মোহালি, 13 এপ্রিল: গত ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি শিখর ধাওয়ান ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শুরুটা ভালো হল না পঞ্জাব কিংস ৷ শেষ পর্যন্ত ম্যাথু শর্ট ও শাহরুখ খানের ঝোড়ো ইনিংসে গুজরাত টাইটান্সকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দেয় প্রীতি জিন্টার দল ৷
মোহালিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে মাত্র 28 রানেই দুই ওপেনারই ডাগ-আউটে ফিরে যান ৷ প্রভসিমরণ সিং খাতা না-খুলে ফেরেন ৷ আর ক্যাপ্টেন ধাওয়ানের অবদান 8 ৷ গত ম্যাচে 99 রানের ইনিংস খেলে দলের ব্যাটিং বিপর্যয় আটকে ছিলেন অধিনায়ক ৷ কিন্তু এদিন দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় প্রীতি জিন্টার দল ৷
তবে ম্যাথু শর্টের লড়াকু ইনিংসে ভর করে পাওয়ার প্লে-তে 2 উইকেট হারিয়ে 52 রান তোলে পঞ্জাব কিংস ৷ তবে শর্টও দলের ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷ ব্যক্তিগত 36 রানে রশিদ খানের বলে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ তবে আউট হওয়ার আগে 24 বলের ইনিংসে 6টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান শর্ট ৷ এর পর জিতেশ শর্মা 25, স্যাম কারেন 22 এবং শাহরুখ খানের 9 বলে 22 রানের ঝোড়ো ইনিংসে ভর করে 8 উইকেটে 153 রান তোলে পঞ্জাব কিংস ৷
কিংস ক্যাপ্টেন ধাওয়ান চলতি মরশুমে দারুণ ফর্মে রয়েছে ৷ প্রথম তিন ম্যাচেই বড় রান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ ঘরের মাঠে কেকেআর-এর বিরুদ্ধে 40 রানের পর গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত 86 রানের ইনিংস খেলেন ধাওয়ান ৷
আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে জোরদার অনুশীলন রিঙ্কু-রানাদের
পঞ্জাব কিংস একাদশ: প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান, ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা, স্যাম কারেন, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, ঋষি ধাওয়ান, আর্শদীপ সিং
গুজরাত জায়ান্টস একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ শামি, মোহিত শর্মা, জোশুয়া লিটল