গুয়াহাটি, 5 এপ্রিল: অসমের মাটিতে আইপিএলে প্রথম ম্যাচ ৷ ঝোড়ো ইনিংসে বর্ষাপাড়া স্টেডিয়ামের দর্শকদের মাতালেন কিংস ওপেনাররা ৷ ডাগ-আউটে ফেরার আগে দুরন্ত হাফ-সেঞ্চুরি এল প্রভসিমরণ সিংয়ের ব্যাট থেকে ৷ মাত্র 34 বলে 60 রানের ইনিংস খেলেন পঞ্জাব ওপেনার ৷ জেসন হোল্ডারের বলে উইকেটের পিছনে আউট হওয়ার আগে তিনটি ছক্কা ও সাতটি বাউন্ডারি হাঁকান তিনি ৷ প্রভসিমরণকে সঙ্গ দেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ৷ দুই ওপেনারের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসের 198 রানের লক্ষ্যমাত্রা রাখে কিংস ৷
15 ওভারেই দেড়শো রানের গণ্ডি টপকে যায় প্রীতি জিন্টার দল ৷ প্রভসিমরণের পর অর্ধশতরান পূর্ণ করেন ক্যাপ্টেন ধাওয়ান ৷ তাঁর হাফ-সেঞ্চুরি আসে 36 বলে একটি ছয় ও হাফ-ডজন বাউন্ডারিতে ৷ দ্বিতীয় উইকেটে ধাওয়ান ও শর্মা মাত্র 25 বলে হাফ-সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে পঞ্জাবকে বড় রানের পথে এগিয়ে দেন ৷ 15 ওভারেই দেড়শো রানের গণ্ডি টপকে যায় কিংস ৷
-
FIFTY!
— IndianPremierLeague (@IPL) April 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
An excellent half-century by the @PunjabKingsIPL Skipper off 36 deliveries.
Live - https://t.co/VX8gnYK5fh #TATAIPL #RRvPBKS #IPL2023 pic.twitter.com/txeqgBvaL6
">FIFTY!
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
An excellent half-century by the @PunjabKingsIPL Skipper off 36 deliveries.
Live - https://t.co/VX8gnYK5fh #TATAIPL #RRvPBKS #IPL2023 pic.twitter.com/txeqgBvaL6FIFTY!
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
An excellent half-century by the @PunjabKingsIPL Skipper off 36 deliveries.
Live - https://t.co/VX8gnYK5fh #TATAIPL #RRvPBKS #IPL2023 pic.twitter.com/txeqgBvaL6
শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে চার উইকেট 197 রান তোলে পঞ্জাব কিংস ৷ 86 রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যাপ্টেন ধাওয়ান ৷ 56 বলের ইনিংসে তিনটি ছক্কা ও 9টি বাউন্ডারি মারেন কিংস ক্যাপ্টেন ৷ 16 বলে 27 রানের ঝোড়ো ইনিংস খেলে জিতেশ শর্মা ৷ এছাড়া 10 বলে 11 রান করেন শাহরুখ খান ৷ রাজস্থান রয়্যালসের সেরা বোলিং রবিচন্দ্রন অশ্বিন ও জেসন হোল্ডারের ৷ অশ্বিন চার ওভারে 25 রান দিয়ে একটি এবং হোল্ডার 4 ওভারে 29 রান খরচ করে 2টি উইকেট নেন ৷
উত্তর-পূর্ব ভারতে ক্রিকেটের প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রাজস্থান রয়্যালস । সেই লক্ষ্যেই সেকেন্ড হোম গুয়াহাটিতে চলতি আইপিএলে দু'টি ম্যাচ খেলবে রয়্যালসরা । বুধ সন্ধ্যায় গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল বোধন । পঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে বোলিংর সিদ্ধান্ত নেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ৷
ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই দল । প্রথম ম্যাচে ডেরায় ঢুকে বিরাট রানের ব্যবধানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে রয়্যালসরা । গোটা ম্যাচেই ব্যাট কিংবা বলে আধিপত্য ছিল পিঙ্ক আর্মিরই । অন্যদিকে ডাকওয়ার্থ-লুইস মেথডে মাত্র 7 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পঞ্জাব । ব্যাট হাতে ভয়ংকর হয়ে উঠেছিলেন ভাবুকা রাজাপক্ষ, শিখর ধাওয়ান । বল হাতে জ্বলে উঠেছিলেন আর্শদ্বীপ সিং ।
আরও পড়ুন: শ্রেয়সের পরিবর্ত খুঁজে নিল কেকেআর, নাইট শিবিরে যোগ দিচ্ছেন ইংল্যান্ড ওপেনার