মুম্বই, 30 এপ্রিল: ইন্ডিয়ান প্রিমিয়র লিগের 1000তম ম্যাচ । পল্টনদের ডেরায় ঢুকে দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচ স্মরণীয় করে রাখলেন যশস্বী জয়সওয়াল । 21 বছরের তরুণ ব্যাটার সেঞ্চুরি পূরণ করলেন মাত্র 53 বলে । মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়েই নির্ধারিত 20 ওভারে 212 রান তুলল রাজস্থান রয়্যালস । জয়সওয়ালের 'যশস্বী' ব্যাট থামল 124 রানে ।
উত্তরপ্রদেশে জন্ম হলেও ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলেন যশস্বী । ফলে ওয়াংখেড়ের বাইশ গজ বাঁ-হাতের তালুর মতোই চেনা । তারই প্রতিফলন দেখা গেল এদিনের ম্যাচে । গত ম্যাচে ভালো শুরু করেও থামতে হয়েছিল 77 রানে । এদিন আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা যশস্বী উইকেট ওপেন করে ক্রসব্যাটে ছয় হাঁকালেন জোফ্রা আর্চারকে ।
আরও পড়ুন: চিপকে সিকন্দরই রাজা, লাস্ট বল থ্রিলারে চেন্নাই 'বধ' পঞ্জাবের
টস জিতে এদিন ব্যাট করতে নেমেছিল রাজস্থান রয়্যালস । যশস্বীর সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট করছিলেন জস বাটলার । ইন্দো-ব্রিটিশ যুগলবন্দিতে পাওয়ার প্লে'তে দুরন্ত শুরু করেছিল গোলাপি ব্রিগেড । দলের 72 রানের মাথায় ডাগ-আউটে ফেরেন বাটলার । ব্রিটিশ ব্যাটারের সংগ্রহ 19 বলে 18 । বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি অধিনায়ক সঞ্জু স্যামসনও । মাত্র 14 রানেই ফেরেন তিনি । ব্যর্থ দেবদূত পাড্ডিকল (4 বলে 2), জেসন হোল্ডার (9 বলে 11), শিমরন হেটমায়ার (9 বলে 8), ধ্রুভ জুরেলরাও (3 বলে 2) ।
-
Played all his cricket in Mumbai. And gets his first IPL ton in Mumbai. A full circle for Yashasvi Jaiswal! 💯 pic.twitter.com/Ih20R1JXur
— Rajasthan Royals (@rajasthanroyals) April 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Played all his cricket in Mumbai. And gets his first IPL ton in Mumbai. A full circle for Yashasvi Jaiswal! 💯 pic.twitter.com/Ih20R1JXur
— Rajasthan Royals (@rajasthanroyals) April 30, 2023Played all his cricket in Mumbai. And gets his first IPL ton in Mumbai. A full circle for Yashasvi Jaiswal! 💯 pic.twitter.com/Ih20R1JXur
— Rajasthan Royals (@rajasthanroyals) April 30, 2023
মিডল অর্ডারের তথৈবচ দশা একাই ঢেকে দিলেন যশস্বী । হ্যারি ব্রুক, ভেঙ্কটেশ আইয়ারের পর চলতি আইপিএলে সেঞ্চুরির মালিক হলেন তিনি । এদিন যশস্বীর ইনিংস সাজানো 8টি ছয় ও 16টি চারে । একই সঙ্গে সেঞ্চুরির দৌলতে কমলা টুপির দৌড়ে সবার আগে এসে পড়েছেন তরুণ ব্যাটার । 9 ইনিংসে 428 রান করে তিনিই শীর্ষে রয়েছেন । যশস্বীর ঠিক পেছনেই রয়েছেন ফাফ ডু'প্লেসি । একটি ম্যাচ কম খেলে প্রোটিয়া ব্যাটারের সংগ্রহ 422 রান ।