ETV Bharat / sports

IPL 2023: ব্যর্থ তিলকের ইনিংস, 'বিরাট' জয়ে আইপিএল জার্নি শুরু আরসিবির - বিরাট কোহলি

একপেশে জয়ে আইপিএলে অভিযান শুরু করল আরসিবি। ঘরের মাঠে টুর্নামেন্ট ওপেনারে মুম্বইকে 8 উইকেটে হারাল তারা (RCB beat MI by 8 wickets)। ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক কোহলি-ডু'প্লেসি ।

IPL 2023
বিরাট জয়ে আইপিএল জার্নি শুরু আরসিবির
author img

By

Published : Apr 2, 2023, 11:08 PM IST

Updated : Apr 3, 2023, 8:24 AM IST

বেঙ্গালুরু, 2 এপ্রিল: ক্রিস গেইলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে তাঁর নাম । চিন্নাস্বামীতে মরশুমের প্রথম ম্যাচে বিরাটদের তাতাতে স্ট্যান্ডে সস্ত্রীক হাজির ছিলেন এবি ডি'ভিলিয়ার্স । আর তাতেই হয়তো বাড়তি উদ্দীপ্ত হয়ে গেলেন কোহলিরা । মুম্বইয়ের ছুড়ে দেওয়া 172 রানের লক্ষ্যমাত্রা অবলীলায় ছুঁয়ে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । 22 বল বাকি থাকতে হাসতে হাসতে 8 উইকেটে ম্যাচ বের করে নিল তারা (RCB beat MI by 8 wickets)। অর্থাৎ, একপেশে জয় দিয়ে ষোড়শ আইপিএলে অভিযান শুরু হল টুর্নামেন্টের 'চোকার'দের ।

যে আত্মবিশ্বাস নিয়ে আইপিএল অভিযান শুরু হল আরসিবি'র, তাতে ফের আশান্বিত হতেই পারেন ফ্যানেরা । ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক বিরাট কোহলি এবং অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি । প্লেসি আউট হলেও দলকে জয়ের বৈতরণী পার করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে এল 49 বলে ঝকঝকে 82 রানের অপরাজিত ইনিংস । অধিনায়ক করলেন ঝোড়ো 73 রান ।

ঘরের মাঠে টস জিতে এদিন রোহিতের দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় আরসিবি । ডাহা ফেল তারকাখোচিত মুম্বইয়ের টপ-অর্ডার ব্যাটিং । 98 রানে 5 উইকেট খুইয়ে পল্টনরা যখন চরম বিপর্যয়ে, তখন একা ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন তিলক বর্মা । 2020 অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী দলের ক্রিকেটারের ব্যাটে রোহিতদের ব্যর্থতা ঢেকে আরসিবিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা । বছর কুড়ির তিলকের 46 বলে 84 রানের ইনিংসে ছিল 9টি চার 4টি ছয় ।

আরও পড়ুন: নিজামের শহরে মরু-ঝড় ! চাহালের ঘূর্ণিতে বড় জয়ে অভিযান শুরু রাজস্থানের

নির্ধারিত 20 ওভারে 7 উকেটে 171 রান তোলে মুম্বই । জবাবে রোহিতের বোলারদের কোনওরকম সুযোগ না-দিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আরসিবির ওপেনিং জুটি । একটা সময় মনে হচ্ছিল 10 উইকেটেই বুঝি জয় ছিনিয়ে নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স। কিন্তু দলীয় 148 রানের মাথায় 73 রানে ফেরেন ডু'প্লেসি । মারেন 5টি চার, 6টি ছয় । পরপরই দীনেশ কার্তিক ফেরেন শূন্য রানে । কিন্তু তাতে আরসিবির জয় আটকানোর নয় । বিরাট ব্যাটে ভর করে ওপেনিং ম্যাচে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় ব্যাঙ্গালোর । প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে আসে 6টি চার এবং 5টি ছয় । ম্যাচের সেরা ডু'প্লেসি ।

বেঙ্গালুরু, 2 এপ্রিল: ক্রিস গেইলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে তাঁর নাম । চিন্নাস্বামীতে মরশুমের প্রথম ম্যাচে বিরাটদের তাতাতে স্ট্যান্ডে সস্ত্রীক হাজির ছিলেন এবি ডি'ভিলিয়ার্স । আর তাতেই হয়তো বাড়তি উদ্দীপ্ত হয়ে গেলেন কোহলিরা । মুম্বইয়ের ছুড়ে দেওয়া 172 রানের লক্ষ্যমাত্রা অবলীলায় ছুঁয়ে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । 22 বল বাকি থাকতে হাসতে হাসতে 8 উইকেটে ম্যাচ বের করে নিল তারা (RCB beat MI by 8 wickets)। অর্থাৎ, একপেশে জয় দিয়ে ষোড়শ আইপিএলে অভিযান শুরু হল টুর্নামেন্টের 'চোকার'দের ।

যে আত্মবিশ্বাস নিয়ে আইপিএল অভিযান শুরু হল আরসিবি'র, তাতে ফের আশান্বিত হতেই পারেন ফ্যানেরা । ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক বিরাট কোহলি এবং অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি । প্লেসি আউট হলেও দলকে জয়ের বৈতরণী পার করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে এল 49 বলে ঝকঝকে 82 রানের অপরাজিত ইনিংস । অধিনায়ক করলেন ঝোড়ো 73 রান ।

ঘরের মাঠে টস জিতে এদিন রোহিতের দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় আরসিবি । ডাহা ফেল তারকাখোচিত মুম্বইয়ের টপ-অর্ডার ব্যাটিং । 98 রানে 5 উইকেট খুইয়ে পল্টনরা যখন চরম বিপর্যয়ে, তখন একা ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন তিলক বর্মা । 2020 অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী দলের ক্রিকেটারের ব্যাটে রোহিতদের ব্যর্থতা ঢেকে আরসিবিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা । বছর কুড়ির তিলকের 46 বলে 84 রানের ইনিংসে ছিল 9টি চার 4টি ছয় ।

আরও পড়ুন: নিজামের শহরে মরু-ঝড় ! চাহালের ঘূর্ণিতে বড় জয়ে অভিযান শুরু রাজস্থানের

নির্ধারিত 20 ওভারে 7 উকেটে 171 রান তোলে মুম্বই । জবাবে রোহিতের বোলারদের কোনওরকম সুযোগ না-দিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আরসিবির ওপেনিং জুটি । একটা সময় মনে হচ্ছিল 10 উইকেটেই বুঝি জয় ছিনিয়ে নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স। কিন্তু দলীয় 148 রানের মাথায় 73 রানে ফেরেন ডু'প্লেসি । মারেন 5টি চার, 6টি ছয় । পরপরই দীনেশ কার্তিক ফেরেন শূন্য রানে । কিন্তু তাতে আরসিবির জয় আটকানোর নয় । বিরাট ব্যাটে ভর করে ওপেনিং ম্যাচে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় ব্যাঙ্গালোর । প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে আসে 6টি চার এবং 5টি ছয় । ম্যাচের সেরা ডু'প্লেসি ।

Last Updated : Apr 3, 2023, 8:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.