ETV Bharat / sports

IPL 2023: চোটের কারণে আইপিএল-এর প্রথম থেকে রজত পাতিদারকে পাবে না আরসিবি - আরসিবি

গোড়ালিতে চোটের কারণ আইপিএল (IPL 2023)-এর প্রথমদিকে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের উইকেট-কিপার ব্যাটার রজত পাতিদার ৷ তিনি এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Mar 26, 2023, 10:22 AM IST

বেঙ্গালুরু, 26 মার্চ: আইপিএল-এর প্রথম থেকে উইকেট-কিপার ব্যাটার রজত পাতিদারকে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ তাঁর গোড়ালিতে চোট রয়েছে বলে জানিয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট (RCB Batter Rajat Patidar Likely to Miss First Half of IPL) ৷ রিহ্যাবের পর টুর্নামেন্টে দলের সঙ্গে যোগ দেবেন তিনি ৷ ক্রিকেট ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফোকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ৷ এই মুহূর্তে রজত পাতিদার বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর তাদের আইপিএল এর প্রথম ম্যাচ খেলবে 2 এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ ঘরের মাঠে তিনটে সিজন পর আইপিএল খেলতে নামছে আরসিবি ৷ সেখানে রজত পাতিদারের অনুপস্থিতি আরসিবি-কে সমস্যায় ফেলতে পারে ৷ জানা গিয়েছে, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর গোড়ালির চোটের জন্য এমআরআই করা হয় ৷ সেই রিপোর্ট পেয়ে এনসিএ-র চিকিৎসকরা তাঁকে 3 সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে ৷ ফলে টুর্নামেন্টের প্রথম 5-6 ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি ৷

উল্লেখ্য, আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগেই রজত পাতিদারের গোড়ালিতে চোট লাগে ৷ ফলে আইপিএল এ যোগ দিতে হলে, এনসিএ-র ছাড়পত্র পেতে হবে তাঁকে ৷ 3 সপ্তাহ রিহ্যাব চলার পর চোটের জায়গায় ফের এমআরআই করা হবে ৷ সেই রিপোর্টের উপর নির্ভর করছে রজত পাতিদার কবে আইপিএল খেলতে আরসিবি শিবিরে যোগ দিতে পারবেন ৷ রজত পাতিদারের অনুপস্থিতির কারণে আরসিবি-কে তাদের ব্যাটিং কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা করতে হবে ৷

আরও পড়ুন: আরসিবি শিবিরে যোগ দিলেন ম্যাক্সওয়েল, তবে পুরোপুরি ফিট নন অজি ক্রিকেটার

উল্লেখ্য, গত আইপিএল-এ এলিমিনেটরে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে 54 বলে 112 নট আউট ইনিংস খেলেন রজত পাতিদার ৷ সেই ম্যাচে মাত্র 49 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ যা আইপিএল-এর গত 15 সিজনের ইতিহাসে কোনও ভারতীয় ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি ৷ তবে, আরসিবি শিবিরে রজত পাতিদারের যোগদান ছিল কিছুটা পড়ে পাওয়া চোদ্দোআনার মতো ৷ 2022 আইপিএল এর মেগা অকশনে তাঁকে কেউ নেয়নি ৷ আরসিবি-র উইকেট-কিপার ব্যাটার লভনিত সিসোদিয়া চোট পাওয়ায়, তাঁর পরিবর্ত হিসেবে আরসিবি রজত পাতিদারকে দলে নিয়েছিল ৷

বেঙ্গালুরু, 26 মার্চ: আইপিএল-এর প্রথম থেকে উইকেট-কিপার ব্যাটার রজত পাতিদারকে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ তাঁর গোড়ালিতে চোট রয়েছে বলে জানিয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট (RCB Batter Rajat Patidar Likely to Miss First Half of IPL) ৷ রিহ্যাবের পর টুর্নামেন্টে দলের সঙ্গে যোগ দেবেন তিনি ৷ ক্রিকেট ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফোকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ৷ এই মুহূর্তে রজত পাতিদার বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর তাদের আইপিএল এর প্রথম ম্যাচ খেলবে 2 এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ ঘরের মাঠে তিনটে সিজন পর আইপিএল খেলতে নামছে আরসিবি ৷ সেখানে রজত পাতিদারের অনুপস্থিতি আরসিবি-কে সমস্যায় ফেলতে পারে ৷ জানা গিয়েছে, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর গোড়ালির চোটের জন্য এমআরআই করা হয় ৷ সেই রিপোর্ট পেয়ে এনসিএ-র চিকিৎসকরা তাঁকে 3 সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে ৷ ফলে টুর্নামেন্টের প্রথম 5-6 ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি ৷

উল্লেখ্য, আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগেই রজত পাতিদারের গোড়ালিতে চোট লাগে ৷ ফলে আইপিএল এ যোগ দিতে হলে, এনসিএ-র ছাড়পত্র পেতে হবে তাঁকে ৷ 3 সপ্তাহ রিহ্যাব চলার পর চোটের জায়গায় ফের এমআরআই করা হবে ৷ সেই রিপোর্টের উপর নির্ভর করছে রজত পাতিদার কবে আইপিএল খেলতে আরসিবি শিবিরে যোগ দিতে পারবেন ৷ রজত পাতিদারের অনুপস্থিতির কারণে আরসিবি-কে তাদের ব্যাটিং কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা করতে হবে ৷

আরও পড়ুন: আরসিবি শিবিরে যোগ দিলেন ম্যাক্সওয়েল, তবে পুরোপুরি ফিট নন অজি ক্রিকেটার

উল্লেখ্য, গত আইপিএল-এ এলিমিনেটরে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে 54 বলে 112 নট আউট ইনিংস খেলেন রজত পাতিদার ৷ সেই ম্যাচে মাত্র 49 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ যা আইপিএল-এর গত 15 সিজনের ইতিহাসে কোনও ভারতীয় ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি ৷ তবে, আরসিবি শিবিরে রজত পাতিদারের যোগদান ছিল কিছুটা পড়ে পাওয়া চোদ্দোআনার মতো ৷ 2022 আইপিএল এর মেগা অকশনে তাঁকে কেউ নেয়নি ৷ আরসিবি-র উইকেট-কিপার ব্যাটার লভনিত সিসোদিয়া চোট পাওয়ায়, তাঁর পরিবর্ত হিসেবে আরসিবি রজত পাতিদারকে দলে নিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.