক হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের ৷ আর আরসিবি জার্সিতে অভিষেক হচ্ছে কেএস ভরত ও ওয়ানিনদু হাসারাঙ্গার ৷

2020 আইপিএলে এই মরু শহরে প্লে-অফের ওঠার দৌড়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই হয়েছিল ইয়ন মরগ্যানের কলকাতা নাইট রাইডার্সের ৷ পয়েন্ট সমসংখ্যক হলেও রান-রেটে নাইটদের পিছনে ফেলে শেষ পর্যন্ত প্লে-অফে জায়াগ করে নিয়েছিল আরসিবি ৷ আর পাঁচ নম্বরেই লিগ শেষ করে সন্তুষ্ট থাকতে হয়েছিল নাইটদের ৷

2021 আইপিএলে অবশ্য স্বপ্নের শুরু করেছে কোহলির আরসিবি ৷ এই প্রথমবার আইপিএলের ইতিহাসে শুরুতেই টানা দুইয়ের বেশি ম্যাচ জিতেছে কোহলি অ্যান্ড কোং ৷ প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে থেকে মরু শহরে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ তবে নাইটদের ছবিটা ঠিক উল্টো ৷ প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে বিরাটের আরসিবির বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর ৷ দ্বিতীয় পর্বে নামার আগে লিগে নাইটদের স্থান সপ্তম ৷ শুধু তাই নয়, চলতি আইপিএলে নাইটদের বিরুদ্ধে লড়াইয়ে বড় ব্যবধানে জিতেছিল আরসিবি ৷

আরও পড়ুন : 'বিরাট' চ্যালেঞ্জের আগে নাইটদের বার্তা দিলেন শাহরুখ

কলকাতা নাইটরাইডার্স একাদশ: ভেঙ্কেটেশ আইয়ার, শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ: বিরাট কোহিল (ক্যাপ্টেন), দেবদূত পাড়িক্কল, কেএস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়ার্স, কাইল জেমিসন, ওয়ানিনদু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুবেন্দ্র চাহাল ৷

Last Updated : Sep 20, 2021, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.