ETV Bharat / sports

IPL 2023: ঘরের মাঠে 'সৌরভ' ছড়াতে ব্যর্থ দিল্লি, লজ্জার হারে আইপিএল থেকে বিদায় ক্যাপিটালসের - Punjab Kings

পঞ্জাব কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল দিল্লি ক্যাপিটালস ।

IPL 2023
আইপিএল থেকে বিদায় দাদার দিল্লির
author img

By

Published : May 14, 2023, 1:01 AM IST

Updated : May 14, 2023, 1:11 AM IST

নয়াদিল্লি, 14 মে: সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, মহম্মদ কাইফ, শেন ওয়াটসন । ডাগ-আউটে বসে একাধিক রথী-মহারথী । সবুজ গালিচায় ফুল ফোটাচ্ছেন ডেভিড ওয়ার্নার, এনরিখ নর্ৎজেরা । তবুও আইপিএলে অতলে দিল্লি ক্যাপিটালস । শনিবার আপাত নিরীহ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পান্টারের ছেলেরা ।

প্রথমে ব্যাট করে প্রভসিমরণ সিংয়ের দুরন্ত শতরানে ভর করে 167 রান তুলেছিল পঞ্জাব । ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের নিরিখে যা ছোঁয়া এখন কার্যত জলভাত হয়ে দাঁড়িয়েছে । সেই রানটাই তুলতে গিয়ে এদিন খাবি খেল ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ । নির্ধারিত 20 ওভারে 136 রানেই থেমে গেল দিল্লি ।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালোই করেছিল সৌরভের দল । পাওয়ার প্লে'তেই দুরন্ত ছন্দে ছিলেন দুই ওপেনার । ব্যক্তিগত 21 রানের মাথায় ফিল সল্ট ক্রিজ ছাড়তেই ছন্দপতন শুরু । পরপর ফেরেন মিচেল মার্শ , রিলি রসৌওরা । ডেভিড ওয়ার্নার একা কুম্ভ হয়ে খানিক চেষ্টা করলেও যোগ্য সঙ্গতের অভাবে দলকে টানতে পারলেন না । অজি ব্যাটারের এদিনের অবদান 27 বলে 54 রান । 10 বাউন্ডারিতে দুরন্ত ইনিংস গড়া ওয়ার্নারের ব্যাট জয়ের স্বপ্ন দেখালেও তা আটকে গেল মিডল অর্ডারের ব্যর্থতায় ।

আরও পড়ুন: প্লে-অফের আশা ক্ষীণ কেকেআরের, রাজস্থান 'ধাক্কা' সরিয়ে চেন্নাইয়ে পাড়ি নাইট শিবির

দু'অঙ্কের গণ্ডি টপকাতে পারলেন না মিচেল মার্শ, রিলি রসৌ, অক্ষর পটেল, মণীশ পান্ডে । চার ব্যাটারের মিলিত সংগ্রহ 9 রান । শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার 31 রান আগেই থেমে গেল সৌরভ-পান্টারের দল । টুর্নামেন্টের শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল ঋষভহীন ক্যাপিটালসকে । এই মুহূর্তে 12 ম্যাচে মাত্র 4 জয়ে পয়েন্ট তালিকার একদম শেষে রয়েছে তারা ।

আরও পড়ুন: আইপিএল-এ ‘সূর্যাস্ত’ হায়দরাবাদের, দর্শকদের বিশৃঙ্খল আচরণে বন্ধ থাকল ম্যাচ

নয়াদিল্লি, 14 মে: সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, মহম্মদ কাইফ, শেন ওয়াটসন । ডাগ-আউটে বসে একাধিক রথী-মহারথী । সবুজ গালিচায় ফুল ফোটাচ্ছেন ডেভিড ওয়ার্নার, এনরিখ নর্ৎজেরা । তবুও আইপিএলে অতলে দিল্লি ক্যাপিটালস । শনিবার আপাত নিরীহ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পান্টারের ছেলেরা ।

প্রথমে ব্যাট করে প্রভসিমরণ সিংয়ের দুরন্ত শতরানে ভর করে 167 রান তুলেছিল পঞ্জাব । ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের নিরিখে যা ছোঁয়া এখন কার্যত জলভাত হয়ে দাঁড়িয়েছে । সেই রানটাই তুলতে গিয়ে এদিন খাবি খেল ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ । নির্ধারিত 20 ওভারে 136 রানেই থেমে গেল দিল্লি ।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালোই করেছিল সৌরভের দল । পাওয়ার প্লে'তেই দুরন্ত ছন্দে ছিলেন দুই ওপেনার । ব্যক্তিগত 21 রানের মাথায় ফিল সল্ট ক্রিজ ছাড়তেই ছন্দপতন শুরু । পরপর ফেরেন মিচেল মার্শ , রিলি রসৌওরা । ডেভিড ওয়ার্নার একা কুম্ভ হয়ে খানিক চেষ্টা করলেও যোগ্য সঙ্গতের অভাবে দলকে টানতে পারলেন না । অজি ব্যাটারের এদিনের অবদান 27 বলে 54 রান । 10 বাউন্ডারিতে দুরন্ত ইনিংস গড়া ওয়ার্নারের ব্যাট জয়ের স্বপ্ন দেখালেও তা আটকে গেল মিডল অর্ডারের ব্যর্থতায় ।

আরও পড়ুন: প্লে-অফের আশা ক্ষীণ কেকেআরের, রাজস্থান 'ধাক্কা' সরিয়ে চেন্নাইয়ে পাড়ি নাইট শিবির

দু'অঙ্কের গণ্ডি টপকাতে পারলেন না মিচেল মার্শ, রিলি রসৌ, অক্ষর পটেল, মণীশ পান্ডে । চার ব্যাটারের মিলিত সংগ্রহ 9 রান । শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার 31 রান আগেই থেমে গেল সৌরভ-পান্টারের দল । টুর্নামেন্টের শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল ঋষভহীন ক্যাপিটালসকে । এই মুহূর্তে 12 ম্যাচে মাত্র 4 জয়ে পয়েন্ট তালিকার একদম শেষে রয়েছে তারা ।

আরও পড়ুন: আইপিএল-এ ‘সূর্যাস্ত’ হায়দরাবাদের, দর্শকদের বিশৃঙ্খল আচরণে বন্ধ থাকল ম্যাচ

Last Updated : May 14, 2023, 1:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.