ETV Bharat / sports

RR vs SRH : সঞ্জুর লড়াইয়ে হায়দরাবাদকে বড় রানের টার্গেট দিল রাজস্থান - Sunrisers Hyderabad

প্রথম 9টি ম্যাচের মধ্যে চারটি জিতেছে সঞ্জু স্যামসনের দল ৷ সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 'লাস্ট বয়' সানরাইজার্স হায়দরাবাদের চ্যালেঞ্জ ছুড়ে দিল রাজস্থান রয়্যালস ৷ প্রথমে ব্যাটিং করে রয়্যালসদের একা টেনে নিয়ে যান অধিনায়ক সঞ্জু ৷

Sanju Samson
সঞ্জুর লড়াইয়ে হায়দরাবাদকে বড় রানের টার্গেট দিল রাজস্থান
author img

By

Published : Sep 27, 2021, 9:21 PM IST

Updated : Sep 27, 2021, 10:03 PM IST

দুবাই, 27 সেপ্টেম্বর : প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে মরু শহরে যাত্রা শুরু করেছিল রাজস্থান রয়্যালস ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় সঞ্জু স্যামসনরা ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 155 রান তাড়া করে 33 রানে হারে রয়্যালসবাহিনী ৷ সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ ব্যাট করলেন রয়্যালস অধিনায়ক সঞ্জু ৷ তাঁর দুরন্ত ব্যাটিংয়ে হায়দরাবাদের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান ৷

টস জিতে এদিন প্রথমে ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের ৷ দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ এভিন লুইস ৷ মাত্র 6 রান করে ডাগ-আউটে ফিরে যান তিনি ৷ অধিনায়ক সঞ্জু দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে ধামাকাদার শুরু করেন ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন বাঁ-হাতি তরুণ ওপেনার জস্বশী জসওয়াল ৷ দু‘জনে পাওয়ার প্লে-তে 49 রান তোলেন ৷ দ্বিতীয় উইকেটে দু'জনে 43 বলে 50 রান যোগ করেন ৷ সঞ্জুর পাশাপাশি আক্রমণাত্ম ব্যাটিং করেন জস্বশীও ৷ কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিতে হয় তাঁকে ৷ নবম ওভারে সন্দীপ শর্মাকে ইন-আউট শটে ছক্কা হাঁকানোর পর উইকেট ছেড়ে মারতে গিয়ে বোল্ড হন ৷

আরও পড়ুন : চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

জস্বশী ফিরে গেলেও দলকে একা টানেন ক্যাপ্টেন সঞ্জু ৷ 13.4 ওভারে দলকে একশো রানে পৌঁছে দেন ৷ সেই সঙ্গে 41 বলে নিজেও হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রয়্যালস অধিনায়ক ৷ লিয়াম লিভিংস্টোন মাত্র 4 রানে ফিরলেও মাহিপাল লোমরোরের সঙ্গে জুটিতে 50 রান যোগ করে দলকে দেড়শো রানে গণ্ডি পার করেন ৷ শেষ পর্যন্ত 82 রানে সিদ্ধার্থ কউলের বলে ডাগ-আউটে ফেরেন স্যামসন ৷ 57 বলের ইনিংসে সাতটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান রয়্যালস অধিনায়ক ৷ আর 29 রানে অপরাজিত থাকেন মহিপাল ৷ শেষ পর্যন্ত পাঁচ উইকেটে 164 রান তোলে রাজস্থান রয়্যালস ৷

দুবাই, 27 সেপ্টেম্বর : প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে মরু শহরে যাত্রা শুরু করেছিল রাজস্থান রয়্যালস ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় সঞ্জু স্যামসনরা ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 155 রান তাড়া করে 33 রানে হারে রয়্যালসবাহিনী ৷ সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ ব্যাট করলেন রয়্যালস অধিনায়ক সঞ্জু ৷ তাঁর দুরন্ত ব্যাটিংয়ে হায়দরাবাদের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান ৷

টস জিতে এদিন প্রথমে ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের ৷ দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ এভিন লুইস ৷ মাত্র 6 রান করে ডাগ-আউটে ফিরে যান তিনি ৷ অধিনায়ক সঞ্জু দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে ধামাকাদার শুরু করেন ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন বাঁ-হাতি তরুণ ওপেনার জস্বশী জসওয়াল ৷ দু‘জনে পাওয়ার প্লে-তে 49 রান তোলেন ৷ দ্বিতীয় উইকেটে দু'জনে 43 বলে 50 রান যোগ করেন ৷ সঞ্জুর পাশাপাশি আক্রমণাত্ম ব্যাটিং করেন জস্বশীও ৷ কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিতে হয় তাঁকে ৷ নবম ওভারে সন্দীপ শর্মাকে ইন-আউট শটে ছক্কা হাঁকানোর পর উইকেট ছেড়ে মারতে গিয়ে বোল্ড হন ৷

আরও পড়ুন : চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

জস্বশী ফিরে গেলেও দলকে একা টানেন ক্যাপ্টেন সঞ্জু ৷ 13.4 ওভারে দলকে একশো রানে পৌঁছে দেন ৷ সেই সঙ্গে 41 বলে নিজেও হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রয়্যালস অধিনায়ক ৷ লিয়াম লিভিংস্টোন মাত্র 4 রানে ফিরলেও মাহিপাল লোমরোরের সঙ্গে জুটিতে 50 রান যোগ করে দলকে দেড়শো রানে গণ্ডি পার করেন ৷ শেষ পর্যন্ত 82 রানে সিদ্ধার্থ কউলের বলে ডাগ-আউটে ফেরেন স্যামসন ৷ 57 বলের ইনিংসে সাতটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান রয়্যালস অধিনায়ক ৷ আর 29 রানে অপরাজিত থাকেন মহিপাল ৷ শেষ পর্যন্ত পাঁচ উইকেটে 164 রান তোলে রাজস্থান রয়্যালস ৷

Last Updated : Sep 27, 2021, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.