ETV Bharat / sports

IPL 2023: 'বিরাট' শতরানে হেলায় হারল হায়দরাবাদ, আরসিবি'র জয়ে স্বপ্নভঙ্গ নাইটদের - RCB beat SRH by 8 wickets

186 তাড়া করে চার বল বাকি থাকতে উপ্পলে ম্যাচ জিতে নিল আরসিবি । 63 বলে 100 রান বিরাট কোহলির ।

IPL 2023
বিরাট শতরানে হেলায় হারল হায়দরাবাদ
author img

By

Published : May 18, 2023, 11:38 PM IST

Updated : May 19, 2023, 12:20 AM IST

হায়দরাবাদ, 18 মে: 51 বলে হেনরিক ক্লাসেনের দুরন্ত 104 রানের ইনিংসে আবারও প্লে-অফে যোগ্যতার প্রশ্নে আশার আলো দেখেছিল নাইটরা । কিন্তু কে জানত নিজামের শহরে লিগ পর্বের সেকেন্ড লাস্ট ম্যাচে এসে এভাবে জ্বলে উঠবেন বিরাট কোহলি নামক এক রানমেশিন । চলতি আইপিএলের প্রথম আর সামগ্রিকভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ শতরান হাঁকিয়ে ক্লাসেনের মঞ্চে আলো কাড়লেন কোহলি । আর বিরাট ব্যাটের ঝংকারে প্লে-অফের আশা শেষ হয়ে গেল কেকেআরের । 186 তাড়া করে চার বল বাকি থাকতে উপ্পলে ম্যাচ জিতে নিল আরসিবি । সেই সঙ্গে প্লে-অফে খেলার পালে হাওয়া লাগল তাদের ।

পঞ্জাবের হার গতকাল ফের একবার প্লে-অফ খেলার স্বপ্ন উসকে দিয়েছিল নাইটদের । বৃহস্পতিবার নিজামের শহরে মনেপ্রাণে সানরাইজার্সের জয় চাইছিল পার্পল ব্রিগেড। কিন্তু সে গুড়ে বালি । চার বছর পর আইপিএলের মঞ্চে বিরাট শতরান বদলে দিল সব হিসেব-নিকেশ । প্রথমে ব্যাট করে প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের শতরানে স্কোরবোর্ডে 186 রান তোলে অরেঞ্জ ব্রিগেড । শেষদিকে 19 বলে 27 রান আসে হ্যারি ব্রুকের ব্যাটে । আরসিবির হয়ে 4 ওভারে মাত্র 17 রান খরচ করে একটি উইকেট নেন সিরাজ

কঠিন টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই পালটা আক্রমণে হাঁটেন আরসিবি'র দুই ওপেনার বিরাট কোহলি এবং ফ্যাফ ডু'প্লেসি । দু'জনের দাপুটে ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিল বিনা উইকেটেই বুঝি ম্যাচ জিতে নেবে ব্যাঙ্গালোর । সেটা না-হলেও ওপেনিং জুটিতে 172 রানই আরসিবির জয়ে সিলমোহর দিয়ে দেয় । অষ্টাদশ ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বল ডিপ মিড-উইকেটের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ষষ্ঠ আইপিএল শতরান পূর্ণ করেন বিরাট । সেইসঙ্গে ছুঁয়ে ফেলেন ক্রিস গেইলকে ।

আরও পড়ুন: মোহনবাগানকে বিশেষ সম্মান, শনিবার ইডেনে সবুজ-মেরুন জার্সিতে নামবেন ক্রুনালরা

পরের বলেই যদিও ডাগ-আউটে ফিরে যান কোহলি । 63 বলে কোহলির বিরাট ইনিংসে ছিল 12টি চার এবং 4টি ছক্কা । কম যান না ডু'প্লেসিও । 7টি চার 2টি ছয়ে 47 বলে 71 রান আসে অধিনায়কের ব্যাটে । ওপেনারদ্বয় ফিরলেও আরসিবি'র জয় আটকায়নি । গ্লেন ম্যাক্সওয়েল এবং মাইকেল ব্রেসওয়েল চার বল বাকি থাকতেই কাঙ্খিত জয় এনে দেয় ব্যাঙ্গালোরকে । এই জয়ের ফলে লিগের এক ম্যাচ বাকি থাকতে 14 পয়েন্ট নিয়ে চারে উঠে এলেন কোহলিরা । পয়েন্ট সমান হলেও রানরেটে পিছিয়ে রোহিতরা । রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মুখোমুখি আরসিবি ।

হায়দরাবাদ, 18 মে: 51 বলে হেনরিক ক্লাসেনের দুরন্ত 104 রানের ইনিংসে আবারও প্লে-অফে যোগ্যতার প্রশ্নে আশার আলো দেখেছিল নাইটরা । কিন্তু কে জানত নিজামের শহরে লিগ পর্বের সেকেন্ড লাস্ট ম্যাচে এসে এভাবে জ্বলে উঠবেন বিরাট কোহলি নামক এক রানমেশিন । চলতি আইপিএলের প্রথম আর সামগ্রিকভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ শতরান হাঁকিয়ে ক্লাসেনের মঞ্চে আলো কাড়লেন কোহলি । আর বিরাট ব্যাটের ঝংকারে প্লে-অফের আশা শেষ হয়ে গেল কেকেআরের । 186 তাড়া করে চার বল বাকি থাকতে উপ্পলে ম্যাচ জিতে নিল আরসিবি । সেই সঙ্গে প্লে-অফে খেলার পালে হাওয়া লাগল তাদের ।

পঞ্জাবের হার গতকাল ফের একবার প্লে-অফ খেলার স্বপ্ন উসকে দিয়েছিল নাইটদের । বৃহস্পতিবার নিজামের শহরে মনেপ্রাণে সানরাইজার্সের জয় চাইছিল পার্পল ব্রিগেড। কিন্তু সে গুড়ে বালি । চার বছর পর আইপিএলের মঞ্চে বিরাট শতরান বদলে দিল সব হিসেব-নিকেশ । প্রথমে ব্যাট করে প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের শতরানে স্কোরবোর্ডে 186 রান তোলে অরেঞ্জ ব্রিগেড । শেষদিকে 19 বলে 27 রান আসে হ্যারি ব্রুকের ব্যাটে । আরসিবির হয়ে 4 ওভারে মাত্র 17 রান খরচ করে একটি উইকেট নেন সিরাজ

কঠিন টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই পালটা আক্রমণে হাঁটেন আরসিবি'র দুই ওপেনার বিরাট কোহলি এবং ফ্যাফ ডু'প্লেসি । দু'জনের দাপুটে ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিল বিনা উইকেটেই বুঝি ম্যাচ জিতে নেবে ব্যাঙ্গালোর । সেটা না-হলেও ওপেনিং জুটিতে 172 রানই আরসিবির জয়ে সিলমোহর দিয়ে দেয় । অষ্টাদশ ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বল ডিপ মিড-উইকেটের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ষষ্ঠ আইপিএল শতরান পূর্ণ করেন বিরাট । সেইসঙ্গে ছুঁয়ে ফেলেন ক্রিস গেইলকে ।

আরও পড়ুন: মোহনবাগানকে বিশেষ সম্মান, শনিবার ইডেনে সবুজ-মেরুন জার্সিতে নামবেন ক্রুনালরা

পরের বলেই যদিও ডাগ-আউটে ফিরে যান কোহলি । 63 বলে কোহলির বিরাট ইনিংসে ছিল 12টি চার এবং 4টি ছক্কা । কম যান না ডু'প্লেসিও । 7টি চার 2টি ছয়ে 47 বলে 71 রান আসে অধিনায়কের ব্যাটে । ওপেনারদ্বয় ফিরলেও আরসিবি'র জয় আটকায়নি । গ্লেন ম্যাক্সওয়েল এবং মাইকেল ব্রেসওয়েল চার বল বাকি থাকতেই কাঙ্খিত জয় এনে দেয় ব্যাঙ্গালোরকে । এই জয়ের ফলে লিগের এক ম্যাচ বাকি থাকতে 14 পয়েন্ট নিয়ে চারে উঠে এলেন কোহলিরা । পয়েন্ট সমান হলেও রানরেটে পিছিয়ে রোহিতরা । রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মুখোমুখি আরসিবি ।

Last Updated : May 19, 2023, 12:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.