সিডনি, 30 মে : 2021 আইপিএলের বাকি থাকা ম্যাচ খেলবেন না অস্ট্রেলিয়ান পেসার প্য়াট কামিন্স ৷ আইপিএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ৷ শনিবার মুম্বইয়ে বিসিসিআই’র এসজিএম’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু, কলকাতা নাইট রাইর্ডাসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স সংযুক্ত আরব আমিরশাহীতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এখন বাকি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কী করবেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যা নিয়ে এবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে সেখানকার একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷
প্রসঙ্গত, সেই রিপোর্টে বলা হয়েছে, টি-20 বিশ্বকাপের আগে অজি ক্রিকেটারদের অতিরিক্ত ম্যাচ খেলার চাপ এবং বায়ো-বাবলের ক্লান্তি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ভাবতে হবে ৷ বিশ্বকাপ আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে অজি ক্রিকেটাররা আইপিএলে খেললে, তাঁরা ছন্দে থাকবেন ৷ সেই সঙ্গে বায়ো-বাবলে থাকলে মানসিকভাবে অনেক শক্তিশালী হতে পারবেন ক্রিকেটাররা ৷ তবে, পুরো বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে ৷
আরও পড়ুন : আইপিএলে বিদেশিদের পেতে বোর্ডগুলির সঙ্গে কথা বলবে বিসিসিআই
প্রসঙ্গত, এপ্রিল মাসের শুরুতেই বায়ো-বাবলের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় আইপিএল বাতিল করতে হয় ৷ পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেশে ফেরার আগে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হয় মালদ্বীপে ৷