দুবাই, 7 অক্টোবর : লিগের শেষ ম্যাচেও হার চেন্নাই সুপার কিংসের ৷ প্লে-অফে পৌঁছনোর পর হারের হ্যাটট্রিক ধোনিদের ৷ বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের কাছে 6 উইকেটে হারে ৷ সেই সঙ্গে প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল পঞ্জাব কিংস ৷ তবে এদিন দ্বিতীয় ম্যাচে শাহরুখ খানের দল জিতলেই প্রীতির দলের ক্ষীণ আশাও শেষ হয়ে যাবে ৷
টার্গেট বেশি ছিল না ৷ ফলে জিততে বেগ পেতে হয়নি পঞ্জাব কিংস-কে ৷ ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল ৷ ক্যাপ্টেনের অপরাজিত 98 রানের ইনিংসে হাসতে হাসতে জয় পায় প্রীতির দল ৷ রাহুলের 42 বলের ঝোড়ো ইনিংসে সাত ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব ৷ মাত্র চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা ৷ রাহুল ছাড়া অবশ্য কেউ বড় রান পাননি ৷
এদিন টস জিতে ধোনিদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পঞ্জাব কিংস অধিনায়ক ৷ চেন্নাইয়ের হয়ে যথারীতি ইনিংস শুরু করেন ফ্যাফ ডু'প্লেসিস ও রুতুরাজ গায়কোয়াড়। তবে চতুর্থ ওভারের পঞ্চম বলে রুতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে চেন্নাই শিবিরকে বড় ধাক্কা দেন অর্শদীপ ৷ রুতুরাজের ওপেনিং পার্টনার ফ্যাফের ব্যাটে ভর করে ভদ্রস্থ রান তোলে চেন্নাই ৷ 55 বলে দুটি ছয় ও আটটি বাউন্ডারির সাহায্যে 76 রানের ইনিংস খেলে আউট হন ফ্যাফ ৷ বাকিরা কেউ 20 রানের গণ্ডি ছুঁতে পারেননি ৷ সিএসকে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর রবীন্দ্র জাদেজার 15 রান ৷ এদিনও রান পাননি সিএসকে অধিনায়ক ৷
চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে ম্যাড়ম্যাড়ে মাহি ৷ মরু শহরে মাহির ব্যাটে রানের হাহাকার ৷ ছ‘টি ম্যাচের মধ্যে পাঁচটিতে ব্যাটিং করতে নেমেছিলেন সুপার কিংস ক্যাপ্টেন ৷ কিন্তু একবারও 20 রানের গণ্ডি ছুঁতে পারেননি ধোনি ৷ সর্বোচ্চ স্কোর 18 ৷ এদিন মাত্র 12 রান করে বোল্ড হন সিএসকে অধিনায়ক ৷ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের ছাড়পত্র জোগাড় করে সুপার কিংস ৷ কিন্তু এর ঠিক পরের দু‘টি ম্যাচেই হারে ধোনি অ্যান্ড কোং ৷ তৃতীয় তথা লিগের শেষ ম্যাচেও ব্যাটে ধার দেখা গেল না চেন্নাই ব্যাটারদের ৷
আরও পড়ুন : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের
গত মরশুমে মরু শহরে আইপিএলে লজ্জাজনক পারফরম্যান্স ছিল সুপার কিংসের ৷ লিগের সাত নম্বরে শেষ করেছিল ধোনির চেন্নাই ৷ এবার অবশ্য ঘরের মাঠে শুরু হওয়া আইপিএলের চতুর্দশ সংস্করণ দারুণ শুরু করে সিএসকে ৷ মরু শহরে দ্বিতীয় পর্বেও গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুরু করে ধোনিরা ৷ প্লে-অফে গেলেও লিগের শেষটা মোটেই ভাল হয়নি ৷ হারের হ্যাটট্রিক করে লিগ শেষ করল ধোনি অ্যান্ড কোং ৷