দুবাই, 27 সেপ্টেম্বর : মরু শহরে প্রথম দু'টি ম্যাচ হেরে সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এখনও পর্যন্ত 9 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল ৷ ফলে লিগ তালিকায় 'লাস্ট বয়' হিসেবে ছ'নম্বরে থাকা রয়্যালসের বিরুদ্ধে লড়াইয়ে নামছে সানরাইজার্স ৷ প্রথম 9টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের দল ৷ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালস অধিনায়কের ৷ তবে রয়্যালস সমর্থকদের জন্য খারাপ খবর চোটের কারণে নেই প্রথম ম্যাচের নায়ক কার্তিক ত্যাগী ৷
লিগের শেষ পাঁচটি ম্যাচ জিতলেও প্লে-অফে উঠার সম্ভাবনা নেই হায়দরাবাদের ৷ এই অবস্থায় লিগ তালিকায় উপরের দিকে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে উইলিয়ামসন অ্যান্ড কোং ৷ এদিন দলে এক ঝাঁক পরিবর্তন করেছে রাজস্থান ৷ চোটের জন্য হায়দরাবাদের বিরুদ্ধে নেই ত্যাগী ৷ প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর বোলিংয়ে জিতেছিলেন রয়্যালস ৷ এছাড়াও দলে নেই দুই প্রোটিয়া ক্রিকেটার তাবরেজ সামসি ও ডেভিড মিলার ৷ এই তিন জনের পরিবর্তে দলে এসেছেন ক্রিস মরিস, জয়দেব উনাদকট ও এভিন লুইস ৷ দলে চার-চারটি পরিবর্তন করেছে প্রথম দু'ম্যাচ হারা সানরাইজার্স হায়দরাবাদও ৷ দলে নেই ডেভিড ওয়ার্নার, মণীশ পান্ডে, কেদার যাদব ও খলিল আহমেদ ৷ এঁদের পরিবর্তে দলে এসেছেন জেসন রয়, অভিষেক শর্মা, প্রিয়াম গর্গ ও সিদ্ধার্থ কউল ৷
আরও পড়ুন : ঝুলনের মতই ইয়র্ক দিতে চান অজি পেসার
রাজস্থান রয়্যালস একাদশ : এভিন লুইস, জস্বশী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকট ও মুস্তাফিজুর রহমান ৷
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, প্রিয়াম গর্গ, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল ও সন্দীপ শর্মা ৷