ETV Bharat / sports

MI vs LSG in IPL 2022 : রাহুলের দুরন্ত শতরানে লজ্জার নজির রোহিতদের

author img

By

Published : Apr 25, 2022, 8:01 AM IST

আইপিএল’র (IPL 2022) শুরু থেকে পরপর 8 ম্যাচ হারা দল হিসেবে রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Becomes First Team in IPL History to Start Season With 8 Losses) ৷ সেই সঙ্গে শেষ চারের লড়াই থেকে ছিটকে গেলেন রোহিত শর্মারা ৷

MI vs LSG
টানা আট ম্যাচ হারের নজির মুম্বইয়ের

মুম্বই, 25 এপ্রিল : চলতি আইপিএলে টানা আট ম্যাচে হারের মুখ দেখল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (LSG beats MI) ৷ প্রথম আট ম্যাচের আটটিতেই হার, লজ্জার হারের নয়া নজির গড়ল নীতা আম্বানির দল ৷ রবিবার পল্টনদের ঘরের মাঠে মুম্বইয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন কান্নুর লোকেশ রাহুল ৷ মাত্র 61 বলে চলতি আইপিএলে দ্বিতীয় শতরান পূর্ণ করেন দক্ষিণী ব্যাটার ৷ তাড়া করতে নেমে লক্ষ্যমাত্রার 37 রান আগেই থেমে গেল মুম্বইয়ের ইনিংস ।

সচিনের জন্মদিনে হারের লজ্জা মুছতে বদ্ধপরিকর ছিল মুম্বই । রোহিতের শুরু দেখে মনে হয়েছিল মরশুমের প্রথম জয় তুলে নেবে পল্টনরা । শেষ পর্যন্ত নবাগতদের কাছে হেরে নয়া রেকর্ড গড়ল পাঁচবারের চ্য়াম্পিয়নরা । এখনও পর্যন্ত টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ 15 কোটির ইশান কিষাণ । এদিনও 20 বলে মাত্র 8 রান করে ক্রিজ ছাড়লেন ধোনির রাজ্যের স্টাম্পার-ব্যাটার । দু'অঙ্কের রান করতে পারেননি ডোয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদবও । খানিক ফর্মে ফেরা রোহিত করলেন 31 বলে 39 রান । অধিনায়ক ডাগ আউটে ফিরতেই মুম্বইয়ের প্রথম জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় ।

Leading from the front, Captain @klrahul11 is adjudged the Player of the Match for his outstanding knock of 103*#TATAIPL #LSGvMI pic.twitter.com/gmDFYXl0bb

— IndianPremierLeague (@IPL) April 24, 2022

পাঁচ নম্বরে নেমে খানিক চেষ্টা চালিয়েছিলেন তিলক বর্মা । হারের মধ্যেও নীতা অম্বানির দলের নয়া আবিষ্কার হায়দরাবাদি ব্যাটার । এদিনও 27 বলে 38 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন 19 বছর বয়সি ব্যাটার । যদিও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না । নিজের ফেলে আসা ফর্মের ধারেকাছে নেই কায়রন পোলার্ড । গুরুত্বপূর্ণ সময়ে নেমে পলি করলেন 20 বলে 19 রান । ফলে বোলিং-ব্যাটিং, দুই বিভাগেই ব্য়র্থতার খেসারত দিলেন রোহিতরা ।

আরও পড়ুন : সচিনের জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্সের ডেরায় ধ্রুপদী শতরান রাহুলের

এদিন বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও নবাগতদের একা কুম্ভ হয়েছিলেন রাহুল । অধিনায়কের করা 103 রানের পর দলের হয়ে সর্বোচ্চ অবদান মনীশ পাণ্ডের, 22 রান । আইপিএলে মুম্বইকে প্রতিপক্ষ হিসেবে দেখলেই চওড়া হয় রাহুলের ব্যাট ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে রাহুলের চারটি শতরানের মধ্যে তিনটিই এল পল্টনদের বিরুদ্ধে ৷ 2018 সাল থেকেই প্রতি আইপিএলেই ধারাবাহিকভাবে রান করে চলেছেন রাহুল । 2019 সালে 593 ছাড়া প্রতিবছরই 600 রানের গণ্ডি টপকেছেন এই দক্ষিণী ব্যাটার । এবারও 8 ইনিংসে ইতিমধ্যেই 368 রান করে কমলা টুপির দৌড়ে ঢুকে পড়েছেন তিনি ।

মুম্বই, 25 এপ্রিল : চলতি আইপিএলে টানা আট ম্যাচে হারের মুখ দেখল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (LSG beats MI) ৷ প্রথম আট ম্যাচের আটটিতেই হার, লজ্জার হারের নয়া নজির গড়ল নীতা আম্বানির দল ৷ রবিবার পল্টনদের ঘরের মাঠে মুম্বইয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন কান্নুর লোকেশ রাহুল ৷ মাত্র 61 বলে চলতি আইপিএলে দ্বিতীয় শতরান পূর্ণ করেন দক্ষিণী ব্যাটার ৷ তাড়া করতে নেমে লক্ষ্যমাত্রার 37 রান আগেই থেমে গেল মুম্বইয়ের ইনিংস ।

সচিনের জন্মদিনে হারের লজ্জা মুছতে বদ্ধপরিকর ছিল মুম্বই । রোহিতের শুরু দেখে মনে হয়েছিল মরশুমের প্রথম জয় তুলে নেবে পল্টনরা । শেষ পর্যন্ত নবাগতদের কাছে হেরে নয়া রেকর্ড গড়ল পাঁচবারের চ্য়াম্পিয়নরা । এখনও পর্যন্ত টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ 15 কোটির ইশান কিষাণ । এদিনও 20 বলে মাত্র 8 রান করে ক্রিজ ছাড়লেন ধোনির রাজ্যের স্টাম্পার-ব্যাটার । দু'অঙ্কের রান করতে পারেননি ডোয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদবও । খানিক ফর্মে ফেরা রোহিত করলেন 31 বলে 39 রান । অধিনায়ক ডাগ আউটে ফিরতেই মুম্বইয়ের প্রথম জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় ।

পাঁচ নম্বরে নেমে খানিক চেষ্টা চালিয়েছিলেন তিলক বর্মা । হারের মধ্যেও নীতা অম্বানির দলের নয়া আবিষ্কার হায়দরাবাদি ব্যাটার । এদিনও 27 বলে 38 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন 19 বছর বয়সি ব্যাটার । যদিও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না । নিজের ফেলে আসা ফর্মের ধারেকাছে নেই কায়রন পোলার্ড । গুরুত্বপূর্ণ সময়ে নেমে পলি করলেন 20 বলে 19 রান । ফলে বোলিং-ব্যাটিং, দুই বিভাগেই ব্য়র্থতার খেসারত দিলেন রোহিতরা ।

আরও পড়ুন : সচিনের জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্সের ডেরায় ধ্রুপদী শতরান রাহুলের

এদিন বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও নবাগতদের একা কুম্ভ হয়েছিলেন রাহুল । অধিনায়কের করা 103 রানের পর দলের হয়ে সর্বোচ্চ অবদান মনীশ পাণ্ডের, 22 রান । আইপিএলে মুম্বইকে প্রতিপক্ষ হিসেবে দেখলেই চওড়া হয় রাহুলের ব্যাট ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে রাহুলের চারটি শতরানের মধ্যে তিনটিই এল পল্টনদের বিরুদ্ধে ৷ 2018 সাল থেকেই প্রতি আইপিএলেই ধারাবাহিকভাবে রান করে চলেছেন রাহুল । 2019 সালে 593 ছাড়া প্রতিবছরই 600 রানের গণ্ডি টপকেছেন এই দক্ষিণী ব্যাটার । এবারও 8 ইনিংসে ইতিমধ্যেই 368 রান করে কমলা টুপির দৌড়ে ঢুকে পড়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.