ETV Bharat / sports

IPL 2023: শেষ লগ্নে পুরানের ব্যাটে 153 রান তুলল লখনউ - রাজস্থান রয়্যালস

পিঙ্ক সিটিতে বেজে গেল ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা । ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং নিল রাজস্থান ।

IPL 2023
IPL 2023
author img

By

Published : Apr 19, 2023, 7:09 PM IST

Updated : Apr 19, 2023, 9:54 PM IST

জয়পুর, 19 এপ্রিল: সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে নামছে রয়্যালসরা । ঘরের মাঠে টস জিতল রাজস্থান। মান সিং স্টেডিয়ামের বোলিং সহায়ক উইকেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। নির্ধারিত 20 ওভারে 154 রান তুলল লখনউ ।

ব্যাট করতে নেমে ধীরে চলো নীতি নিয়েছেন কেএল রাহুল, কেইল মায়ার্স । প্রথম ওভার মেডেন হওয়ার পর হাত খোলার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি । ফলে অ্যাওয়ে ম্যাচে পাওয়ার প্লে'র সুবিধা নিতে পারল না লখনউ সুপার জায়ান্টস । 6 ওভার শেষে রাহুলদের স্কোরবোর্ডে উঠেছিল 36 রান । সেখান থেকে যদিও ঘুরে দাঁড়াল লখনউ । 32 বলে 39 রান করে ক্রিজ ছেড়েছেন কেএল রাহুল । অধিনায়কের এদিনের ইনিংস সাজানো 4টি চার ও 1টি ছয়ে ।

অন্যদিকে স্বপ্রতিভ আরেক ওপেনার কেইল মায়ার্স । প্রতি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটার । সোয়াই মান সিং স্টেডিয়ামে শুরুটা ভালো না হলেও তাঁর ব্যাটে ভর করেই বড় রানের লক্ষ্যে এগোচ্ছে সুপার জায়ান্টস । পিঞ্চ হিটারকে সঙ্গ দিচ্ছেন আয়ুষ বাদোনি ।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে প্রথম সংস্করণের চ্যাম্পিয়নরা । 5টি ম্যাচ খেলে 4টিতেই জিতেছে 'স্যামসন অ্যান্ড কোং' । দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের কাছে শেষ ওভারে হারতে হলেও বাকি ম্যাচগুলিতে আধিপত্য নিয়েই জয় পকেটে পুরেছে মরুশহর । ব্যাট হাতে ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়াররা । বল হাতে ভরসা জোগাচ্ছেন যুজবেন্দ্র চহাল, ট্রেন্ট বোল্ট । ফলে ঘরের মাঠেও সেই ফর্মই ধরে রাখতে চাইবে তারা ।

অন্যদিকে ভালো-মন্দ মিলিয়ে অভিযান শুরু করেছে লখনউ । 5টি ম্যাচে 3টি জিতেছে তারা, হারতে হয়েছে 2টি ম্যাচে। যদিও কেএল রাহুলদের শিবিরে স্বস্তির খবর, ফর্মে রয়েছেন দলের ব্যাটাররা ।

আরও পড়ুন: আইপিএল-এ সিরাজকে গড়াপেটার প্রস্তাব, অভিযোগ দুর্নীতি দমন শাখায়

জয়পুর, 19 এপ্রিল: সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে নামছে রয়্যালসরা । ঘরের মাঠে টস জিতল রাজস্থান। মান সিং স্টেডিয়ামের বোলিং সহায়ক উইকেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। নির্ধারিত 20 ওভারে 154 রান তুলল লখনউ ।

ব্যাট করতে নেমে ধীরে চলো নীতি নিয়েছেন কেএল রাহুল, কেইল মায়ার্স । প্রথম ওভার মেডেন হওয়ার পর হাত খোলার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি । ফলে অ্যাওয়ে ম্যাচে পাওয়ার প্লে'র সুবিধা নিতে পারল না লখনউ সুপার জায়ান্টস । 6 ওভার শেষে রাহুলদের স্কোরবোর্ডে উঠেছিল 36 রান । সেখান থেকে যদিও ঘুরে দাঁড়াল লখনউ । 32 বলে 39 রান করে ক্রিজ ছেড়েছেন কেএল রাহুল । অধিনায়কের এদিনের ইনিংস সাজানো 4টি চার ও 1টি ছয়ে ।

অন্যদিকে স্বপ্রতিভ আরেক ওপেনার কেইল মায়ার্স । প্রতি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটার । সোয়াই মান সিং স্টেডিয়ামে শুরুটা ভালো না হলেও তাঁর ব্যাটে ভর করেই বড় রানের লক্ষ্যে এগোচ্ছে সুপার জায়ান্টস । পিঞ্চ হিটারকে সঙ্গ দিচ্ছেন আয়ুষ বাদোনি ।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে প্রথম সংস্করণের চ্যাম্পিয়নরা । 5টি ম্যাচ খেলে 4টিতেই জিতেছে 'স্যামসন অ্যান্ড কোং' । দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের কাছে শেষ ওভারে হারতে হলেও বাকি ম্যাচগুলিতে আধিপত্য নিয়েই জয় পকেটে পুরেছে মরুশহর । ব্যাট হাতে ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়াররা । বল হাতে ভরসা জোগাচ্ছেন যুজবেন্দ্র চহাল, ট্রেন্ট বোল্ট । ফলে ঘরের মাঠেও সেই ফর্মই ধরে রাখতে চাইবে তারা ।

অন্যদিকে ভালো-মন্দ মিলিয়ে অভিযান শুরু করেছে লখনউ । 5টি ম্যাচে 3টি জিতেছে তারা, হারতে হয়েছে 2টি ম্যাচে। যদিও কেএল রাহুলদের শিবিরে স্বস্তির খবর, ফর্মে রয়েছেন দলের ব্যাটাররা ।

আরও পড়ুন: আইপিএল-এ সিরাজকে গড়াপেটার প্রস্তাব, অভিযোগ দুর্নীতি দমন শাখায়

Last Updated : Apr 19, 2023, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.