শারজা, 11 অক্টোবর : আইপিএলের ইতিহাসে প্লে-অফে প্রথমবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ গত বছর অল্পের জন্য প্লে-অফের টিকিট পায়নি কলকাতা ৷ কেকেআর-কে রান-রেটে পিছনে প্লে-অফে জায়গা করে নিয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ এবার অবশ্য রান-রেটে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে প্লে-অফে জায়গা করে নেয় কিং খানের দল ৷ লিগ টেবিলে চার নম্বরে শেষ করে এলিমিনেটরে ব্যাঙ্গালোরের সামনে কলকাতা ৷ শারজায় এদিন টস জিতে কেকেআর-এর বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরসিবি-র ৷
চোট সারলেও এলিমিনেটরে মাঠে নামা হল না আন্দ্রে রাসেলের ৷ কারণ লিগের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ী টিমই ধরে রাখল কেকেআর ৷ বিরাট কোহলির আরসিবিও দলে কোনও পরিবর্তন করেনি ৷ লিগের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে শেষ বলে জয় ছিনিয়ে নিয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ সোমবার শারজায় কেকেআর-এর বিরুদ্ধে এলিমিনেটরেও উইনিং কম্বিনেশন ধরে রাখল কোহলি অ্যান্ড কোং ৷
টস জিতে কোহলি বলেন, "দারুণ পিচ ৷ সুতরাং প্রথমে ব্যাটিং করব ৷ শারজায় রান তাড়া করা চ্যালেঞ্জিং ৷ গত ম্যাচে তরুণরা দিল্লির বিরুদ্ধে দলকে জিতিয়েছে ৷ সুতরাং দলে কোনও পরিবর্তন নেই ৷" টস হেরেও খুশি কেকেআর অধিনায়ক ৷ মরগ্যান বলেন, "আমরা প্রথমে বোলিং করতেই চেয়েছিলাম ৷ সুতরাং টস হারায় চিন্তত নই ৷ আমরা ভাল ক্রিকেট খেলেছি ৷ দলে কোনও পরিবর্তন নেই ৷"
আরও পড়ুন : ছক্কা মারার অনুপ্রেরণার কথা জানালেন রাসেল
কেকেআর : ভেঙ্কটেশ আইয়ার, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, শাকিব-আল হাসান, সুনীল নারাইন, শিভম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ৷
আরসিবি : বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পারিক্কল, কেএস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ ৷