ETV Bharat / sports

IPL 2023: অধিনায়ক হিসেবে অভিষেক সুখের হল না নীতীশের, হেরে অভিযান শুরু নাইটদের - হেরে অভিযান শুরু নাইটদের

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহালিতে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 191 রান তোলে প্রীতি জিন্টার দল ৷ সেই রান তুলতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় নাইটরা ৷

Etv Bharat
হেরে অভিযান শুরু নাইটদের
author img

By

Published : Apr 1, 2023, 8:15 PM IST

মোহালি, 1 এপ্রিল: নাইটদের নয়া অধিনায়ক হিসেবে শুরুটা সুখের হল না নীতীশ রানার ৷ পঞ্জাব কিংসের কাছে হেরে 16তম আইপিএল অভিযান শুরু করল পার্পল ব্রিগেড ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে শিখর ধাওয়ানের দলের কাছে নাইটরা হারল 7 রানে ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহালিতে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 191 রান তোলে প্রীতি জিন্টার দল ৷ জবাবে 16 ওভারে 7 উইকেট হারিয়ে 146 রান তোলে কলকাতা নাইট রাইডার্স ৷

24 বলে দু'বারের চ্যাম্পিয়নদের যখন 46 রান দরকার, তখন বৃষ্টি নামে মোহালিতে ৷ কেকেআর তখন প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে 7 রানে ৷ ম্যাচ হেরে খেলার ফল অন্যরকম হতেই পারত ৷ কিন্তু বৃষ্টি থেমে আর একটা বলও এদিন খেলা হয়নি মোহালিতে ৷ শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে পঞ্জাবকে 7 রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷ সবমিলিয়ে হার দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু হল নাইটদের ৷

বৃষ্টির জেরে ম্য়াচ যখন বন্ধ হয় ক্রিজে তখন শার্দূল ঠাকুর 8 এবং সুনীল নারিন 7 রানে অপরাজিত ছিলেন ৷ এর আগে 192 রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি নাইটদের ৷ বড় রান তাড়া করতে নেমে 29 রানে 3 উইকেট হারিয়ে শুরু করে তারা ৷ চতুর্থ উইকেটে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিলেন অধিনায়ক নীতীশ রানা ৷ তবে অধিনায়কের ইনিংস লম্বা হয়নি ৷ 17 বলে 24 রানে আউট হন দিল্লি ব্যাটার ৷ আইয়ার আউট হন 28 বলে 34 রানে ৷

আরও পড়ুন: প্রথম ম্যাচেই নাইটদের বড় রানের টার্গেট দিল পঞ্জাব কিংস

স্যাম কারেন, আর্শদীপদের দাপটে 80 রানে 5 উইকেট হারানোর পরই পরাজয়ের ভ্রুকুটি গ্রাস করে নাইটদের ৷ যদিও তখন ক্রিজে ছিলেন পার্পল ব্রিগেডের শেষ ভরসা দ্রে রাস ৷ মোহালিতে এদিন রাসেল ঝড়ও ওঠে ৷ কিন্তু তা শেষ অবধি ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি দলকে ৷ 3টি চার, 2টি ছয়ে 19 বলে 35 করে আউট হন ক্যারিবিয়ান পিঞ্চ হিটার ৷ এরপর ভেঙ্কটেশ আইয়ার (34) আউট হতেই পরাজয় নিশ্চিত হয়ে যায় নাইটদের ৷

মোহালি, 1 এপ্রিল: নাইটদের নয়া অধিনায়ক হিসেবে শুরুটা সুখের হল না নীতীশ রানার ৷ পঞ্জাব কিংসের কাছে হেরে 16তম আইপিএল অভিযান শুরু করল পার্পল ব্রিগেড ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে শিখর ধাওয়ানের দলের কাছে নাইটরা হারল 7 রানে ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহালিতে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 191 রান তোলে প্রীতি জিন্টার দল ৷ জবাবে 16 ওভারে 7 উইকেট হারিয়ে 146 রান তোলে কলকাতা নাইট রাইডার্স ৷

24 বলে দু'বারের চ্যাম্পিয়নদের যখন 46 রান দরকার, তখন বৃষ্টি নামে মোহালিতে ৷ কেকেআর তখন প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে 7 রানে ৷ ম্যাচ হেরে খেলার ফল অন্যরকম হতেই পারত ৷ কিন্তু বৃষ্টি থেমে আর একটা বলও এদিন খেলা হয়নি মোহালিতে ৷ শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে পঞ্জাবকে 7 রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷ সবমিলিয়ে হার দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু হল নাইটদের ৷

বৃষ্টির জেরে ম্য়াচ যখন বন্ধ হয় ক্রিজে তখন শার্দূল ঠাকুর 8 এবং সুনীল নারিন 7 রানে অপরাজিত ছিলেন ৷ এর আগে 192 রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি নাইটদের ৷ বড় রান তাড়া করতে নেমে 29 রানে 3 উইকেট হারিয়ে শুরু করে তারা ৷ চতুর্থ উইকেটে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিলেন অধিনায়ক নীতীশ রানা ৷ তবে অধিনায়কের ইনিংস লম্বা হয়নি ৷ 17 বলে 24 রানে আউট হন দিল্লি ব্যাটার ৷ আইয়ার আউট হন 28 বলে 34 রানে ৷

আরও পড়ুন: প্রথম ম্যাচেই নাইটদের বড় রানের টার্গেট দিল পঞ্জাব কিংস

স্যাম কারেন, আর্শদীপদের দাপটে 80 রানে 5 উইকেট হারানোর পরই পরাজয়ের ভ্রুকুটি গ্রাস করে নাইটদের ৷ যদিও তখন ক্রিজে ছিলেন পার্পল ব্রিগেডের শেষ ভরসা দ্রে রাস ৷ মোহালিতে এদিন রাসেল ঝড়ও ওঠে ৷ কিন্তু তা শেষ অবধি ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি দলকে ৷ 3টি চার, 2টি ছয়ে 19 বলে 35 করে আউট হন ক্যারিবিয়ান পিঞ্চ হিটার ৷ এরপর ভেঙ্কটেশ আইয়ার (34) আউট হতেই পরাজয় নিশ্চিত হয়ে যায় নাইটদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.