ETV Bharat / sports

IPL 2023: জয়ের খোঁজে দিল্লিতে নাইটরা, ঘরের মাঠে অস্তিত্ব রক্ষার লড়াই সৌরভদের - জয়ের খোঁজে দিল্লিতে নাইটরা

16তম আইপিএলে আজ ঘরের মাঠে ম্যাচ দিল্লির । চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসই একমাত্র দল, যারা এখনও কোন ম্যাচই জিততে পারেনি। দুই মহানাগরীর লড়াইয়ে কে জেতে সেটাই এখন দেখার।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 20, 2023, 9:20 AM IST

কলকাতা, 20 এপ্রিল: ইডেন আর ওয়াংখেড়েতে হারের ধাক্কা সরিয়ে দিল্লিতে জয়ের খোঁজে নাইটরা। প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিট্যালস। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দিল্লি চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি। দলের বিপর্যস্ত অবস্থায় ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করার চেষ্টা করছেন সৌরভ। যা হয়েছে সব ভুলে দলকে প্রথম থেকে শুরু করতে বলেছেন। নকআউটে যাওয়া যাবে কিনা সেই চিন্তা না-করে ম্যাচ ধরে এগোনর কথা বলেছেন ' প্রিন্স অফ ক্যালকাটা'। মাঠে নিংড়ে দেওয়ার কথাও এসেছে তাঁর কথায়। ফলে দিল্লি যে মরিয়া হবে তা ধরে নেওয়া যায়।

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, যশ ধুলরা ঘুরে দাঁড়ানোর মরিয়া হলেও সমস্যা তাঁদের পিছু ছাড়ছে না। ব্যাঙ্গালোর থেকে বিমানে আসছিল দিল্লি ক্যাপিট্যালসের ক্রিকেটারদের ক্রিকেট সরঞ্জাম। কিন্তু দিল্লি বিমানবন্দরে তা খোয়া গিয়েছে। যশ ধুলের পাঁচটি ব্যাট খোয়া গিয়েছে। যার প্রতিটির মূল্য একলক্ষ টাকা। লাগাতার হারের পর চুরির ধাক্কা আদতে মাঠ এবং মাঠের বাইরে দিল্লির সমস্যা বাড়িয়েছে। এই অবস্থায় শক্তিশালী দাগআউট বিকল্পের সন্ধান দিতে পারতেন সৌরভ । কিন্তু সেই সুযোগ নেই। এই অবস্থায় অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের কাছে দিল্লি ক্যাপিট্যালসের অস্তিত্ব রক্ষার ম্যাচ। কমলেশ নাগরকোটি, মিচেল স্টার্ক, মুকেশ কুমার ও অভিষেক পোড়েলরা তাই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছেন।

অন্যদিকে, দিল্লির বিরুদ্ধে কলকাতার অভিজ্ঞতা অম্লমধুর। যদিও নাইট শিবির অতীত নয় বাস্তবের মাটিতে পরিস্থিতির মোকাবিলা করতে চায়। শেষ দু'টো ম্যাচে হারের পরে দিল্লি ম্যাচ কেকেআর-এর কাছে ওয়েক আপ কল। শেষ ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার সেঞ্চুরি করেছেন। যা গত পনেরো বছরে নাইটদের দ্বিতীয় সেঞ্চুরি। আত্মবিশ্বাসী বাঁ হাতি ব্যাটার সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি তাঁকে তৃপ্তি দিয়েছে। তবে সেই ভালোলাগা আরও বাড়ত যদি দল জিতত। ভবিষ্যতে দলের জয়ের জন্য আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করতে চান তিনি।

আরও পড়ুন: এবার মাঠের বাইরেও সমস্যায় দিল্লি ক্যাপিটালস, খোয়া গেল ওয়ার্নারদের লক্ষাধিক টাকার ব্যাট-প্যাড

ক্রিকেটটা বদলে গিয়েছে বলে উপলব্ধি তাঁর। কারণ যেকোনও স্কোর এখন ক্রিকেটে করা সম্ভব বলে মনে করেন। নিজে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামছেন। এই ব্যাপারে ভেঙ্কটেশ আইয়ার বলছেন, ইমপ্যাক্ট প্লেয়ার পরবর্তী সময়ে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দলে 6 জন বোলার থাকলে বাড়তি বোলারের প্রয়োজন নেই। যদিও চোট সারিয়ে নিজের ফিট হয়ে ওঠা এখন পুরানো খবর। কারণ এনসিএ এই ব্যাপারে কৃতিত্ব দাবি করতে পারে বলে মনে করেন। মুম্বইয়ের বিরুদ্ধে হারের পরে অধিনায়ক নীতিশ রানা বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

সমালোচকদের সমালোচনার বাইরে নেই আন্দ্রে রাসেলের ফর্ম। কারণ ক্যারিবিয়ান অলরাউন্ডারের ব্যাট প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে পারেনি। বল হাতে প্রভাব ফেলতে পারেননি। এই অবস্থায় লিটন দাস, জেসন রয়কে দিল্লি ম্যাচে দেখা যাবে কিনা তা বলতে পারবেন চন্দ্রকান্ত পণ্ডিত। কারণ হারের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ তাঁর দলের সামনে। অন্যদিকে, হারের ডবল হ্যাটট্রিকের সামনে দিল্লি। তাই বৃহস্পতিবার অরুন জেটলি স্টেডিয়ামে আইপিএল যুদ্ধ দুই দলের কাছেই ঘুরে দাড়ানোর ম্যাচ, অস্তিত্ব সম্মান রক্ষার লড়াই।

আরও পড়ুন: কেকেআর-এর দ্বিতীয় সেঞ্চুরিয়ন হওয়ার স্বপ্নের কথা 'বাজ'-কে জানিয়েছিলেন ভেঙ্কটেশ

কলকাতা, 20 এপ্রিল: ইডেন আর ওয়াংখেড়েতে হারের ধাক্কা সরিয়ে দিল্লিতে জয়ের খোঁজে নাইটরা। প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিট্যালস। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দিল্লি চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি। দলের বিপর্যস্ত অবস্থায় ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করার চেষ্টা করছেন সৌরভ। যা হয়েছে সব ভুলে দলকে প্রথম থেকে শুরু করতে বলেছেন। নকআউটে যাওয়া যাবে কিনা সেই চিন্তা না-করে ম্যাচ ধরে এগোনর কথা বলেছেন ' প্রিন্স অফ ক্যালকাটা'। মাঠে নিংড়ে দেওয়ার কথাও এসেছে তাঁর কথায়। ফলে দিল্লি যে মরিয়া হবে তা ধরে নেওয়া যায়।

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, যশ ধুলরা ঘুরে দাঁড়ানোর মরিয়া হলেও সমস্যা তাঁদের পিছু ছাড়ছে না। ব্যাঙ্গালোর থেকে বিমানে আসছিল দিল্লি ক্যাপিট্যালসের ক্রিকেটারদের ক্রিকেট সরঞ্জাম। কিন্তু দিল্লি বিমানবন্দরে তা খোয়া গিয়েছে। যশ ধুলের পাঁচটি ব্যাট খোয়া গিয়েছে। যার প্রতিটির মূল্য একলক্ষ টাকা। লাগাতার হারের পর চুরির ধাক্কা আদতে মাঠ এবং মাঠের বাইরে দিল্লির সমস্যা বাড়িয়েছে। এই অবস্থায় শক্তিশালী দাগআউট বিকল্পের সন্ধান দিতে পারতেন সৌরভ । কিন্তু সেই সুযোগ নেই। এই অবস্থায় অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের কাছে দিল্লি ক্যাপিট্যালসের অস্তিত্ব রক্ষার ম্যাচ। কমলেশ নাগরকোটি, মিচেল স্টার্ক, মুকেশ কুমার ও অভিষেক পোড়েলরা তাই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছেন।

অন্যদিকে, দিল্লির বিরুদ্ধে কলকাতার অভিজ্ঞতা অম্লমধুর। যদিও নাইট শিবির অতীত নয় বাস্তবের মাটিতে পরিস্থিতির মোকাবিলা করতে চায়। শেষ দু'টো ম্যাচে হারের পরে দিল্লি ম্যাচ কেকেআর-এর কাছে ওয়েক আপ কল। শেষ ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার সেঞ্চুরি করেছেন। যা গত পনেরো বছরে নাইটদের দ্বিতীয় সেঞ্চুরি। আত্মবিশ্বাসী বাঁ হাতি ব্যাটার সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি তাঁকে তৃপ্তি দিয়েছে। তবে সেই ভালোলাগা আরও বাড়ত যদি দল জিতত। ভবিষ্যতে দলের জয়ের জন্য আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করতে চান তিনি।

আরও পড়ুন: এবার মাঠের বাইরেও সমস্যায় দিল্লি ক্যাপিটালস, খোয়া গেল ওয়ার্নারদের লক্ষাধিক টাকার ব্যাট-প্যাড

ক্রিকেটটা বদলে গিয়েছে বলে উপলব্ধি তাঁর। কারণ যেকোনও স্কোর এখন ক্রিকেটে করা সম্ভব বলে মনে করেন। নিজে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামছেন। এই ব্যাপারে ভেঙ্কটেশ আইয়ার বলছেন, ইমপ্যাক্ট প্লেয়ার পরবর্তী সময়ে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দলে 6 জন বোলার থাকলে বাড়তি বোলারের প্রয়োজন নেই। যদিও চোট সারিয়ে নিজের ফিট হয়ে ওঠা এখন পুরানো খবর। কারণ এনসিএ এই ব্যাপারে কৃতিত্ব দাবি করতে পারে বলে মনে করেন। মুম্বইয়ের বিরুদ্ধে হারের পরে অধিনায়ক নীতিশ রানা বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

সমালোচকদের সমালোচনার বাইরে নেই আন্দ্রে রাসেলের ফর্ম। কারণ ক্যারিবিয়ান অলরাউন্ডারের ব্যাট প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে পারেনি। বল হাতে প্রভাব ফেলতে পারেননি। এই অবস্থায় লিটন দাস, জেসন রয়কে দিল্লি ম্যাচে দেখা যাবে কিনা তা বলতে পারবেন চন্দ্রকান্ত পণ্ডিত। কারণ হারের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ তাঁর দলের সামনে। অন্যদিকে, হারের ডবল হ্যাটট্রিকের সামনে দিল্লি। তাই বৃহস্পতিবার অরুন জেটলি স্টেডিয়ামে আইপিএল যুদ্ধ দুই দলের কাছেই ঘুরে দাড়ানোর ম্যাচ, অস্তিত্ব সম্মান রক্ষার লড়াই।

আরও পড়ুন: কেকেআর-এর দ্বিতীয় সেঞ্চুরিয়ন হওয়ার স্বপ্নের কথা 'বাজ'-কে জানিয়েছিলেন ভেঙ্কটেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.